মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ্যে হাতুড়িপেটা করে দুই পা ভেঙে দেওয়ার প্রতিশোধ, হাটবাজারের ইজারা দখল ও বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্ব—মূলত এই তিন কারণে মাদারীপুর সদরের খোয়াজপুরে তিন ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয় একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।
এলাকাবাসী জানান, গতকাল শনিবার বেলা ১১টার দিকে স্থানীয় হোসেন সরদার ও শাজাহান খাঁর লোকজন সংঘবদ্ধ হয়ে হামলা চালান। এই হামলায় আজিবর সরদারের ছেলে সাইফুল সরদার (৪০) ও আতাউর সরদার (৩৫) এবং তাঁদের চাচাতো ভাই পলাশ সরদার (১৬) মারা যান। পলাশের বাবার নাম মুজাম সরদার। হামলাকালে তিনজন স্থানীয় মসজিদে আশ্রয় নিয়েও প্রাণ রক্ষা করতে পারেননি। তাঁদের কুপিয়ে হত্যা করা হয়।
আজ রোববার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পুরুষের উপস্থিতি কম। সবার মধ্যে আতঙ্ক কাজ করছে। এ সময় নাম না প্রকাশ করে কয়েকজন জানান, সাইফুল ছিলেন খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি কখনো মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের পক্ষে আবার কখনো দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের পক্ষে থাকতেন। তিনি এলাকায় হয়ে উঠেছিলেন অপ্রতিরোধ্য। তাঁর কথা না শুনলেই করা হতো অত্যাচার, মারধর। এসব ঘটনায় থানায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা আছে।
এলাকাবাসীর তথ্য অনুযায়ী, স্বেচ্ছাসেবক লীগের নেতা হিসেবে সাইফুল বালু ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এই ব্যবসাকে কেন্দ্র করে হোসেনের সঙ্গে সাইফুলের দ্বন্দ্ব চলে আসছিল। গত বছর আওয়ামী লীগের রাজনীতি করা হোসেনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পা ভেঙে দেওয়া হয়। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সাইফুল বালু ব্যবসা টিকিয়ে রাখতে বিএনপি নেতাদের সঙ্গে সখ্য গড়ে তোলার চেষ্টা করেন। এ ছাড়া কয়েক দিন আগে তিনি খোয়াজপুরের একটি হাটের ইজারা নেন। এসব ঘিরে ক্ষুব্ধ হয়ে উঠে প্রতিপক্ষের লোকজন।
সাইফুলের স্ত্রী সেতু বেগম বলেন, ‘বালু ব্যবসা আর হাটের ইজারার দ্বন্দ্ব নিয়েই হোসেন সরদার আমার স্বামীকে কুপিয়ে হত্যা করেছে। আমার এক মেয়ের বয়স ৯ বছর। ছোট মেয়ের বয়স এক মাস, এখনো তার নাম ঠিক করা হয়নি। তার আগেই সে তার বাবাকে হারাল। এখান আমি আমার এই দুই সন্তান নিয়ে কোথায় যাব, কী করব? তা ছাড়া আগুন দিয়ে আমাদের ঘরবাড়ি সব পুড়িয়ে ফেলা হয়েছে। আমাদের পরনের কাপড় ছাড়া কিছুই নেই। আমি এই হত্যার বিচার চাই।’
এদিকে আজ দুপুরে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গ থেকে লাশ পরিবারের কাছে দেওয়া হয়। পরে বিকেলে খোয়াজপুরের পারিবারিক কবরস্থানে বাবা আজিবের কবরের পাশে দুই ভাই সাইফুল ও আতাউরকে দাফন করা হয়।
এ হত্যার ঘটনায় মাদারীপুর সদর থানায় ৪৯ জনকে আসামি করে মামলা করেছেন নিহত সাইফুল ও আতাউরের মা সুফিয়া বেগম। মামলায় প্রধান আসামি করা হয়েছে হোসেনকে। পুলিশ এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে।

মামলার বাদী সুফিয়া বলেন, ‘আমার দুই ছেলেসহ তিনজনকে কুপিয়ে হত্যা করেছে হোসেন সরদার, শাজাহান খাঁসহ তাদের লোকজন। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। আমার আরেক ছেলে অলিল সরদারের অবস্থাও ভালো না। সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ওরা আমাদের সব শেষ করে দিল। আমি এই হত্যার বিচার চাই।’
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, ‘বালু ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে তিনজন মারা গেছে। এই ঘটনায় নিহত সাইফুল ও আতাউরের মা সুফিয়া বেগম বাদী হয়ে মামলা করেছেন। এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এ ছাড়া নিহত সাইফুলের নামেও একাধিক মামলা ছিল।’

প্রকাশ্যে হাতুড়িপেটা করে দুই পা ভেঙে দেওয়ার প্রতিশোধ, হাটবাজারের ইজারা দখল ও বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্ব—মূলত এই তিন কারণে মাদারীপুর সদরের খোয়াজপুরে তিন ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয় একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।
এলাকাবাসী জানান, গতকাল শনিবার বেলা ১১টার দিকে স্থানীয় হোসেন সরদার ও শাজাহান খাঁর লোকজন সংঘবদ্ধ হয়ে হামলা চালান। এই হামলায় আজিবর সরদারের ছেলে সাইফুল সরদার (৪০) ও আতাউর সরদার (৩৫) এবং তাঁদের চাচাতো ভাই পলাশ সরদার (১৬) মারা যান। পলাশের বাবার নাম মুজাম সরদার। হামলাকালে তিনজন স্থানীয় মসজিদে আশ্রয় নিয়েও প্রাণ রক্ষা করতে পারেননি। তাঁদের কুপিয়ে হত্যা করা হয়।
আজ রোববার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পুরুষের উপস্থিতি কম। সবার মধ্যে আতঙ্ক কাজ করছে। এ সময় নাম না প্রকাশ করে কয়েকজন জানান, সাইফুল ছিলেন খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি কখনো মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের পক্ষে আবার কখনো দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের পক্ষে থাকতেন। তিনি এলাকায় হয়ে উঠেছিলেন অপ্রতিরোধ্য। তাঁর কথা না শুনলেই করা হতো অত্যাচার, মারধর। এসব ঘটনায় থানায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা আছে।
এলাকাবাসীর তথ্য অনুযায়ী, স্বেচ্ছাসেবক লীগের নেতা হিসেবে সাইফুল বালু ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এই ব্যবসাকে কেন্দ্র করে হোসেনের সঙ্গে সাইফুলের দ্বন্দ্ব চলে আসছিল। গত বছর আওয়ামী লীগের রাজনীতি করা হোসেনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পা ভেঙে দেওয়া হয়। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সাইফুল বালু ব্যবসা টিকিয়ে রাখতে বিএনপি নেতাদের সঙ্গে সখ্য গড়ে তোলার চেষ্টা করেন। এ ছাড়া কয়েক দিন আগে তিনি খোয়াজপুরের একটি হাটের ইজারা নেন। এসব ঘিরে ক্ষুব্ধ হয়ে উঠে প্রতিপক্ষের লোকজন।
সাইফুলের স্ত্রী সেতু বেগম বলেন, ‘বালু ব্যবসা আর হাটের ইজারার দ্বন্দ্ব নিয়েই হোসেন সরদার আমার স্বামীকে কুপিয়ে হত্যা করেছে। আমার এক মেয়ের বয়স ৯ বছর। ছোট মেয়ের বয়স এক মাস, এখনো তার নাম ঠিক করা হয়নি। তার আগেই সে তার বাবাকে হারাল। এখান আমি আমার এই দুই সন্তান নিয়ে কোথায় যাব, কী করব? তা ছাড়া আগুন দিয়ে আমাদের ঘরবাড়ি সব পুড়িয়ে ফেলা হয়েছে। আমাদের পরনের কাপড় ছাড়া কিছুই নেই। আমি এই হত্যার বিচার চাই।’
এদিকে আজ দুপুরে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গ থেকে লাশ পরিবারের কাছে দেওয়া হয়। পরে বিকেলে খোয়াজপুরের পারিবারিক কবরস্থানে বাবা আজিবের কবরের পাশে দুই ভাই সাইফুল ও আতাউরকে দাফন করা হয়।
এ হত্যার ঘটনায় মাদারীপুর সদর থানায় ৪৯ জনকে আসামি করে মামলা করেছেন নিহত সাইফুল ও আতাউরের মা সুফিয়া বেগম। মামলায় প্রধান আসামি করা হয়েছে হোসেনকে। পুলিশ এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে।

মামলার বাদী সুফিয়া বলেন, ‘আমার দুই ছেলেসহ তিনজনকে কুপিয়ে হত্যা করেছে হোসেন সরদার, শাজাহান খাঁসহ তাদের লোকজন। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। আমার আরেক ছেলে অলিল সরদারের অবস্থাও ভালো না। সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ওরা আমাদের সব শেষ করে দিল। আমি এই হত্যার বিচার চাই।’
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, ‘বালু ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে তিনজন মারা গেছে। এই ঘটনায় নিহত সাইফুল ও আতাউরের মা সুফিয়া বেগম বাদী হয়ে মামলা করেছেন। এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এ ছাড়া নিহত সাইফুলের নামেও একাধিক মামলা ছিল।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে