Ajker Patrika

মাদারীপুরে শুক্রবার ১২ ঘণ্টা কারফিউ শিথিল

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ২৬ জুলাই ২০২৪, ১২: ১১
মাদারীপুরে শুক্রবার ১২ ঘণ্টা কারফিউ শিথিল

মাদারীপুরে আজ শুক্রবার ১২ ঘণ্টা কারফিউ শিথিল করেছে জেলা প্রশাসন। জেলায় আজ সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। মাদারীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবারও সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল।

মাদারীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম বলেন, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ চলবে। তবে পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় আজ শুক্রবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এ ছাড়া শহরের গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চৌকি বসানো হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশ সদস্যদের টহল বাড়ানো হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের নামে মাদারীপুর শহরের বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা তাণ্ডব চালায়। এ সময় সরকারি-বেসরকারি স্থাপনা ভাঙচুরের পাশাপাশি বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তাতে ৪০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। জনগণের জানমাল রক্ষায় কারফিউ জারির সিদ্ধান্ত নেয় সরকার। এরই অংশ হিসেবে মাদারীপুরে গত শনিবার থেকে শুরু হয় কারফিউ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৮ প্রার্থী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত