রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

ইউক্রেনের অলভিয়া বন্দরে বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’-তে আটকে পড়া ২৯ নাবিকের মধ্যে রয়েছেন মাদারীপুরের রাজৈরের ফারহানা ইসলাম মৌ-ও। তাঁর পরিবার এত দিন উৎকণ্ঠা ও ভয়ে থাকলেও এখন কিছুটা স্বাভাবিক অবস্থায় রয়েছেন তাঁরা। জাহাজে রকেট হামলায় ১ বাংলাদেশি নাবিক নিহত হওয়ার পর পরিবারের উৎকণ্ঠা বেড়ে গিয়েছিল। পরে বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় মৌসহ বাকিদের নিরাপদ স্থানে নেওয়া হয়েছে জেনে স্বস্তি ফিরেছে। এখন পরিবারের চাওয়া তাঁর মেয়ে সহিসালামতে যেন ফিরে আসতে পারে।
মৌয়ের পরিবার জানিয়েছে, তিনি ২০১৫ সালে মাধ্যমিক, ২০১৭ সালে উচ্চ মাধ্যমিক পাস করে চট্টগ্রাম মেরিন একাডেমির ৫৪তম ব্যাচে ভর্তি হয়। পড়ালেখা শেষে ইন্টার্ন করার জন্য ১ বছর আগে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে কাজ শুরু করেন। সর্বশেষ তুরস্ক থেকে গত ২২ ফেব্রুয়ারি জাহাজটি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছায়। ২৩ ফেব্রুয়ারি হঠাৎ যুদ্ধ শুরু হওয়ায় জাহাজটি আর বন্দর ত্যাগ করতে পারেনি। সর্বশেষ ২ মার্চ ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলা হয়। হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার বরগুনার বেতাগী উপজেলার হাদিসুর রহমান নিহত হন। ৩ মার্চ সকালে মৌ নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে বিপদের কথা জানিয়ে তাঁদের সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আকুতি জানান। জাহাজে ২৯ জন বাংলাদেশি নাবিক ছিলেন। তারপর রাতে একটি বোট এসে তাঁদের নিরাপদ স্থানে নিয়ে যায়।
লাইভে মৌ বলেন, ‘আমি ইঞ্জিন ক্যাডেট মৌ। বাংলার সমৃদ্ধি থেকে বলছি। আমাদের থার্ড ইঞ্জিনিয়ার স্যার মারা গেছেন। আমাদের শিপে বম্বিং হইছে। আমরা এখনো শিপের মধ্যে আছি। আমরা সবাই চাচ্ছি এখান থেকে বের হতে। আপনারা প্লিজ আমাদের (জন্য) কোনো একটি উপায়ে বের করুন। আমরা এখানে থাকতে চাচ্ছি না।’
মৌয়ের বড় ভাই ফাহাদ মাহামুদ লিমন বলেন, ‘যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আতঙ্কে ছিলাম। ঠিকমতো ছোট বোনের সঙ্গে যোগাযোগও করতে পারি নাই। বৃহস্পতিবার রাতে ছোট বোনের সঙ্গে কথা হয়েছে। সে নিরাপদে আছে। তবে কোথায়, কী অবস্থায় আছে, তা জানি না।’
মৌয়ের মা মাহামুদা বিউটি, ‘ইউক্রেনে যুদ্ধ শুরুর পর মেয়ের চিন্তায় ঠিকমতো গোসল করতে পারিনি, খেতে পারিনি, রাতে ঘুমাতে পর্যন্ত পারিনি। বৃহস্পতিবার রাতে মৌয়ের সঙ্গে কথা হয়েছে। সে নিরাপদে আছে। আল্লাহর কাছে প্রার্থনা করি, আমার মৌ যেন নিরাপদে দেশে ফিরে আসতে পারে।’

ইউক্রেনের অলভিয়া বন্দরে বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’-তে আটকে পড়া ২৯ নাবিকের মধ্যে রয়েছেন মাদারীপুরের রাজৈরের ফারহানা ইসলাম মৌ-ও। তাঁর পরিবার এত দিন উৎকণ্ঠা ও ভয়ে থাকলেও এখন কিছুটা স্বাভাবিক অবস্থায় রয়েছেন তাঁরা। জাহাজে রকেট হামলায় ১ বাংলাদেশি নাবিক নিহত হওয়ার পর পরিবারের উৎকণ্ঠা বেড়ে গিয়েছিল। পরে বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় মৌসহ বাকিদের নিরাপদ স্থানে নেওয়া হয়েছে জেনে স্বস্তি ফিরেছে। এখন পরিবারের চাওয়া তাঁর মেয়ে সহিসালামতে যেন ফিরে আসতে পারে।
মৌয়ের পরিবার জানিয়েছে, তিনি ২০১৫ সালে মাধ্যমিক, ২০১৭ সালে উচ্চ মাধ্যমিক পাস করে চট্টগ্রাম মেরিন একাডেমির ৫৪তম ব্যাচে ভর্তি হয়। পড়ালেখা শেষে ইন্টার্ন করার জন্য ১ বছর আগে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে কাজ শুরু করেন। সর্বশেষ তুরস্ক থেকে গত ২২ ফেব্রুয়ারি জাহাজটি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছায়। ২৩ ফেব্রুয়ারি হঠাৎ যুদ্ধ শুরু হওয়ায় জাহাজটি আর বন্দর ত্যাগ করতে পারেনি। সর্বশেষ ২ মার্চ ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলা হয়। হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার বরগুনার বেতাগী উপজেলার হাদিসুর রহমান নিহত হন। ৩ মার্চ সকালে মৌ নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে বিপদের কথা জানিয়ে তাঁদের সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আকুতি জানান। জাহাজে ২৯ জন বাংলাদেশি নাবিক ছিলেন। তারপর রাতে একটি বোট এসে তাঁদের নিরাপদ স্থানে নিয়ে যায়।
লাইভে মৌ বলেন, ‘আমি ইঞ্জিন ক্যাডেট মৌ। বাংলার সমৃদ্ধি থেকে বলছি। আমাদের থার্ড ইঞ্জিনিয়ার স্যার মারা গেছেন। আমাদের শিপে বম্বিং হইছে। আমরা এখনো শিপের মধ্যে আছি। আমরা সবাই চাচ্ছি এখান থেকে বের হতে। আপনারা প্লিজ আমাদের (জন্য) কোনো একটি উপায়ে বের করুন। আমরা এখানে থাকতে চাচ্ছি না।’
মৌয়ের বড় ভাই ফাহাদ মাহামুদ লিমন বলেন, ‘যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আতঙ্কে ছিলাম। ঠিকমতো ছোট বোনের সঙ্গে যোগাযোগও করতে পারি নাই। বৃহস্পতিবার রাতে ছোট বোনের সঙ্গে কথা হয়েছে। সে নিরাপদে আছে। তবে কোথায়, কী অবস্থায় আছে, তা জানি না।’
মৌয়ের মা মাহামুদা বিউটি, ‘ইউক্রেনে যুদ্ধ শুরুর পর মেয়ের চিন্তায় ঠিকমতো গোসল করতে পারিনি, খেতে পারিনি, রাতে ঘুমাতে পর্যন্ত পারিনি। বৃহস্পতিবার রাতে মৌয়ের সঙ্গে কথা হয়েছে। সে নিরাপদে আছে। আল্লাহর কাছে প্রার্থনা করি, আমার মৌ যেন নিরাপদে দেশে ফিরে আসতে পারে।’

রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
১৪ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
২ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
৩ ঘণ্টা আগে