প্রতিনিধি, মাদারীপুর

মাদারীপুরের কালকিনিতে গাছ কাটার জেরে আবদুস ছালাম (৩৭) নামে এক স্কুলশিক্ষককে চোখ উৎপাটন ও অণ্ডকোষ চেপে ধরে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দুপুরে কালকিনি উপজেলার উত্তর জনারদন্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আব্দুস ছালাম পৌর এলাকার উত্তর জনারদন্দি গ্রামের মৃত গিয়াসউদ্দিন সরদারের ছেলে। যাদের বিরুদ্ধে অভিযোগ তাঁরা হলেন- আবদুস ছালামের চাচা আলালউদ্দিন সরদার (৭৫) ও তাঁর ছেলে সোহেল সরদার এবং মেয়ে লাইলী রোজি, তিশা। এরা একই এলাকার বাসিন্দা। আহত আব্দুস ছালাম, আলাউদ্দিন সরদারের মেজো ভাইয়ের ছেলে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, কালকিনি জনারদন্দি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুস ছালাম তাঁর বাড়ির একটি গাছ বিক্রি করে শ্বশুর বাড়ি রওনা দেন। পথিমধ্যে আলাউদ্দিন সরদারের নির্দেশে তাঁর ছেলেমেয়েরা শিক্ষক ছালামকে অতর্কিতভাবে হামলা চালিয়ে বেদম মারধর করে। সেই সঙ্গে চাবি দিয়ে তার চোখ উৎপাটন ও অণ্ডকোষ চেপে ধরে হত্যা চেষ্টা চালায়। পরে আব্দুস ছালামের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে আব্দুস ছালাম বলেন, 'আমি আমার জায়গায় গাছ লাগিয়েছি সেই গাছ বিক্রি করতে ছিলাম। কিন্তু আলাউদ্দিন সরদার সেই গাছ বিক্রি করতে বাধা দিলে, আমি তাঁদের বলি আমার গাছ আমি বিক্রি করব। এরপরেই আলাউদ্দিন সরদারের নির্দেশে তার ছেলেমেয়ে আমার ওপর হামলা চালায়। সোহেল আমার দুই চোখে চাবি দিয়ে খোঁচা মারে বলে আমার চোখ উঠিয়ে ফেলবে। লাইলী রোজি ও তিশা আমাকে নিচে ফেলে আমার অণ্ডকোষ চেপে ধরে। আমি নিশ্বাস নিতে পারছিলাম না। তাঁরা আমাকে মেরে ফেলে ফেলার উদ্দেশ্যেই এমন অমানবিক হামলা চালায়। আমি এই হামলার সুষ্ঠু বিচার চাই।'
অভিযোগের বিষয়ে আলাউদ্দিন সরদার বলেন, 'ওই জমির দলিল আমার নামে। আমার জায়গায় আমি গাছ লাগিয়েছি। সেই গাছ ছালাম জোরপুর্বক বিক্রি করতে ছিল, আমি প্রতিবাদ করলে ছালাম আমার ছেলের ওপর হামলা চালায়।'
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আসফাক রাসেল বলেন, আমরা অভিযোগ পেয়েছি এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করবো।

মাদারীপুরের কালকিনিতে গাছ কাটার জেরে আবদুস ছালাম (৩৭) নামে এক স্কুলশিক্ষককে চোখ উৎপাটন ও অণ্ডকোষ চেপে ধরে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দুপুরে কালকিনি উপজেলার উত্তর জনারদন্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আব্দুস ছালাম পৌর এলাকার উত্তর জনারদন্দি গ্রামের মৃত গিয়াসউদ্দিন সরদারের ছেলে। যাদের বিরুদ্ধে অভিযোগ তাঁরা হলেন- আবদুস ছালামের চাচা আলালউদ্দিন সরদার (৭৫) ও তাঁর ছেলে সোহেল সরদার এবং মেয়ে লাইলী রোজি, তিশা। এরা একই এলাকার বাসিন্দা। আহত আব্দুস ছালাম, আলাউদ্দিন সরদারের মেজো ভাইয়ের ছেলে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, কালকিনি জনারদন্দি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুস ছালাম তাঁর বাড়ির একটি গাছ বিক্রি করে শ্বশুর বাড়ি রওনা দেন। পথিমধ্যে আলাউদ্দিন সরদারের নির্দেশে তাঁর ছেলেমেয়েরা শিক্ষক ছালামকে অতর্কিতভাবে হামলা চালিয়ে বেদম মারধর করে। সেই সঙ্গে চাবি দিয়ে তার চোখ উৎপাটন ও অণ্ডকোষ চেপে ধরে হত্যা চেষ্টা চালায়। পরে আব্দুস ছালামের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে আব্দুস ছালাম বলেন, 'আমি আমার জায়গায় গাছ লাগিয়েছি সেই গাছ বিক্রি করতে ছিলাম। কিন্তু আলাউদ্দিন সরদার সেই গাছ বিক্রি করতে বাধা দিলে, আমি তাঁদের বলি আমার গাছ আমি বিক্রি করব। এরপরেই আলাউদ্দিন সরদারের নির্দেশে তার ছেলেমেয়ে আমার ওপর হামলা চালায়। সোহেল আমার দুই চোখে চাবি দিয়ে খোঁচা মারে বলে আমার চোখ উঠিয়ে ফেলবে। লাইলী রোজি ও তিশা আমাকে নিচে ফেলে আমার অণ্ডকোষ চেপে ধরে। আমি নিশ্বাস নিতে পারছিলাম না। তাঁরা আমাকে মেরে ফেলে ফেলার উদ্দেশ্যেই এমন অমানবিক হামলা চালায়। আমি এই হামলার সুষ্ঠু বিচার চাই।'
অভিযোগের বিষয়ে আলাউদ্দিন সরদার বলেন, 'ওই জমির দলিল আমার নামে। আমার জায়গায় আমি গাছ লাগিয়েছি। সেই গাছ ছালাম জোরপুর্বক বিক্রি করতে ছিল, আমি প্রতিবাদ করলে ছালাম আমার ছেলের ওপর হামলা চালায়।'
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আসফাক রাসেল বলেন, আমরা অভিযোগ পেয়েছি এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করবো।

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
২৫ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৫ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৬ ঘণ্টা আগে