মাগুরা প্রতিনিধি

ক্রিকেট ছাড়াও বিভিন্ন বিজ্ঞাপনী প্রচার-প্রচারণা ব্যানারে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে দেখা গেলেও এবার রাজনৈতিক ব্যানারে দেখা যাচ্ছে তাঁকে। মাগুরা-১ আসনে আওয়ামী লীগ থেকে প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের বাড়িতে সাঁটানো হয়েছে শুভেচ্ছা ব্যানার।
মাগুরা শহরের কেশব মোড়ের বাড়ির মূল ফটকসংলগ্ন দেয়ালে দেখা যায়, নৌকায় মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রীকে প্রাণঢালা শুভেচ্ছা ও কৃতজ্ঞতাসংবলিত সেসব ব্যানার।
মনোনয়ন নিশ্চিত হওয়ার পর গতকাল রোববার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত এই ব্যানারগুলো সাঁটানো হয়। এত দিন ক্রিকেটার হিসেবে দেখার পর এই প্রথম রাজনৈতিক ব্যানারে তাঁকে দেখতে পেয়ে অনেকেই দাঁড়িয়ে ব্যানার দেখছেন।
স্থানীয় বাসিন্দা বাবুল মোল্যা আজকের পত্রিকাকে বলেন, ‘শেখ হাসিনা তাঁকে (সাকিব) নৌকা দিয়েছেন, এটা ভাবতেও পারিনি। কারণ, সে কখনো রাজনীতি করেনি। এখন রাজনীতিতে নাম লেখালেন, তাই বিষয়টি অন্য রকম লাগছে।’
সরেজমিন দেখা গেছে, মনোনয়ন পাওয়ার পর আজ সোমবার সকাল থেকে সাকিব আল হাসানের কেশব মোড়ের বাড়ির চেহারা উৎসব মুখর হয়ে উঠেছে। মানুষের বসার ব্যবস্থাসহ বাড়ির উত্তর পাশে ছোট্ট মাঠে ত্রিপল দিয়ে সাজানো হচ্ছে ছাউনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাকিব ঢাকা থেকে আগামী মঙ্গলবার যেকোনো সময় মাগুরায় আসবেন।
নৌকা প্রতীকে সাকিবকে এবার বিপুল ভোটে নির্বাচিত করতে চান স্থানীয়রা। তাঁদের আশা, সাকিব আল হাসান এমপি নির্বাচিত হলে বিভিন্ন কাজের পাশাপাশি খেলাধুলাকে অন্য পর্যায়ে নিয়ে যাবেন। সেই সঙ্গে তিনি একজন স্পোর্টসম্যান হওয়ায় স্থানীয় খেলোয়াড়দের আরও বড় পর্যায়ে যাওয়ার সুযোগ তৈরি হবে।
মাগুরা-১ আসনটি সদর উপজেলার চারটি ইউনিয়ন ও শ্রীপুর উপজেলা নিয়ে। এ আসনে বর্তমান সংসদ সদস্য রয়েছেন অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হন।

ক্রিকেট ছাড়াও বিভিন্ন বিজ্ঞাপনী প্রচার-প্রচারণা ব্যানারে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে দেখা গেলেও এবার রাজনৈতিক ব্যানারে দেখা যাচ্ছে তাঁকে। মাগুরা-১ আসনে আওয়ামী লীগ থেকে প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের বাড়িতে সাঁটানো হয়েছে শুভেচ্ছা ব্যানার।
মাগুরা শহরের কেশব মোড়ের বাড়ির মূল ফটকসংলগ্ন দেয়ালে দেখা যায়, নৌকায় মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রীকে প্রাণঢালা শুভেচ্ছা ও কৃতজ্ঞতাসংবলিত সেসব ব্যানার।
মনোনয়ন নিশ্চিত হওয়ার পর গতকাল রোববার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত এই ব্যানারগুলো সাঁটানো হয়। এত দিন ক্রিকেটার হিসেবে দেখার পর এই প্রথম রাজনৈতিক ব্যানারে তাঁকে দেখতে পেয়ে অনেকেই দাঁড়িয়ে ব্যানার দেখছেন।
স্থানীয় বাসিন্দা বাবুল মোল্যা আজকের পত্রিকাকে বলেন, ‘শেখ হাসিনা তাঁকে (সাকিব) নৌকা দিয়েছেন, এটা ভাবতেও পারিনি। কারণ, সে কখনো রাজনীতি করেনি। এখন রাজনীতিতে নাম লেখালেন, তাই বিষয়টি অন্য রকম লাগছে।’
সরেজমিন দেখা গেছে, মনোনয়ন পাওয়ার পর আজ সোমবার সকাল থেকে সাকিব আল হাসানের কেশব মোড়ের বাড়ির চেহারা উৎসব মুখর হয়ে উঠেছে। মানুষের বসার ব্যবস্থাসহ বাড়ির উত্তর পাশে ছোট্ট মাঠে ত্রিপল দিয়ে সাজানো হচ্ছে ছাউনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাকিব ঢাকা থেকে আগামী মঙ্গলবার যেকোনো সময় মাগুরায় আসবেন।
নৌকা প্রতীকে সাকিবকে এবার বিপুল ভোটে নির্বাচিত করতে চান স্থানীয়রা। তাঁদের আশা, সাকিব আল হাসান এমপি নির্বাচিত হলে বিভিন্ন কাজের পাশাপাশি খেলাধুলাকে অন্য পর্যায়ে নিয়ে যাবেন। সেই সঙ্গে তিনি একজন স্পোর্টসম্যান হওয়ায় স্থানীয় খেলোয়াড়দের আরও বড় পর্যায়ে যাওয়ার সুযোগ তৈরি হবে।
মাগুরা-১ আসনটি সদর উপজেলার চারটি ইউনিয়ন ও শ্রীপুর উপজেলা নিয়ে। এ আসনে বর্তমান সংসদ সদস্য রয়েছেন অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হন।

ফরিদপুরে নগরকান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের এক ইউনিয়ন নির্বাচন কমিটির আহ্বায়ককে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের দাবি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বুধবার রাতে রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালিয়েছে।
৭ মিনিট আগে
ময়মনসিংহের গফরগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী রেলস্টেশনের আউটার দেউলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে
অন্তর্বর্তী সরকার প্রণীত ২০২৬—২০৫০ সালের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনার খসড়াকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
৪৩ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১ সালের ইতিহাস মুছে ফেলা হবে কিংবা ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হবে—এমন প্রচারণার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোটসংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।
১ ঘণ্টা আগে