মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মিসভায় জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্যসচিব মাসুম বিল্লাহকে হাতুড়িপেটা ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বুধবার শহরের ভূঁইয়া কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও আহত ব্যক্তির সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠনের পর থেকেই কেন্দ্রীয় স্বাস্থ্য উপকমিটির সদস্য হাসিবুল্লাহ ও মাসুম বিল্লাহর মধ্যে মতবিরোধ শুরু হয়। সেই দ্বন্দ্বের সূত্র ধরে আজ বুধবার এনসিপির কর্মিসভা শুরুর আগেই হামলার এ ঘটনা ঘটে।
এ সময় মাসুমকে হাতুড়িপেটা ও কুপিয়ে জখম করা হয়। আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে মাসুমকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
পরে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
জানতে চাইলে আহত মাসুম বিল্লাহর বাবা আক্তার উজ্জামান বলেন, ‘হাসিবুল্লাহ ও আরও কয়েকজন মিলে আমার ছেলের ওপর হামলা করেছে। ওর মাথায় অনেক আঘাত করা হয়েছে। তাই ওর অবস্থা গুরুতর। আমি এই ঘটনার বিচার চাই।’
এদিকে এটিকে পরিকল্পিত হামলা উল্লেখ করে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকাশ মাতুব্বর আজকের পত্রিকাকে বলেন, ‘এটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। আমরা এর বিচার চাই।’

সংগঠনের আহ্বায়ক মো. নিয়ামতউল্লাহ বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। বারবার জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এর কঠিন বিচার হওয়া দরকার।’ অপর দিকে ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তিদের মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘ঘটনার পর পরই এলাকা থেকে পালিয়েছে হামলাকারীরা। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে এরই মধ্যে মাঠে নেমেছে গোয়েন্দা পুলিশের পাশাপাশি থানা-পুলিশের একাধিক টিম।’

মাদারীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মিসভায় জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্যসচিব মাসুম বিল্লাহকে হাতুড়িপেটা ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বুধবার শহরের ভূঁইয়া কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও আহত ব্যক্তির সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠনের পর থেকেই কেন্দ্রীয় স্বাস্থ্য উপকমিটির সদস্য হাসিবুল্লাহ ও মাসুম বিল্লাহর মধ্যে মতবিরোধ শুরু হয়। সেই দ্বন্দ্বের সূত্র ধরে আজ বুধবার এনসিপির কর্মিসভা শুরুর আগেই হামলার এ ঘটনা ঘটে।
এ সময় মাসুমকে হাতুড়িপেটা ও কুপিয়ে জখম করা হয়। আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে মাসুমকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
পরে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
জানতে চাইলে আহত মাসুম বিল্লাহর বাবা আক্তার উজ্জামান বলেন, ‘হাসিবুল্লাহ ও আরও কয়েকজন মিলে আমার ছেলের ওপর হামলা করেছে। ওর মাথায় অনেক আঘাত করা হয়েছে। তাই ওর অবস্থা গুরুতর। আমি এই ঘটনার বিচার চাই।’
এদিকে এটিকে পরিকল্পিত হামলা উল্লেখ করে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকাশ মাতুব্বর আজকের পত্রিকাকে বলেন, ‘এটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। আমরা এর বিচার চাই।’

সংগঠনের আহ্বায়ক মো. নিয়ামতউল্লাহ বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। বারবার জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এর কঠিন বিচার হওয়া দরকার।’ অপর দিকে ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তিদের মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘ঘটনার পর পরই এলাকা থেকে পালিয়েছে হামলাকারীরা। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে এরই মধ্যে মাঠে নেমেছে গোয়েন্দা পুলিশের পাশাপাশি থানা-পুলিশের একাধিক টিম।’

খাদ্য নিরাপত্তা ও ধান গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনে গাজীপুরে ছয় দিনব্যাপী ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫’ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করা হয়।
১৩ মিনিট আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সম্পর্ক থাকার অভিযোগ তুলে এক গৃহবধূ ও যুবককে গাছের সঙ্গে বেঁধে চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে নির্যাতন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
১৬ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মো. জালাল উদ্দিন ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে খেলাফত মজলিসের দলীয় প্রার্থী তোফায়েল আহমদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত পৃথক দুই সিভিল জজ।
৩৬ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬-কে সামনে রেখে ভোটাধিকার নিশ্চিত করা, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার মো. সরফ উদ্দিন আহমদ চৌধুরী।
৩৯ মিনিট আগে