মাগুরা প্রতিনিধি

ক্রিকেট ছাড়াও বিভিন্ন বিজ্ঞাপনী প্রচার-প্রচারণা ব্যানারে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে দেখা গেলেও এবার রাজনৈতিক ব্যানারে দেখা যাচ্ছে তাঁকে। মাগুরা-১ আসনে আওয়ামী লীগ থেকে প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের বাড়িতে সাঁটানো হয়েছে শুভেচ্ছা ব্যানার।
মাগুরা শহরের কেশব মোড়ের বাড়ির মূল ফটকসংলগ্ন দেয়ালে দেখা যায়, নৌকায় মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রীকে প্রাণঢালা শুভেচ্ছা ও কৃতজ্ঞতাসংবলিত সেসব ব্যানার।
মনোনয়ন নিশ্চিত হওয়ার পর গতকাল রোববার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত এই ব্যানারগুলো সাঁটানো হয়। এত দিন ক্রিকেটার হিসেবে দেখার পর এই প্রথম রাজনৈতিক ব্যানারে তাঁকে দেখতে পেয়ে অনেকেই দাঁড়িয়ে ব্যানার দেখছেন।
স্থানীয় বাসিন্দা বাবুল মোল্যা আজকের পত্রিকাকে বলেন, ‘শেখ হাসিনা তাঁকে (সাকিব) নৌকা দিয়েছেন, এটা ভাবতেও পারিনি। কারণ, সে কখনো রাজনীতি করেনি। এখন রাজনীতিতে নাম লেখালেন, তাই বিষয়টি অন্য রকম লাগছে।’
সরেজমিন দেখা গেছে, মনোনয়ন পাওয়ার পর আজ সোমবার সকাল থেকে সাকিব আল হাসানের কেশব মোড়ের বাড়ির চেহারা উৎসব মুখর হয়ে উঠেছে। মানুষের বসার ব্যবস্থাসহ বাড়ির উত্তর পাশে ছোট্ট মাঠে ত্রিপল দিয়ে সাজানো হচ্ছে ছাউনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাকিব ঢাকা থেকে আগামী মঙ্গলবার যেকোনো সময় মাগুরায় আসবেন।
নৌকা প্রতীকে সাকিবকে এবার বিপুল ভোটে নির্বাচিত করতে চান স্থানীয়রা। তাঁদের আশা, সাকিব আল হাসান এমপি নির্বাচিত হলে বিভিন্ন কাজের পাশাপাশি খেলাধুলাকে অন্য পর্যায়ে নিয়ে যাবেন। সেই সঙ্গে তিনি একজন স্পোর্টসম্যান হওয়ায় স্থানীয় খেলোয়াড়দের আরও বড় পর্যায়ে যাওয়ার সুযোগ তৈরি হবে।
মাগুরা-১ আসনটি সদর উপজেলার চারটি ইউনিয়ন ও শ্রীপুর উপজেলা নিয়ে। এ আসনে বর্তমান সংসদ সদস্য রয়েছেন অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হন।

ক্রিকেট ছাড়াও বিভিন্ন বিজ্ঞাপনী প্রচার-প্রচারণা ব্যানারে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে দেখা গেলেও এবার রাজনৈতিক ব্যানারে দেখা যাচ্ছে তাঁকে। মাগুরা-১ আসনে আওয়ামী লীগ থেকে প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের বাড়িতে সাঁটানো হয়েছে শুভেচ্ছা ব্যানার।
মাগুরা শহরের কেশব মোড়ের বাড়ির মূল ফটকসংলগ্ন দেয়ালে দেখা যায়, নৌকায় মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রীকে প্রাণঢালা শুভেচ্ছা ও কৃতজ্ঞতাসংবলিত সেসব ব্যানার।
মনোনয়ন নিশ্চিত হওয়ার পর গতকাল রোববার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত এই ব্যানারগুলো সাঁটানো হয়। এত দিন ক্রিকেটার হিসেবে দেখার পর এই প্রথম রাজনৈতিক ব্যানারে তাঁকে দেখতে পেয়ে অনেকেই দাঁড়িয়ে ব্যানার দেখছেন।
স্থানীয় বাসিন্দা বাবুল মোল্যা আজকের পত্রিকাকে বলেন, ‘শেখ হাসিনা তাঁকে (সাকিব) নৌকা দিয়েছেন, এটা ভাবতেও পারিনি। কারণ, সে কখনো রাজনীতি করেনি। এখন রাজনীতিতে নাম লেখালেন, তাই বিষয়টি অন্য রকম লাগছে।’
সরেজমিন দেখা গেছে, মনোনয়ন পাওয়ার পর আজ সোমবার সকাল থেকে সাকিব আল হাসানের কেশব মোড়ের বাড়ির চেহারা উৎসব মুখর হয়ে উঠেছে। মানুষের বসার ব্যবস্থাসহ বাড়ির উত্তর পাশে ছোট্ট মাঠে ত্রিপল দিয়ে সাজানো হচ্ছে ছাউনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাকিব ঢাকা থেকে আগামী মঙ্গলবার যেকোনো সময় মাগুরায় আসবেন।
নৌকা প্রতীকে সাকিবকে এবার বিপুল ভোটে নির্বাচিত করতে চান স্থানীয়রা। তাঁদের আশা, সাকিব আল হাসান এমপি নির্বাচিত হলে বিভিন্ন কাজের পাশাপাশি খেলাধুলাকে অন্য পর্যায়ে নিয়ে যাবেন। সেই সঙ্গে তিনি একজন স্পোর্টসম্যান হওয়ায় স্থানীয় খেলোয়াড়দের আরও বড় পর্যায়ে যাওয়ার সুযোগ তৈরি হবে।
মাগুরা-১ আসনটি সদর উপজেলার চারটি ইউনিয়ন ও শ্রীপুর উপজেলা নিয়ে। এ আসনে বর্তমান সংসদ সদস্য রয়েছেন অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হন।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
১ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
২ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
২ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
২ ঘণ্টা আগে