লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডায় উভয়ের পতাকা চুরির অভিযোগ তুলে ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে চারজন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যেরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আজ রোববার সকালে লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক রমজান আলী সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সংঘর্ষের ঘটনায় চারজন হাসপাতালে ভর্তি আছেন। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ গতকাল শনিবার রাত ১০টার দিকে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের সামুটারি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন যুবকেরা হলেন—মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের ছেলে আখলাক হোসেন (২০), মোকলেছুর রহমানের ছেলে কফি আনান (২১), সামসুল হকের ছেলে মুজিবুল হক (২০) ও জসিম উদ্দিনের ছেলে বায়তুল ইসলাম (২১)। তারা সবাই গোকুন্ডা ইউনিয়নের সামুটারী গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা বলছে, আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে কয়েক দিন ধরে দুই দলের সমর্থকদের মধ্যে কথা–কাটাকাটির ঘটনা চলছিল। শনিবার রাত ৯টার দিকে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক আব্দুল্লাহ আল মামুন তাঁর পতাকা চুরির অভিযোগ তোলেন ব্রাজিল ফুটবল দলের সমর্থক কফি আনানের ওপর। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটে। এরপর রাত ১০টার দিকে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে আবারও তুমুল সংঘর্ষ বাধে। এতে দুই পক্ষের ১০ জন আহত হয়। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করান।
হাসপাতালে চিকিৎসাধীন যুবক আখলাকের (২০) বাবা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বলেন, ‘এ ঘটনায় আমার ছেলেকে যারা অন্যায়ভাবে পিটিয়ে আহত করেছেন তাদের বিচার চাই। এ বিষয়ে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’
সদর হাসপাতালে ভর্তি আহত কফি আনান (২১) বলেন, ‘আর্জেন্টিনার সমর্থকেরা পতাকা চুরির মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে ডেকে অন্যায়ভাবে পিটিয়েছে। কোথাকার চুরির বিষয়ে আমরা কিছুই জানি না।’
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মূলত পতাকা চুরির ঘটনাকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি।’

লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডায় উভয়ের পতাকা চুরির অভিযোগ তুলে ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে চারজন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যেরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আজ রোববার সকালে লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক রমজান আলী সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সংঘর্ষের ঘটনায় চারজন হাসপাতালে ভর্তি আছেন। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ গতকাল শনিবার রাত ১০টার দিকে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের সামুটারি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন যুবকেরা হলেন—মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের ছেলে আখলাক হোসেন (২০), মোকলেছুর রহমানের ছেলে কফি আনান (২১), সামসুল হকের ছেলে মুজিবুল হক (২০) ও জসিম উদ্দিনের ছেলে বায়তুল ইসলাম (২১)। তারা সবাই গোকুন্ডা ইউনিয়নের সামুটারী গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা বলছে, আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে কয়েক দিন ধরে দুই দলের সমর্থকদের মধ্যে কথা–কাটাকাটির ঘটনা চলছিল। শনিবার রাত ৯টার দিকে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক আব্দুল্লাহ আল মামুন তাঁর পতাকা চুরির অভিযোগ তোলেন ব্রাজিল ফুটবল দলের সমর্থক কফি আনানের ওপর। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটে। এরপর রাত ১০টার দিকে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে আবারও তুমুল সংঘর্ষ বাধে। এতে দুই পক্ষের ১০ জন আহত হয়। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করান।
হাসপাতালে চিকিৎসাধীন যুবক আখলাকের (২০) বাবা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বলেন, ‘এ ঘটনায় আমার ছেলেকে যারা অন্যায়ভাবে পিটিয়ে আহত করেছেন তাদের বিচার চাই। এ বিষয়ে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’
সদর হাসপাতালে ভর্তি আহত কফি আনান (২১) বলেন, ‘আর্জেন্টিনার সমর্থকেরা পতাকা চুরির মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে ডেকে অন্যায়ভাবে পিটিয়েছে। কোথাকার চুরির বিষয়ে আমরা কিছুই জানি না।’
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মূলত পতাকা চুরির ঘটনাকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি।’

বান্দরবানের থানচি উপজেলার সদর ইউনিয়নের নারিকেলপাড়া। স্থানীয় শিশুদের একটু ভালো পরিবেশে পাঠদানের জন্য নারিকেলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবন নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয় সরকার। এ জন্য ১ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
২৫ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্দা সেতু এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে দেশীয় অস্ত্র ছোরা, চাপাতি ও রড উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
ভারতের জৈনপুরী পীরের নসিহতে ১৯৬৯ সাল থেকে নির্বাচনবিমুখ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নের নারীরা। তবে জনপ্রতিনিধিদের প্রত্যাশা, বিগত বছরের তুলনায় এ বছর নারী ভোটারের সংখ্যা বাড়বে।
২ ঘণ্টা আগে
মাত্র দেড় লাখ টাকার এনজিও ঋণের জামিনদার হওয়াকে কেন্দ্র করে ঢাকার কেরানীগঞ্জে মা ও মেয়ের নিখোঁজের ২১ দিন পর তাদের অর্ধগলিত মরদেহ উদ্ধারের লোমহর্ষক রহস্য উন্মোচন করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর
৩ ঘণ্টা আগে