মাদারীপুর প্রতিনিধি

অস্ত্রের মুখে জিম্মি করে ‘সাপ্তাহিক কালকিনি বার্তা’র সাবেক সম্পাদক ও প্রকাশক মরহুম দেলোয়ার হোসেন দুলালের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাধা দিলে তাঁর স্ত্রী আসমা ইয়াসমিনকে কুপিয়ে গুরুতর জখম করেছে ডাকাতেরা। গতকাল দিবাগত রাত ২টার দিকে মাদারীপুরের কালকিনি পৌর এলাকার রাজদী গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আসফাক রাসেল ক্ষতিগ্রস্ত পরিবারের বরাতে জানান, গতকাল দিবাগত রাত ২টার থেকে ভোর ৪টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা অস্ত্রের মুখে জিম্মি করে কালকিনি পৌর এলাকার রাজদী গ্রামের মৃত দেলোয়ার হোসেন দুলালের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। বারান্দার গ্রিল কেটে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল শাবল দিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে পরিবারের চারজনের মুখে কাপড় বেঁধে সবাইকে জিম্মি করে ফেলে। এ সময় বাধা দিলে দা দিয়ে গৃহিণী আসমা ইয়াসমিনকে কুপিয়ে জখম করে। এ সময় ডাকাতেরা ২১ ভরি স্বর্ণালংকার, ২টি মোবাইল ফোন, ১ লাখ ২৫ হাজার টাকা এবং কাপড়সহ ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে আহত আসমা ইয়াসমিনের ভাই এনামুল হক জুয়েল জানান, ‘আমার দুলাভাই মরহুম দেলোয়ার হোসেন দুলাল সাপ্তাহিক কালকিনি’বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। এ ছাড়া তিনি পৌর আওয়ামী লীগের সভাপতি ও কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। এসব কারণে হয়তো তাঁর অনেক শত্রু ছিল। এলাকার দুষ্কৃতকারীরা মিলে এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় কালকিনি থানায় মামলা করা হবে।’

অস্ত্রের মুখে জিম্মি করে ‘সাপ্তাহিক কালকিনি বার্তা’র সাবেক সম্পাদক ও প্রকাশক মরহুম দেলোয়ার হোসেন দুলালের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাধা দিলে তাঁর স্ত্রী আসমা ইয়াসমিনকে কুপিয়ে গুরুতর জখম করেছে ডাকাতেরা। গতকাল দিবাগত রাত ২টার দিকে মাদারীপুরের কালকিনি পৌর এলাকার রাজদী গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আসফাক রাসেল ক্ষতিগ্রস্ত পরিবারের বরাতে জানান, গতকাল দিবাগত রাত ২টার থেকে ভোর ৪টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা অস্ত্রের মুখে জিম্মি করে কালকিনি পৌর এলাকার রাজদী গ্রামের মৃত দেলোয়ার হোসেন দুলালের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। বারান্দার গ্রিল কেটে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল শাবল দিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে পরিবারের চারজনের মুখে কাপড় বেঁধে সবাইকে জিম্মি করে ফেলে। এ সময় বাধা দিলে দা দিয়ে গৃহিণী আসমা ইয়াসমিনকে কুপিয়ে জখম করে। এ সময় ডাকাতেরা ২১ ভরি স্বর্ণালংকার, ২টি মোবাইল ফোন, ১ লাখ ২৫ হাজার টাকা এবং কাপড়সহ ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে আহত আসমা ইয়াসমিনের ভাই এনামুল হক জুয়েল জানান, ‘আমার দুলাভাই মরহুম দেলোয়ার হোসেন দুলাল সাপ্তাহিক কালকিনি’বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। এ ছাড়া তিনি পৌর আওয়ামী লীগের সভাপতি ও কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। এসব কারণে হয়তো তাঁর অনেক শত্রু ছিল। এলাকার দুষ্কৃতকারীরা মিলে এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় কালকিনি থানায় মামলা করা হবে।’

খাদ্য নিরাপত্তা ও ধান গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনে গাজীপুরে ছয় দিনব্যাপী ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫’ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করা হয়।
১৭ মিনিট আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সম্পর্ক থাকার অভিযোগ তুলে এক গৃহবধূ ও যুবককে গাছের সঙ্গে বেঁধে চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে নির্যাতন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
২০ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মো. জালাল উদ্দিন ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে খেলাফত মজলিসের দলীয় প্রার্থী তোফায়েল আহমদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত পৃথক দুই সিভিল জজ।
৪০ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬-কে সামনে রেখে ভোটাধিকার নিশ্চিত করা, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার মো. সরফ উদ্দিন আহমদ চৌধুরী।
৪৩ মিনিট আগে