মাদারীপুর প্রতিনিধি

অতিরিক্ত টাকা না দেওয়ায় লঞ্চ স্টাফকে টার্মিনাল ইন্সপেক্টর (টিআই) আক্তার হোসেন ঘুষি দিয়ে কান ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ ঘটনার জেরে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে দেড় ঘণ্টা লঞ্চ চলাচল বন্ধ করা হয়। পরে লঞ্চ মালিক সমিতির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করেন বাংলাবাজার লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।
মনিরুজ্জামান মনির জানায়, আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে বাংলাবাজার ঘাটে এমভি আকাশ লঞ্চে অতিরিক্ত যাত্রী ওঠানোর অজুহাত দেখিয়ে লঞ্চের স্টাফ সেলিম শেখের কাছে ৫০০ টাকা দাবি করেন টিআই আক্তার হোসেন। কিন্তু সেলিম শেখ ১০০ টাকা দিতে রাজি হয়। এ নিয়ে দু’জনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে টিআই আক্তার হোসেন ঘুষি দিয়ে সেলিম শেখকে রক্তাক্ত করে। এ খবর ছড়িয়ে পড়লে ঘাটগুলোতে অবস্থানরত লঞ্চ শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে বাংলাবাজার-শিমুলিয়া রুটের লঞ্চ চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে লঞ্চ মালিক সমিতির উদ্যোগে বিচারের আশ্বাসে দেড় ঘণ্টা পর সাড়ে ১০টায় লঞ্চ চলাচল শুরু হয়।
এব্যাপারে আহত স্টাফ সেলিম শেখ বলেন, ‘প্রত্যেকটি লঞ্চের ট্রিপ প্রতি টিআই সাহেব ১০০ টাকা করে নেয়। কিছুদিন ধরে তিনি লঞ্চগুলো থেকে আরও বেশি টাকা নিচ্ছে। তিনি সকালে আমাদের লঞ্চে বেশি যাত্রী দেওয়া হয়েছে দাবি করে ৫০০ টাকা দাবি করেন। দিতে রাজি না হওয়ায় তিনি আমার কানে ঘুষি মারেন। এতে আমার কান ফেটে রক্ত বের হতে থাকে। পরে বিষয়টি দেখে অন্য স্টাফরা লঞ্চ চলাচল বন্ধ করে দেয়। আমাকে পাচ্চর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা এই টিআইয়ের বিচার চাই।’
এব্যাপারে টিআই আক্তার হোসেন বলেন, ‘ঘাটে কোন ঝামেলা হয় নাই। লঞ্চ স্টাফরা কিছু সময় লঞ্চ বন্ধ রেখেছিল। পরে আবার চালিয়েছে। আর আমি সরকারি লোক, কেন তাদের কাছে টাকা দাবি করব। বিষয়টি আমি জানি না। আমি সকাল থেকেই ডিউটি পালন করছি।’
এদিকে বিআইডব্লিউটিএর (ট্রাফিক) পরিচালক রফিকুল ইসলাম মোবাইলে জানান, ‘বিষয়টি আমি জেনেছি। দু-এক দিনের মধ্যে একটি তদন্ত কমিটি করা হবে। যদি টিআই দোষী হয়, তাহলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লঞ্চ মালিক সমিতির নেতাদের সঙ্গে বিষয়টি কথা বলে লঞ্চ চলাচল স্বাভাবিক করেছি।’

অতিরিক্ত টাকা না দেওয়ায় লঞ্চ স্টাফকে টার্মিনাল ইন্সপেক্টর (টিআই) আক্তার হোসেন ঘুষি দিয়ে কান ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ ঘটনার জেরে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে দেড় ঘণ্টা লঞ্চ চলাচল বন্ধ করা হয়। পরে লঞ্চ মালিক সমিতির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করেন বাংলাবাজার লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।
মনিরুজ্জামান মনির জানায়, আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে বাংলাবাজার ঘাটে এমভি আকাশ লঞ্চে অতিরিক্ত যাত্রী ওঠানোর অজুহাত দেখিয়ে লঞ্চের স্টাফ সেলিম শেখের কাছে ৫০০ টাকা দাবি করেন টিআই আক্তার হোসেন। কিন্তু সেলিম শেখ ১০০ টাকা দিতে রাজি হয়। এ নিয়ে দু’জনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে টিআই আক্তার হোসেন ঘুষি দিয়ে সেলিম শেখকে রক্তাক্ত করে। এ খবর ছড়িয়ে পড়লে ঘাটগুলোতে অবস্থানরত লঞ্চ শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে বাংলাবাজার-শিমুলিয়া রুটের লঞ্চ চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে লঞ্চ মালিক সমিতির উদ্যোগে বিচারের আশ্বাসে দেড় ঘণ্টা পর সাড়ে ১০টায় লঞ্চ চলাচল শুরু হয়।
এব্যাপারে আহত স্টাফ সেলিম শেখ বলেন, ‘প্রত্যেকটি লঞ্চের ট্রিপ প্রতি টিআই সাহেব ১০০ টাকা করে নেয়। কিছুদিন ধরে তিনি লঞ্চগুলো থেকে আরও বেশি টাকা নিচ্ছে। তিনি সকালে আমাদের লঞ্চে বেশি যাত্রী দেওয়া হয়েছে দাবি করে ৫০০ টাকা দাবি করেন। দিতে রাজি না হওয়ায় তিনি আমার কানে ঘুষি মারেন। এতে আমার কান ফেটে রক্ত বের হতে থাকে। পরে বিষয়টি দেখে অন্য স্টাফরা লঞ্চ চলাচল বন্ধ করে দেয়। আমাকে পাচ্চর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা এই টিআইয়ের বিচার চাই।’
এব্যাপারে টিআই আক্তার হোসেন বলেন, ‘ঘাটে কোন ঝামেলা হয় নাই। লঞ্চ স্টাফরা কিছু সময় লঞ্চ বন্ধ রেখেছিল। পরে আবার চালিয়েছে। আর আমি সরকারি লোক, কেন তাদের কাছে টাকা দাবি করব। বিষয়টি আমি জানি না। আমি সকাল থেকেই ডিউটি পালন করছি।’
এদিকে বিআইডব্লিউটিএর (ট্রাফিক) পরিচালক রফিকুল ইসলাম মোবাইলে জানান, ‘বিষয়টি আমি জেনেছি। দু-এক দিনের মধ্যে একটি তদন্ত কমিটি করা হবে। যদি টিআই দোষী হয়, তাহলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লঞ্চ মালিক সমিতির নেতাদের সঙ্গে বিষয়টি কথা বলে লঞ্চ চলাচল স্বাভাবিক করেছি।’

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) যথাসময়ে দেওয়ার জন্য প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তালা দিয়ে বিক্ষোভ করেন তাঁরা।
১০ মিনিট আগে
সাভারের আশুলিয়া মডেল টাউন এলাকা থেকে এক কিশোরের ৩৮ টুকরা হাড় ও কঙ্কাল উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নগদ টাকার প্রয়োজনে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই ১৫ বছরের মিলন হোসেনকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানিয়েছে পিবিআই। এ ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকার
১২ মিনিট আগে
রাজধানীর হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়া এলাকার একটি বাসা থেকে সোনিয়া নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়ার ৪৮ নম্বর বাসার দোতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৪০ মিনিট আগে
উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন ও বিচক্ষণ। তারাই ইতিহাস গড়েছে। নির্বাচনের কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে পুরো জাতি এক কাতারে দাঁড়াবে—জুলাই সনদের পক্ষে, পরিবর্তনের পক্ষে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে।’
৪৪ মিনিট আগে