প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের চাপ রয়েছে শিবচরের বাংলাবাজার ঘাটে। আগামীকাল শুক্রবার (২৩ জুলাই) শুরু হওয়া লকডাউনের পুরোটা সময় বাড়িতে কাটাতেই বাড়ির উদ্দেশ্যে ছুটছে। বৃহস্পতিবার (২২ জুলাই) শিবচরের বাংলাবাজার ঘাটে ঘরমুখো মানুষের সঙ্গে আলাপ করে এমনটা জানা গেছে।
অন্যদিকে ফেরিতে ঢাকামুখী ছোট যানবাহনের চাপ দেখা গেছে। প্রাইভেটকার, মাইক্রোবাসসহ ব্যক্তিগত গাড়িতে করে ফেরি পার হচ্ছেন ঢাকামুখী যাত্রীরা।
বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকেই ঘরমুখো যাত্রীদের ভিড় রয়েছে। তবে ঢাকার উদ্দেশ্যেও লোকজন যাচ্ছে। ঈদের দ্বিতীয় দিন হিসেবে ঘরমুখো যাত্রীদের সংখ্যাও অনেক। নৌরুটে ৮৭টি লঞ্চ রয়েছে। উভয়মুখী চাপ সামলাতে ব্যস্ত সময় পার হচ্ছে লঞ্চ ঘাটে।
ঘরমুখো যাত্রী মো. ইউসুফ বলেন, 'শুক্রবার থেকে আবারও লকডাউন শুরু হচ্ছে। এতদিন ঢাকায় ছিলাম। কাজ থাকায় ঈদের আগে বাড়ি যেতে পারিনি। তাই এখন বাড়ি যাচ্ছি। লকডাউনে বাড়িতেই থাকব।'
শরিয়তপুরের যাত্রী মো. হাবিব বলেন, 'ঈদের আগে যেতে পারিনি। তাই আজ বাড়ি যাচ্ছি। সামনের লকডাউনে বাড়িতেই থাকব।'
এদিকে ঢাকাগামী যাত্রী মো. মহসিন বলেন, 'গত লকডাউনে বাড়ি এসেছিলাম। তাই এখন ঢাকা যাচ্ছি। শুক্রবার থেকে লকডাউন শুরু হলে যাতায়াতে সমস্যা হতে পারে। তাই আজই রওনা দিয়েছি।'
বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, 'ঢাকামুখী চাপ বাড়েনি। এখনও ঘরমুখী চাপ রয়েছে যাত্রীদের। সকাল থেকে শিমুলিয়া ঘাট থেকে লঞ্চে করে বাংলাবাজার ঘাটে এসে নামছে যাত্রীরা। বাড়ি ফেরা যাত্রীদের ভিড় কমেনি এখনও।'

ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের চাপ রয়েছে শিবচরের বাংলাবাজার ঘাটে। আগামীকাল শুক্রবার (২৩ জুলাই) শুরু হওয়া লকডাউনের পুরোটা সময় বাড়িতে কাটাতেই বাড়ির উদ্দেশ্যে ছুটছে। বৃহস্পতিবার (২২ জুলাই) শিবচরের বাংলাবাজার ঘাটে ঘরমুখো মানুষের সঙ্গে আলাপ করে এমনটা জানা গেছে।
অন্যদিকে ফেরিতে ঢাকামুখী ছোট যানবাহনের চাপ দেখা গেছে। প্রাইভেটকার, মাইক্রোবাসসহ ব্যক্তিগত গাড়িতে করে ফেরি পার হচ্ছেন ঢাকামুখী যাত্রীরা।
বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকেই ঘরমুখো যাত্রীদের ভিড় রয়েছে। তবে ঢাকার উদ্দেশ্যেও লোকজন যাচ্ছে। ঈদের দ্বিতীয় দিন হিসেবে ঘরমুখো যাত্রীদের সংখ্যাও অনেক। নৌরুটে ৮৭টি লঞ্চ রয়েছে। উভয়মুখী চাপ সামলাতে ব্যস্ত সময় পার হচ্ছে লঞ্চ ঘাটে।
ঘরমুখো যাত্রী মো. ইউসুফ বলেন, 'শুক্রবার থেকে আবারও লকডাউন শুরু হচ্ছে। এতদিন ঢাকায় ছিলাম। কাজ থাকায় ঈদের আগে বাড়ি যেতে পারিনি। তাই এখন বাড়ি যাচ্ছি। লকডাউনে বাড়িতেই থাকব।'
শরিয়তপুরের যাত্রী মো. হাবিব বলেন, 'ঈদের আগে যেতে পারিনি। তাই আজ বাড়ি যাচ্ছি। সামনের লকডাউনে বাড়িতেই থাকব।'
এদিকে ঢাকাগামী যাত্রী মো. মহসিন বলেন, 'গত লকডাউনে বাড়ি এসেছিলাম। তাই এখন ঢাকা যাচ্ছি। শুক্রবার থেকে লকডাউন শুরু হলে যাতায়াতে সমস্যা হতে পারে। তাই আজই রওনা দিয়েছি।'
বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, 'ঢাকামুখী চাপ বাড়েনি। এখনও ঘরমুখী চাপ রয়েছে যাত্রীদের। সকাল থেকে শিমুলিয়া ঘাট থেকে লঞ্চে করে বাংলাবাজার ঘাটে এসে নামছে যাত্রীরা। বাড়ি ফেরা যাত্রীদের ভিড় কমেনি এখনও।'

কেন্দ্রীয় বিএনপির দলীয় প্যাডে দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরুজ্জামান মতিনকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
৫ মিনিট আগে
রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে