প্রতিনিধি, মহম্মদপুর (মাগুরা)

ঘুম থেকে উঠেই ডিলার পয়েন্টে চলে যায় তামিম। ভ্যান ভর্তি পণ্য নিয়ে দোকানে দোকানে পৌঁছে দেয়। দৈনিক মজুরি ১০০ টাকা। তামিম মাগুরার মহম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। তেলিপুকুর গ্রামের দরিদ্র দিনমজুর আলী আফজালের ছেলে। মা-বাবা ও দুই ভাই নিয়ে তামিমদের পরিবার।
করোনা মহামারি শুরুর বছর সপ্তম শ্রেণিতে পড়ত তামিম (১৩)। করোনায় স্কুল বন্ধ। টানাটানির সংসারে বোঝা হতে চায়নি সে। দোকানে পণ্য সরবরাহ করে যে টাকা আয় হয় পুরোটাই তুলে দেয় বাবার হাতে। মহামারির মধ্যে বাবার আয়ও প্রায় শূন্যে নেমে এসেছে। তাই বলতে গেলে তামিম একাই হাল ধরেছে সংসারের।
এর মধ্যে আগামী ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। কিন্তু তামিমের স্কুলে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মহামারির প্রথম দিকে বাবার সঙ্গে খেত-খামারে কাজ করেছে। পরে পরিবারকে সহযোগিতা করতে একটা চাকরিতে নেয় সে। এখন পরিবারের প্রধান নির্ভরতায় পরিণত হয়েছে তামিম। ফলে বাবাও পড়েছেন উভয়সংকটে।
তামিম জানায়, প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্যানগাড়ি চালিয়ে পণ্য ডেলিভারি দেয় সে। রোদ-বৃষ্টি উপেক্ষা করে এই কাজ করতে হয় তাকে। প্রতিদিন ১০০ টাকা মজুরি পায়। মাস শেষে বাবার হাতে তুলে দেয় সেই টাকা।
তামিমের বাবা আলী আফজাল বলেন, ইচ্ছা ছিল ছেলে পড়ালেখা শিখবে। বড় অফিসার হবে। কিন্তু দারিদ্র্যের কারণে কিছুই সম্ভব হচ্ছে না। স্কুল খুললে কীভাবে স্কুলে পাঠাবেন সেটি নিয়ে দুর্ভাবনায় পড়েছেন তিনি। কারণ, তামিম স্কুলে গেলে আয় বন্ধ হয়ে যাবে। আর না গেলে পড়ালেখা বন্ধ।
হরেকৃষ্ণপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল আলম মুকুল জানান, করোনায় স্কুল বন্ধ থাকায় তামিমের মতো অনেক শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কা রয়েছে। এ নিয়ে তামিমের বাবার সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দেন তিনি।

ঘুম থেকে উঠেই ডিলার পয়েন্টে চলে যায় তামিম। ভ্যান ভর্তি পণ্য নিয়ে দোকানে দোকানে পৌঁছে দেয়। দৈনিক মজুরি ১০০ টাকা। তামিম মাগুরার মহম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। তেলিপুকুর গ্রামের দরিদ্র দিনমজুর আলী আফজালের ছেলে। মা-বাবা ও দুই ভাই নিয়ে তামিমদের পরিবার।
করোনা মহামারি শুরুর বছর সপ্তম শ্রেণিতে পড়ত তামিম (১৩)। করোনায় স্কুল বন্ধ। টানাটানির সংসারে বোঝা হতে চায়নি সে। দোকানে পণ্য সরবরাহ করে যে টাকা আয় হয় পুরোটাই তুলে দেয় বাবার হাতে। মহামারির মধ্যে বাবার আয়ও প্রায় শূন্যে নেমে এসেছে। তাই বলতে গেলে তামিম একাই হাল ধরেছে সংসারের।
এর মধ্যে আগামী ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। কিন্তু তামিমের স্কুলে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মহামারির প্রথম দিকে বাবার সঙ্গে খেত-খামারে কাজ করেছে। পরে পরিবারকে সহযোগিতা করতে একটা চাকরিতে নেয় সে। এখন পরিবারের প্রধান নির্ভরতায় পরিণত হয়েছে তামিম। ফলে বাবাও পড়েছেন উভয়সংকটে।
তামিম জানায়, প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্যানগাড়ি চালিয়ে পণ্য ডেলিভারি দেয় সে। রোদ-বৃষ্টি উপেক্ষা করে এই কাজ করতে হয় তাকে। প্রতিদিন ১০০ টাকা মজুরি পায়। মাস শেষে বাবার হাতে তুলে দেয় সেই টাকা।
তামিমের বাবা আলী আফজাল বলেন, ইচ্ছা ছিল ছেলে পড়ালেখা শিখবে। বড় অফিসার হবে। কিন্তু দারিদ্র্যের কারণে কিছুই সম্ভব হচ্ছে না। স্কুল খুললে কীভাবে স্কুলে পাঠাবেন সেটি নিয়ে দুর্ভাবনায় পড়েছেন তিনি। কারণ, তামিম স্কুলে গেলে আয় বন্ধ হয়ে যাবে। আর না গেলে পড়ালেখা বন্ধ।
হরেকৃষ্ণপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল আলম মুকুল জানান, করোনায় স্কুল বন্ধ থাকায় তামিমের মতো অনেক শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কা রয়েছে। এ নিয়ে তামিমের বাবার সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দেন তিনি।

টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
১৩ মিনিট আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
২ ঘণ্টা আগে