মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট-কালীবাড়ী ফিডার সড়কের গোয়ালবাথান এলাকার ৩০০ মিটার পাকা রাস্তা কুমার নদে বিলীন হয়ে গেছে। ফলে হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের হাজার হাজার মানুষের জেলা ও উপজেলার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। গতকাল সোমবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে সড়কটি বিলীন হয়ে যায়।
জানা যায়, কুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় এ বছরের ৫ সেপ্টেম্বর (রোববার) রাতে পাকা রাস্তাটির অর্ধেক ভেঙে যায়। তবে এর পরেও ছোট ছোট যানবাহন বিশেষ করে মোটরসাইকেল, ইজিবাইক ও ভ্যান ঝুঁকি নিয়ে কোনো রকমে আসা-যাওয়া করতে পারত। পরে মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে সেখানে জিও ব্যাগ ফেলে রাস্তাটি রক্ষার চেষ্টা করা হয়েছিল। তবে কুমার নদের পানি কমতে শুরু করায় জিও ব্যাগগুলো ভেসে যায়। ফলে আবার ভাঙন শুরু হয়।
গতকাল সোমবার সকালে রাস্তাটির বাকি অংশ নদে বিলীন হওয়া শুরু হয় এবং সন্ধ্যার মধ্যে পুরোটাই ভেঙে যায়। ফলে এই সড়ক দিয়ে যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের মানুষকে কবিরাজপুর ও হোসেনপুর ঘুরে যাওয়া-আসা করতে হবে।
এলাকাবাসীর মধ্যে নারায়ণ হালদার, ফেরদাউস, মিরুল, শহর আলীসহ অনেকেই জানান, কুমার নদ থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এখনই এটা রোধ না করা হলে বিদ্যানন্দী মাঠের সব ফসলি জমি নদের পানিতে ডুবে যাবে। এতে অনেক ক্ষতি হয়ে যাবে। ভাঙনের শুরু থেকে যদি আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতো, তাহলে অন্তত রাস্তাটি রক্ষা করা যেত। কিন্তু এখন লাখ লাখ টাকা গেলেও রাস্তা রক্ষা হলো না।
এ ব্যাপারে হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম জানান, ‘উপরস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ভাঙন রোধের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তার আগেই কুমার নদ সব গ্রাস করে নিল। এখন আমাদের এলাকার মানুষের বেশি অর্থ ব্যয় করে অনেকটা পথ ঘুরে জেলা ও উপজেলার সঙ্গে যোগাযোগ করতে হবে।
এ ব্যাপারে মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা জানান, ‘সেপ্টেম্বর মাসে নদের ভাঙনে রাস্তাটির অর্ধেক বিলীন হয়ে গিয়েছিল। আমরা তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধ করেছিলাম। এ ছাড়া মাদারীপুরে নদ-নদীর ভাঙন রোধে বড় প্রকল্প পাঠানো হয়েছে। অনুমোদন হলে স্থায়ীভাবে নদীশাসনের কাজ করে রাস্তা নির্মাণ করতে হবে।’

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট-কালীবাড়ী ফিডার সড়কের গোয়ালবাথান এলাকার ৩০০ মিটার পাকা রাস্তা কুমার নদে বিলীন হয়ে গেছে। ফলে হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের হাজার হাজার মানুষের জেলা ও উপজেলার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। গতকাল সোমবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে সড়কটি বিলীন হয়ে যায়।
জানা যায়, কুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় এ বছরের ৫ সেপ্টেম্বর (রোববার) রাতে পাকা রাস্তাটির অর্ধেক ভেঙে যায়। তবে এর পরেও ছোট ছোট যানবাহন বিশেষ করে মোটরসাইকেল, ইজিবাইক ও ভ্যান ঝুঁকি নিয়ে কোনো রকমে আসা-যাওয়া করতে পারত। পরে মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে সেখানে জিও ব্যাগ ফেলে রাস্তাটি রক্ষার চেষ্টা করা হয়েছিল। তবে কুমার নদের পানি কমতে শুরু করায় জিও ব্যাগগুলো ভেসে যায়। ফলে আবার ভাঙন শুরু হয়।
গতকাল সোমবার সকালে রাস্তাটির বাকি অংশ নদে বিলীন হওয়া শুরু হয় এবং সন্ধ্যার মধ্যে পুরোটাই ভেঙে যায়। ফলে এই সড়ক দিয়ে যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের মানুষকে কবিরাজপুর ও হোসেনপুর ঘুরে যাওয়া-আসা করতে হবে।
এলাকাবাসীর মধ্যে নারায়ণ হালদার, ফেরদাউস, মিরুল, শহর আলীসহ অনেকেই জানান, কুমার নদ থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এখনই এটা রোধ না করা হলে বিদ্যানন্দী মাঠের সব ফসলি জমি নদের পানিতে ডুবে যাবে। এতে অনেক ক্ষতি হয়ে যাবে। ভাঙনের শুরু থেকে যদি আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতো, তাহলে অন্তত রাস্তাটি রক্ষা করা যেত। কিন্তু এখন লাখ লাখ টাকা গেলেও রাস্তা রক্ষা হলো না।
এ ব্যাপারে হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম জানান, ‘উপরস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ভাঙন রোধের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তার আগেই কুমার নদ সব গ্রাস করে নিল। এখন আমাদের এলাকার মানুষের বেশি অর্থ ব্যয় করে অনেকটা পথ ঘুরে জেলা ও উপজেলার সঙ্গে যোগাযোগ করতে হবে।
এ ব্যাপারে মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা জানান, ‘সেপ্টেম্বর মাসে নদের ভাঙনে রাস্তাটির অর্ধেক বিলীন হয়ে গিয়েছিল। আমরা তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধ করেছিলাম। এ ছাড়া মাদারীপুরে নদ-নদীর ভাঙন রোধে বড় প্রকল্প পাঠানো হয়েছে। অনুমোদন হলে স্থায়ীভাবে নদীশাসনের কাজ করে রাস্তা নির্মাণ করতে হবে।’

নরসিংদীর রায়পুরায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ফার্মেসির মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন তুলাতুলি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল।
১২ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় নয়ন মোল্লা (২৩) নামের আরও এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।
১৪ মিনিট আগে
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বহিষ্কৃত নেতাসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। চাঁদাবাজির অভিযোগে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে জেলা শহরের চৌধুরী বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
২৭ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
২৯ মিনিট আগে