Ajker Patrika

কালকিনিতে স্কুলছাত্রকে নিজ ঘরে হত্যা

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৪১
কালকিনিতে স্কুলছাত্রকে নিজ ঘরে হত্যা

মাদারীপুরের কালকিনি উপজেলার মহরদ্দিরচর গ্রামে স্কুলছাত্র জহিরুল ইসলাম সরদারকে (১৫) নিজ ঘরে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের দাবি, পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসতিয়াক আসফাক রাসেল। 

নিহত জহিরুল ইসলাম সরদার কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের মহরদ্দিরচর গ্রামের কাতারপ্রবাসী বারেক সরদারের ছেলে এবং সমিতিরহাট মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। 

পরিবারের বরাতে ওসি ইসতিয়াক আসফাক রাসেল জানান, জহিরুল ইসলাম সরদার তিন রুমের বাসার একটি রুমে থাকত। প্রতিদিনের মতো গতকাল রাতেও খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে তার কোনো সাড়া-শব্দ না পেয়ে মা কোহিনুর বেগম ডাকাডাকি করেন। ঘরের দরজা ভেঙে ভেতরে কম্বল দিয়ে ঢাকা জহিরুলের মৃতদেহ দেখতে পান। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে মৃতদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে নিহতের মা কোহিনুর বেগম জানান, ‘আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার স্বামী কাতারপ্রবাসী। আমাদের তেমন কোনো শত্রু নেই। ঘরের তিন রুমের মধ্যে উত্তর কোনার রুমে জহিরুল ঘুমাত। রাতে আমরা কোনো সাড়া-শব্দ পাই নাই। কেন এবং কী কারণে হত্যা করা হয়েছে এখনো বুঝতে পারছি না। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) চাইলাউ মাররা বলেন, ‘ঘটনা শোনার পরে ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃতদেহের সুরতহাল করা হয়েছে। নিহতের পরিবার মামলা দিলে বিষয়টি আমলে নেওয়া হবে। অপরাধী যেই হোক না কেন, তাকে শাস্তি পেতে হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত