মাদারীপুর প্রতিনিধি

অন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্রোপচার (সিজারিয়ান) করাতে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন স্বামী মাওলানা বিল্লাল ফকির। মাঝপথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসের সঙ্গে থাক্কায় অ্যাম্বুলেন্সে থাকা একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়। তবে ভাগ্যক্রমে বেঁচে যান অন্তঃসত্ত্বা গৃহবধূ রোজিনা আক্তার (৩২)। পরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারে রোজিনার কোলজুড়ে আসে এক ছেলেসন্তান। জন্ম নেওয়ার আগেই ছেলে হারালো বাবাকে। বাবারও দেখা হলো না তিন মেয়ের পরে জন্ম নেওয়া একমাত্র ছেলেসন্তানকে।
নিহত ব্যক্তিরা হলেন মাওলানা বিল্লাল ফকির (৪০), তাঁর বাবা সামাদ ফকির (৬০), মা সাহেদা বেগম (৫০) ও তাঁর ছোটবোন আফসানা আক্তার (২০) এবং অ্যাম্বুলেন্সচালক মাহবুব সরদার। বিল্লালদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর গ্রামে।
নিহত ব্যক্তিদের পারিবারিক কবরস্থানে পাশাপাশি চারটি কবর খোঁড়া হয়েছে। তাঁদের দাফনের প্রক্রিয়া চলছে।
স্থানীয় ও নিহত ব্যক্তিদের পরিবার সূত্রে জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের নিমতলা এলাকায় অ্যাম্বুলেন্সের চাকা ফেটে যায়। তখন চালক অ্যাম্বুলেন্স থামিয়ে চাকা পরিবর্তন করছিলেন। ওই সময় কুষ্টিয়া থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এতে বিল্লালসহ চারজন মারা যান। আহত হন অন্তঃসত্ত্বা গৃহবধূসহ তিনজন।
রোজিনার স্বজনেরা জানান, দুর্ঘটনার পর আহত অন্তঃসত্ত্বা রোজিনাকে ঢাকার ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ সন্ধ্যায় সিজারিয়ানের মাধ্যমে তাঁর ছেলেসন্তানের জন্ম হয়।
বিল্লালের ফুফাতো ভাই মাওলানা গোলাম রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ পাঁচজন মারা গেছেন। পরিবারের কেউ এই মৃত্যু মেনে নিতে পারছেন না। এই ঘটনায় গোল্ডেল লাইন পরিবহনের চালকের ফাঁসি চাই। বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব বলেন, একই সঙ্গে পাঁচজন মারা যাওয়ার ঘটনা খুবই মর্মান্তিক। সরকারিভাবে যত ধরনের সহযোগিতা করা যায়, সে ব্যাপারে উপজেলা প্রশাসন তাঁদের পাশে থাকবে।

অন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্রোপচার (সিজারিয়ান) করাতে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন স্বামী মাওলানা বিল্লাল ফকির। মাঝপথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসের সঙ্গে থাক্কায় অ্যাম্বুলেন্সে থাকা একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়। তবে ভাগ্যক্রমে বেঁচে যান অন্তঃসত্ত্বা গৃহবধূ রোজিনা আক্তার (৩২)। পরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারে রোজিনার কোলজুড়ে আসে এক ছেলেসন্তান। জন্ম নেওয়ার আগেই ছেলে হারালো বাবাকে। বাবারও দেখা হলো না তিন মেয়ের পরে জন্ম নেওয়া একমাত্র ছেলেসন্তানকে।
নিহত ব্যক্তিরা হলেন মাওলানা বিল্লাল ফকির (৪০), তাঁর বাবা সামাদ ফকির (৬০), মা সাহেদা বেগম (৫০) ও তাঁর ছোটবোন আফসানা আক্তার (২০) এবং অ্যাম্বুলেন্সচালক মাহবুব সরদার। বিল্লালদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর গ্রামে।
নিহত ব্যক্তিদের পারিবারিক কবরস্থানে পাশাপাশি চারটি কবর খোঁড়া হয়েছে। তাঁদের দাফনের প্রক্রিয়া চলছে।
স্থানীয় ও নিহত ব্যক্তিদের পরিবার সূত্রে জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের নিমতলা এলাকায় অ্যাম্বুলেন্সের চাকা ফেটে যায়। তখন চালক অ্যাম্বুলেন্স থামিয়ে চাকা পরিবর্তন করছিলেন। ওই সময় কুষ্টিয়া থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এতে বিল্লালসহ চারজন মারা যান। আহত হন অন্তঃসত্ত্বা গৃহবধূসহ তিনজন।
রোজিনার স্বজনেরা জানান, দুর্ঘটনার পর আহত অন্তঃসত্ত্বা রোজিনাকে ঢাকার ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ সন্ধ্যায় সিজারিয়ানের মাধ্যমে তাঁর ছেলেসন্তানের জন্ম হয়।
বিল্লালের ফুফাতো ভাই মাওলানা গোলাম রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ পাঁচজন মারা গেছেন। পরিবারের কেউ এই মৃত্যু মেনে নিতে পারছেন না। এই ঘটনায় গোল্ডেল লাইন পরিবহনের চালকের ফাঁসি চাই। বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব বলেন, একই সঙ্গে পাঁচজন মারা যাওয়ার ঘটনা খুবই মর্মান্তিক। সরকারিভাবে যত ধরনের সহযোগিতা করা যায়, সে ব্যাপারে উপজেলা প্রশাসন তাঁদের পাশে থাকবে।

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী রেলস্টেশনের আউটার দেউলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
অন্তর্বর্তী সরকার প্রণীত ২০২৬—২০৫০ সালের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনার খসড়াকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
৮ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১ সালের ইতিহাস মুছে ফেলা হবে কিংবা ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হবে—এমন প্রচারণার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোটসংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।
১০ মিনিট আগে
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে সড়কে গাছ ফেলে একটি ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে ভবানীপুর এলাকার তেঁতুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে