Ajker Patrika

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা: মামলার রায় ১৭ মে

মাগুরা প্রতিনিধি 
আপডেট : ১৩ মে ২০২৫, ১৫: ০৫
মাগুরা জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ছবি: আজকের পত্রিকা
মাগুরা জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ছবি: আজকের পত্রিকা

মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য ও যুক্তি-তর্ক গ্রহণ শেষ হয়েছে। আজ মঙ্গলবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এই যুক্তিতর্ক গ্রহণ শেষ হয়। এর আগে মামলার বাদীসহ মোট ২৯ জনের সাক্ষ্য নেওয়া হয় গত ৮ মে পর্যন্ত। মামলার রায় আগামী ১৭ মে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক প্রসিকিউটর (এটর্নি জেনারেল মর্যাদার) এহসানুল হক সমাজী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী বলেন, ‘আদালতে মেডিকেল রিপোর্টসহ সব দালিলিক প্রমাণ হাজির করা হয়েছে। আসামিদের বিপক্ষে আনা সব অভিযোগ প্রমাণিত হয়েছে। আমরা আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছি আদালতের কাছে। আদালত আগামী ১৭ মে মামলার রায় দেবে বলে জানিয়েছেন।’

এর আগে সকাল ১০টার দিকে যুক্তিতর্ক শুনানি শুরু হয়ে শেষ হয় ১১টা ৩৫ মিনিটে।

এ মামলায় ১৩ এপ্রিল পুলিশ চার্জশিট দাখিল করে। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচারকাজ শুরু হয়।

গত ১ মার্চ বোনের বাড়িতে বেড়াতে এসে ৫ মার্চ দিবাগত রাতে শিশুটি ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হয়। শিশুটির বড় বোনের স্বামী ও শ্বশুর তাকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটি মারা যায়। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে মামলা দায়ের করেন ৮ মার্চ। ঘটনাটি দেশব্যাপী আলোচনার সৃষ্টি করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদির অবস্থা আশঙ্কাজনক, মস্তিষ্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত, ফুসফুসেও আঘাত: মেডিকেল বোর্ড

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ অবিলম্বে চালু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলমান: আইএসপিআর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ