মাদারীপুর প্রতিনিধি

মৃত্যুর আট মাস পর কবরস্থান থেকে নিজের বাবার লাশ তুলে ঘরের বারান্দায়, পরে বাড়ির পাশে কবর দিয়েছেন ছেলে রুবেল শেখ। তাঁর দাবি, তিনি স্বপ্নে দেখেছেন বাবা জীবিত, তাই এই কাজ করেছেন। আজ শনিবার জানাজানি হলে এলাকাবাসী ওই বাড়িতে ভিড় জমায়।
ঘটনাটি ঘটে মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের মহরদ্দিরচর গ্রামে।
গতকাল শুক্রবার গভীর রাতে রুবেল শেখ একা পারিবারিক কবরস্থান থেকে লাশ উত্তোলন করে ঘরের বারান্দায় দাফন করেন। পরে আজ আবার লাশ উত্তোলন করে বাড়ির পাশে দাফন করেন।
রুবেল শেখ বলেন, ‘আমি স্বপ্নে দেখতে পাই, আমার বাবা মৃত সোহরাব শেখ কবরে জীবিত আছেন। তিনি মারা যাননি। তাই আমি তাঁর লাশ কবর থেকে উত্তোলন করেছি। তবে পরে আবার তাঁকে কবর দিয়েছি।’
কয়েকজন গ্রামবাসী জানায়, সোহরাব শেখ আট মাস আগে মারা গেছেন। তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। কিন্তু তাঁর ছেলে স্বপ্নে দেখেন, তাঁর বাবা জীবিত আছেন। তাই ছেলে রুবেল শেখ শুক্রবার গভীর রাতে একা পারিবারিক কবরস্থান থেকে বাবার লাশ উত্তোলন করেন। রুবেল প্রথমে তাঁর নিজ ঘরের বারান্দায় লাশ দাফন করেন। পরে আজ (শনিবার) দুপুরে পুনরায় ঘরের বারান্দা থেকে লাশ উত্তোলন করে বাড়ির পাশে দাফন করেন। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে বাড়িতে লোকজন ভিড় করে।’
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা বলেন, ‘আমরা জানতে পেরেছি, নিহত এক ব্যক্তির লাশ কবর থেকে তাঁর ছেলে উত্তোলন করে পুনরায় দাফন করেছেন।’

মৃত্যুর আট মাস পর কবরস্থান থেকে নিজের বাবার লাশ তুলে ঘরের বারান্দায়, পরে বাড়ির পাশে কবর দিয়েছেন ছেলে রুবেল শেখ। তাঁর দাবি, তিনি স্বপ্নে দেখেছেন বাবা জীবিত, তাই এই কাজ করেছেন। আজ শনিবার জানাজানি হলে এলাকাবাসী ওই বাড়িতে ভিড় জমায়।
ঘটনাটি ঘটে মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের মহরদ্দিরচর গ্রামে।
গতকাল শুক্রবার গভীর রাতে রুবেল শেখ একা পারিবারিক কবরস্থান থেকে লাশ উত্তোলন করে ঘরের বারান্দায় দাফন করেন। পরে আজ আবার লাশ উত্তোলন করে বাড়ির পাশে দাফন করেন।
রুবেল শেখ বলেন, ‘আমি স্বপ্নে দেখতে পাই, আমার বাবা মৃত সোহরাব শেখ কবরে জীবিত আছেন। তিনি মারা যাননি। তাই আমি তাঁর লাশ কবর থেকে উত্তোলন করেছি। তবে পরে আবার তাঁকে কবর দিয়েছি।’
কয়েকজন গ্রামবাসী জানায়, সোহরাব শেখ আট মাস আগে মারা গেছেন। তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। কিন্তু তাঁর ছেলে স্বপ্নে দেখেন, তাঁর বাবা জীবিত আছেন। তাই ছেলে রুবেল শেখ শুক্রবার গভীর রাতে একা পারিবারিক কবরস্থান থেকে বাবার লাশ উত্তোলন করেন। রুবেল প্রথমে তাঁর নিজ ঘরের বারান্দায় লাশ দাফন করেন। পরে আজ (শনিবার) দুপুরে পুনরায় ঘরের বারান্দা থেকে লাশ উত্তোলন করে বাড়ির পাশে দাফন করেন। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে বাড়িতে লোকজন ভিড় করে।’
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা বলেন, ‘আমরা জানতে পেরেছি, নিহত এক ব্যক্তির লাশ কবর থেকে তাঁর ছেলে উত্তোলন করে পুনরায় দাফন করেছেন।’

তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই। এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প এবং চীন এতে বিনিয়োগ করতে আগ্রহী। আজ সোমবার সকালে রংপুরের কাউনিয়া সেতু পরিদর্শন করেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
১৭ মিনিট আগে
নাটোর আদালত প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জমি নিয়ে বিরোধজনিত মামলার জেরে আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে আদালত চত্বরে এ সংঘর্ষ হয়।
২১ মিনিট আগে
পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা নদীর সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকার একটি টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। আজ সোমবার বেলা ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার গাজীর ঘাটে নদী পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
২১ মিনিট আগে
মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী মাদারীপুর সদর উপজেলার ঘটকচর, মোস্তফাপুর, কলাবাড়িসহ বিভিন্ন স্থানে এই অভিযান চালায় মোস্তফাপুর হাইওয়ে থানা-পুলিশ।
২৫ মিনিট আগে