শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে বিদ্যালয়ের শিক্ষা সফরের বাসে শিক্ষক–শিক্ষার্থীদের মদ্যপানের অভিযোগ উঠেছে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় আজ সোমবার স্কুল ম্যানেজিং কমিটির জরুরি সভায় দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় আমরা দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছি। কালকের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে এ সংক্রান্ত চিঠি পাঠানো হবে।’
সাময়িক বরখাস্ত হওয়া দুই শিক্ষক হলেন—সহকারী শিক্ষক ওয়ালিদ হোসেন ও আল–নোমান।
এর আগে গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার বন্দরখোলা ইউনিয়নের শিকদার হাট উচ্চ বিদ্যালয়ের ৪১ শিক্ষার্থী ও ১৬ জন শিক্ষক নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শিক্ষাসফরে যান। পথিমধ্যে বাসের ভেতরে শিক্ষার্থীরা মদ পান করে। শিক্ষকদেরও শিক্ষার্থীদের সঙ্গে মদ পান করতে দেখা যায়। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
১ মিনিট ১৭ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, অভিযুক্ত শিক্ষক মো. ওয়ালিদ হোসেনের পাশে একজনের হাতে একটি বিদেশি মদের বোতল। মদ ঢালার চেষ্টা করছেন তিনি। এ ছাড়া মদের বোতল হাতে শিক্ষার্থীদের উল্লাস করতে দেখা গেছে। গানের তালে তালে নাচছে শিক্ষার্থীরা। বাসের মধ্যে একাধিক মদের বোতল ছিল বলে জানা গেছে। বাস ছাড়ার পর মদ পান শুরু করে তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, ‘শিক্ষা সফরে আমার মেয়েও গিয়েছিল। আমরা অভিভাবকেরা যেতে চেয়েছিলাম। আমাদের নেয় নাই বিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষা সফরে যদি এমন কাণ্ড হলে তো ছেলে–মেয়েদের নিয়ে ভীষণ দুশ্চিন্তা!’
দশম শ্রেণির এক শিক্ষার্থী বলে, ‘আমার বন্ধুরা শিক্ষা সফরে গিয়েছিল। ওরা ভিডিও করে ফেসবুক স্টোরি দিয়েছে। আমি ভিডিওতে দেখেছি, ওরা বিদেশি বোতল থেকে মদ পান করেছে। ওরা স্যার–ম্যাডামদের সামনেই মদ খেয়েছে। মদ পান করছে সরোয়ার, রবিউল, মোস্তফা এদের ভিডিও দেখেছি।’
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সহকারী শিক্ষক মো. ওয়ালিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বাসে আমার পরিবার ছিল। আমরা বাসের মধ্যে থাকা অবস্থাতেই বিষয়টি শুনে বোতলটি নিয়ে আসি। আমি আসলে একা ছিলাম তখন। আর শিক্ষার্থীরা বলেছে, বোতলে মদ ছিল না। বিভিন্ন জিনিস দিয়ে মিক্সচার বানিয়েছে। আমি ওদের শাসন করেছিলাম। এখন আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করছে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মাকসুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ্ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জেনেছি। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দুজন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিস্তারিত জানতে তিন সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে। মঙ্গলবারের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তখন এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

মাদারীপুরের শিবচরে বিদ্যালয়ের শিক্ষা সফরের বাসে শিক্ষক–শিক্ষার্থীদের মদ্যপানের অভিযোগ উঠেছে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় আজ সোমবার স্কুল ম্যানেজিং কমিটির জরুরি সভায় দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় আমরা দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছি। কালকের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে এ সংক্রান্ত চিঠি পাঠানো হবে।’
সাময়িক বরখাস্ত হওয়া দুই শিক্ষক হলেন—সহকারী শিক্ষক ওয়ালিদ হোসেন ও আল–নোমান।
এর আগে গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার বন্দরখোলা ইউনিয়নের শিকদার হাট উচ্চ বিদ্যালয়ের ৪১ শিক্ষার্থী ও ১৬ জন শিক্ষক নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শিক্ষাসফরে যান। পথিমধ্যে বাসের ভেতরে শিক্ষার্থীরা মদ পান করে। শিক্ষকদেরও শিক্ষার্থীদের সঙ্গে মদ পান করতে দেখা যায়। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
১ মিনিট ১৭ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, অভিযুক্ত শিক্ষক মো. ওয়ালিদ হোসেনের পাশে একজনের হাতে একটি বিদেশি মদের বোতল। মদ ঢালার চেষ্টা করছেন তিনি। এ ছাড়া মদের বোতল হাতে শিক্ষার্থীদের উল্লাস করতে দেখা গেছে। গানের তালে তালে নাচছে শিক্ষার্থীরা। বাসের মধ্যে একাধিক মদের বোতল ছিল বলে জানা গেছে। বাস ছাড়ার পর মদ পান শুরু করে তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, ‘শিক্ষা সফরে আমার মেয়েও গিয়েছিল। আমরা অভিভাবকেরা যেতে চেয়েছিলাম। আমাদের নেয় নাই বিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষা সফরে যদি এমন কাণ্ড হলে তো ছেলে–মেয়েদের নিয়ে ভীষণ দুশ্চিন্তা!’
দশম শ্রেণির এক শিক্ষার্থী বলে, ‘আমার বন্ধুরা শিক্ষা সফরে গিয়েছিল। ওরা ভিডিও করে ফেসবুক স্টোরি দিয়েছে। আমি ভিডিওতে দেখেছি, ওরা বিদেশি বোতল থেকে মদ পান করেছে। ওরা স্যার–ম্যাডামদের সামনেই মদ খেয়েছে। মদ পান করছে সরোয়ার, রবিউল, মোস্তফা এদের ভিডিও দেখেছি।’
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সহকারী শিক্ষক মো. ওয়ালিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বাসে আমার পরিবার ছিল। আমরা বাসের মধ্যে থাকা অবস্থাতেই বিষয়টি শুনে বোতলটি নিয়ে আসি। আমি আসলে একা ছিলাম তখন। আর শিক্ষার্থীরা বলেছে, বোতলে মদ ছিল না। বিভিন্ন জিনিস দিয়ে মিক্সচার বানিয়েছে। আমি ওদের শাসন করেছিলাম। এখন আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করছে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মাকসুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ্ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জেনেছি। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দুজন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিস্তারিত জানতে তিন সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে। মঙ্গলবারের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তখন এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

সরকারি ক্ষমতার অপব্যবহার করে ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির ওয়েবসাইটের ডোমেইন বন্ধ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার (ব্রডব্যান্ড-২) জয়িতা সেন রিম্পীসহ ৫ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা...
১৫ মিনিট আগে
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী, রূপনগর, শেরেবাংলা নগর, কলাবাগান ও মতিঝিল থানা পুলিশ। এর মধ্যে যাত্রাবাড়ী থানা নয়জন, রূপনগর থানা ছয়জন, শেরেবাংলা নগর থানা ছয়জন...
১৮ মিনিট আগে
চট্টগ্রামের বোয়ালখালীতে গোয়ালঘরে দেওয়া কয়েলের আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে এবং গোয়ালঘরে থাকা তিনটি গরু দগ্ধ হয়ে মারা গেছে। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর করলডেঙ্গার নরেশ মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে
মাদারীপুরের শিবচরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহত নারীর স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত গভীর রাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে