মাদারীপুর প্রতিনিধি

অস্ত্রের মুখে জিম্মি করে ‘সাপ্তাহিক কালকিনি বার্তা’র সাবেক সম্পাদক ও প্রকাশক মরহুম দেলোয়ার হোসেন দুলালের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাধা দিলে তাঁর স্ত্রী আসমা ইয়াসমিনকে কুপিয়ে গুরুতর জখম করেছে ডাকাতেরা। গতকাল দিবাগত রাত ২টার দিকে মাদারীপুরের কালকিনি পৌর এলাকার রাজদী গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আসফাক রাসেল ক্ষতিগ্রস্ত পরিবারের বরাতে জানান, গতকাল দিবাগত রাত ২টার থেকে ভোর ৪টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা অস্ত্রের মুখে জিম্মি করে কালকিনি পৌর এলাকার রাজদী গ্রামের মৃত দেলোয়ার হোসেন দুলালের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। বারান্দার গ্রিল কেটে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল শাবল দিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে পরিবারের চারজনের মুখে কাপড় বেঁধে সবাইকে জিম্মি করে ফেলে। এ সময় বাধা দিলে দা দিয়ে গৃহিণী আসমা ইয়াসমিনকে কুপিয়ে জখম করে। এ সময় ডাকাতেরা ২১ ভরি স্বর্ণালংকার, ২টি মোবাইল ফোন, ১ লাখ ২৫ হাজার টাকা এবং কাপড়সহ ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে আহত আসমা ইয়াসমিনের ভাই এনামুল হক জুয়েল জানান, ‘আমার দুলাভাই মরহুম দেলোয়ার হোসেন দুলাল সাপ্তাহিক কালকিনি’বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। এ ছাড়া তিনি পৌর আওয়ামী লীগের সভাপতি ও কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। এসব কারণে হয়তো তাঁর অনেক শত্রু ছিল। এলাকার দুষ্কৃতকারীরা মিলে এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় কালকিনি থানায় মামলা করা হবে।’

অস্ত্রের মুখে জিম্মি করে ‘সাপ্তাহিক কালকিনি বার্তা’র সাবেক সম্পাদক ও প্রকাশক মরহুম দেলোয়ার হোসেন দুলালের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাধা দিলে তাঁর স্ত্রী আসমা ইয়াসমিনকে কুপিয়ে গুরুতর জখম করেছে ডাকাতেরা। গতকাল দিবাগত রাত ২টার দিকে মাদারীপুরের কালকিনি পৌর এলাকার রাজদী গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আসফাক রাসেল ক্ষতিগ্রস্ত পরিবারের বরাতে জানান, গতকাল দিবাগত রাত ২টার থেকে ভোর ৪টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা অস্ত্রের মুখে জিম্মি করে কালকিনি পৌর এলাকার রাজদী গ্রামের মৃত দেলোয়ার হোসেন দুলালের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। বারান্দার গ্রিল কেটে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল শাবল দিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে পরিবারের চারজনের মুখে কাপড় বেঁধে সবাইকে জিম্মি করে ফেলে। এ সময় বাধা দিলে দা দিয়ে গৃহিণী আসমা ইয়াসমিনকে কুপিয়ে জখম করে। এ সময় ডাকাতেরা ২১ ভরি স্বর্ণালংকার, ২টি মোবাইল ফোন, ১ লাখ ২৫ হাজার টাকা এবং কাপড়সহ ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে আহত আসমা ইয়াসমিনের ভাই এনামুল হক জুয়েল জানান, ‘আমার দুলাভাই মরহুম দেলোয়ার হোসেন দুলাল সাপ্তাহিক কালকিনি’বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। এ ছাড়া তিনি পৌর আওয়ামী লীগের সভাপতি ও কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। এসব কারণে হয়তো তাঁর অনেক শত্রু ছিল। এলাকার দুষ্কৃতকারীরা মিলে এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় কালকিনি থানায় মামলা করা হবে।’

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৮ ঘণ্টা আগে