মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের রাজৈরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে রাজৈরের হোসেনপুর ইউনিয়ন যুবদলের এক নেতার (সভাপতি পদপ্রার্থী) বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (২৪ জুন) রাতে হোসেনপুর ইউনিয়নের তাঁতিকান্দা এলাকা এ ঘটনা ঘটে।
আহত মহসিন ফকির (৩৪) এনসিপির মাদারীপুর জেলা সমন্বয়কারী কমিটির সদস্য। অপর আহত তাঁর স্ত্রী জান্নাতুল জারা নিপা (২৮)।
পুলিশ, স্থানীয় ও আহত সূত্রে জানা যায়, গতকাল বিকেলে অবৈধভাবে বালু ব্যবসার জন্য পাইপের লাইন টানেন রাজৈরের হোসেনপুর ইউনিয়নের যুবদল নেতা এনামুল শেখ। এতে বাধা দেন এনসিপির নেতা মহসিন ফকির। এ সময় দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাতে মহসিনকে বাড়ি থেকে পাশের রাস্তায় ডেকে নিয়ে যান এনামুল শেখ। একপর্যায়ে এনামুল ও তাঁর লোকজন মহসিনের ওপর হামলা চালান। মহসিনের চিৎকারে তাঁর স্ত্রী জান্নাতুল ছুটে এলে তাঁকেও মারধর করা হয়। পরে এনামুল ও তাঁর লোকজন চলে গেলে আহত অবস্থায় এনসিপি নেতা ও তাঁর স্ত্রীকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রাজৈর থানা-পুলিশ।
আহত মহসিন ফকির ও জান্নাতুল জানান, ‘অবৈধভাবে ড্রেজার ব্যবসা করায় জনসাধারণের ক্ষতি হচ্ছে। বিষয়টির প্রতিবাদ করায় এনামুল শেখ ও তার লোকজন এই হামলা করেছে। এই ঘটনার সঠিক বিচার চাই।’
এ ব্যাপারে অভিযুক্ত এনামুল শেখ বলেন, ‘আমি একটি পুকুর ভরাট করার জন্য ড্রেজারের পাইপের লাইন দিচ্ছিলাম। এমন সময় পাইপ ভেঙে ফেলে মহসিন। আমি শুধু কারণ জানতে চেয়েছি। পরে একটু হাতাহাতির ঘটনা ঘটলেও কোনো মারামারি হয়নি।’
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান বলেন, ‘মারামারির ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেয়েছি। এই ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মাদারীপুরের রাজৈরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে রাজৈরের হোসেনপুর ইউনিয়ন যুবদলের এক নেতার (সভাপতি পদপ্রার্থী) বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (২৪ জুন) রাতে হোসেনপুর ইউনিয়নের তাঁতিকান্দা এলাকা এ ঘটনা ঘটে।
আহত মহসিন ফকির (৩৪) এনসিপির মাদারীপুর জেলা সমন্বয়কারী কমিটির সদস্য। অপর আহত তাঁর স্ত্রী জান্নাতুল জারা নিপা (২৮)।
পুলিশ, স্থানীয় ও আহত সূত্রে জানা যায়, গতকাল বিকেলে অবৈধভাবে বালু ব্যবসার জন্য পাইপের লাইন টানেন রাজৈরের হোসেনপুর ইউনিয়নের যুবদল নেতা এনামুল শেখ। এতে বাধা দেন এনসিপির নেতা মহসিন ফকির। এ সময় দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাতে মহসিনকে বাড়ি থেকে পাশের রাস্তায় ডেকে নিয়ে যান এনামুল শেখ। একপর্যায়ে এনামুল ও তাঁর লোকজন মহসিনের ওপর হামলা চালান। মহসিনের চিৎকারে তাঁর স্ত্রী জান্নাতুল ছুটে এলে তাঁকেও মারধর করা হয়। পরে এনামুল ও তাঁর লোকজন চলে গেলে আহত অবস্থায় এনসিপি নেতা ও তাঁর স্ত্রীকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রাজৈর থানা-পুলিশ।
আহত মহসিন ফকির ও জান্নাতুল জানান, ‘অবৈধভাবে ড্রেজার ব্যবসা করায় জনসাধারণের ক্ষতি হচ্ছে। বিষয়টির প্রতিবাদ করায় এনামুল শেখ ও তার লোকজন এই হামলা করেছে। এই ঘটনার সঠিক বিচার চাই।’
এ ব্যাপারে অভিযুক্ত এনামুল শেখ বলেন, ‘আমি একটি পুকুর ভরাট করার জন্য ড্রেজারের পাইপের লাইন দিচ্ছিলাম। এমন সময় পাইপ ভেঙে ফেলে মহসিন। আমি শুধু কারণ জানতে চেয়েছি। পরে একটু হাতাহাতির ঘটনা ঘটলেও কোনো মারামারি হয়নি।’
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান বলেন, ‘মারামারির ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেয়েছি। এই ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নানা অভিযোগ তুলে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। গত ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১৯তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ সোমবার (১২ জানুয়ারি) সংশ্লিষ্ট তিন কর্মকর্তার চাকরিচ্যুতি কার্যকর করে চিঠি ইস্যু করা হয়।
১ মিনিট আগে
সৌদি আরবে গাড়ির ধাক্কায় রফিকুল ইসলাম (৪০) নামের পটুয়াখালীর এক প্রবাসী নিহত হয়েছেন। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাতে রিয়াদে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ সীমান্তে এবার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। তাঁর নাম কেফায়েত উল্লাহ (২২)। আজ সোমবার (১২ জানুয়ারি) ভোরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের...
১ ঘণ্টা আগে
গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় শিশু আয়েশা ও তার ছোট ভাই মোর্শেদকে উদ্ধার করেন এক সিএনজিচালিত অটোরিকশার চালক। পরে জেলা ও উপজেলা প্রশাসন মানবিক বিবেচনায় শিশু দুটির দায়িত্ব নেয়। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় আয়েশার ছোট ভাই মোর্শেদের মৃত্যু হলে ঘটনাটি ব্যাপক
১ ঘণ্টা আগে