পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের বুড়িমারী রেলস্টেশন থেকে আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু না হওয়ায় পাটগ্রামে আবারও দিনব্যাপী রেল ও সড়কপথ অবরোধ করা হয়েছে।
পাটগ্রাম সংগ্রাম উন্নয়ন পরিষদের ব্যানারে আজ সোমবার সকাল ৬টা থেকে রেলপথ কর্মসূচি শুরু হয়। অবরোধের কারণে সকালে বুড়িমারী রেলস্টেশন থেকে দিনাজপুরের পার্বতীপুরগামী একটি লোকাল ট্রেনের যাত্রা বন্ধ রাখা হয়। এ ছাড়া পার্বতীপুর থেকে ছাড়া বুড়িমারী কমিউটার ট্রেন বেলা পৌনে ১১টায় পাটগ্রাম রেলস্টেশনে আসার কথা থাকলেও দীর্ঘ সময় ধরে তা বাউরা রেলস্টেশনে আটকে ছিল। পাশাপাশি বগুড়ার সান্তাহার থেকে ছাড়া আন্তনগর করতোয়া এক্সপ্রেস এবং দিনাজপুরের বিরল থেকে ছাড়া একটি ট্রেনের চলাচল বন্ধ রাখা হয়।
বেলা ২টা থেকে বুড়িমারী স্থলবন্দর-লালমনিরহাট মহাসড়কের কয়েকটি জায়গায় শত শত লোক অবস্থান নেন। এতে স্থলবন্দর থেকে পণ্য নিয়ে বের হওয়া ট্রাক, বাসসহ অনেক গাড়ি আটকা পড়ে।

অনেক অপেক্ষার পর ২০২৪ সালে বুড়িমারী এক্সপ্রেস চালু হয়। এটি লালমনিরহাট থেকে ঢাকার পথে চলছে। কিন্তু জেলার উত্তরাঞ্চলের যাত্রীদের বুড়িমারী থেকে একটি শাটল ট্রেনের মাধ্যমে লালমনিরহাট গিয়ে আন্তনগর ট্রেনটিতে উঠতে হচ্ছে। ট্রেনটি সরাসরি বুড়িমারী থেকে না চলায় পাঁচ উপজেলার জনসাধারণ এর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
বুড়িমারী এক্সপ্রেস বুড়িমারী স্টেশন থেকে সরাসরি চালুর দাবিতে বেশ কয়েকবার রেল ও সড়কপথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের আন্দোলনের কারণে রেল কর্তৃপক্ষ অন্তত পাঁচবার তারিখ উল্লেখ করে ট্রেনটি বুড়িমারী থেকে চালু করার প্রতিশ্রুতি দেয়। পরে তা আর না রাখায় আজ অবরোধে নামেন স্থানীয় লোকজন।
অবরোধ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগ্রাম উন্নয়ন পরিষদের আহ্বায়ক এ টি জে সিদ্দিকী কাকন। উপস্থিত ছিলেন পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রহিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়ালিউর রহমান সোহেল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোর্শেদ আলম শ্যামল, সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর কবির শামীম, সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দীন প্রমুখ।
যোগাযোগ করা হলে পাটগ্রাম রেলস্টেশনের স্টেশনমাস্টার নুর আলম বলেন, আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন বুড়িমারী থেকে সরাসরি চালু করার দাবিতে পাটগ্রামে সারা দিন রেল ও সড়কপথ অবরোধ করে রাখা হয়। এতে চারটি ট্রেনের চলাচল পাটগ্রাম রেলস্টেশন পর্যন্ত বন্ধ রাখা হয়। এক্সপ্রেস ট্রেন বুড়িমারী থেকে চালানোর ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিছু জানায়নি।

লালমনিরহাটের বুড়িমারী রেলস্টেশন থেকে আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু না হওয়ায় পাটগ্রামে আবারও দিনব্যাপী রেল ও সড়কপথ অবরোধ করা হয়েছে।
পাটগ্রাম সংগ্রাম উন্নয়ন পরিষদের ব্যানারে আজ সোমবার সকাল ৬টা থেকে রেলপথ কর্মসূচি শুরু হয়। অবরোধের কারণে সকালে বুড়িমারী রেলস্টেশন থেকে দিনাজপুরের পার্বতীপুরগামী একটি লোকাল ট্রেনের যাত্রা বন্ধ রাখা হয়। এ ছাড়া পার্বতীপুর থেকে ছাড়া বুড়িমারী কমিউটার ট্রেন বেলা পৌনে ১১টায় পাটগ্রাম রেলস্টেশনে আসার কথা থাকলেও দীর্ঘ সময় ধরে তা বাউরা রেলস্টেশনে আটকে ছিল। পাশাপাশি বগুড়ার সান্তাহার থেকে ছাড়া আন্তনগর করতোয়া এক্সপ্রেস এবং দিনাজপুরের বিরল থেকে ছাড়া একটি ট্রেনের চলাচল বন্ধ রাখা হয়।
বেলা ২টা থেকে বুড়িমারী স্থলবন্দর-লালমনিরহাট মহাসড়কের কয়েকটি জায়গায় শত শত লোক অবস্থান নেন। এতে স্থলবন্দর থেকে পণ্য নিয়ে বের হওয়া ট্রাক, বাসসহ অনেক গাড়ি আটকা পড়ে।

অনেক অপেক্ষার পর ২০২৪ সালে বুড়িমারী এক্সপ্রেস চালু হয়। এটি লালমনিরহাট থেকে ঢাকার পথে চলছে। কিন্তু জেলার উত্তরাঞ্চলের যাত্রীদের বুড়িমারী থেকে একটি শাটল ট্রেনের মাধ্যমে লালমনিরহাট গিয়ে আন্তনগর ট্রেনটিতে উঠতে হচ্ছে। ট্রেনটি সরাসরি বুড়িমারী থেকে না চলায় পাঁচ উপজেলার জনসাধারণ এর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
বুড়িমারী এক্সপ্রেস বুড়িমারী স্টেশন থেকে সরাসরি চালুর দাবিতে বেশ কয়েকবার রেল ও সড়কপথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের আন্দোলনের কারণে রেল কর্তৃপক্ষ অন্তত পাঁচবার তারিখ উল্লেখ করে ট্রেনটি বুড়িমারী থেকে চালু করার প্রতিশ্রুতি দেয়। পরে তা আর না রাখায় আজ অবরোধে নামেন স্থানীয় লোকজন।
অবরোধ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগ্রাম উন্নয়ন পরিষদের আহ্বায়ক এ টি জে সিদ্দিকী কাকন। উপস্থিত ছিলেন পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রহিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়ালিউর রহমান সোহেল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোর্শেদ আলম শ্যামল, সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর কবির শামীম, সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দীন প্রমুখ।
যোগাযোগ করা হলে পাটগ্রাম রেলস্টেশনের স্টেশনমাস্টার নুর আলম বলেন, আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন বুড়িমারী থেকে সরাসরি চালু করার দাবিতে পাটগ্রামে সারা দিন রেল ও সড়কপথ অবরোধ করে রাখা হয়। এতে চারটি ট্রেনের চলাচল পাটগ্রাম রেলস্টেশন পর্যন্ত বন্ধ রাখা হয়। এক্সপ্রেস ট্রেন বুড়িমারী থেকে চালানোর ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিছু জানায়নি।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
৪ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
১৬ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
১৮ মিনিট আগে
গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
২৮ মিনিট আগে