লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা-গুলিবর্ষণের ঘটনায় মামলা করা হয়েছে। ১৫ জানুয়ারি মামলা করা হলেও আজ সোমবার থানায় এটি রেকর্ড হয়। মামলায় সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক পিংকু, সাবেক উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপুসহ ৭৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী আন্দোলনে গুলিবিদ্ধ আবদুল মতিন, তিনি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের আটিয়াতলী গ্রামের আবদুল হাকিমের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক পিংকু, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম সালাহউদ্দিন টিপু, তার ভাই এ এস এম বিপ্লব ও আনোয়ার শাহাদাত শিবলু, যুবলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, বায়েজিদ ভুঁইয়া, ছাত্রলীগ নেতা রাকিব হোসেন লোটাস, শেবাব নেওয়াজ, কাজী মামুনুর রশিদ বাবলু, আবু তালেব, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমেদ পাটোয়ারী প্রমুখ।
এজাহারে বাদী জানান, ৪ আগস্ট সকালে শহরের উত্তর তেমুহনী বাসস্ট্যান্ড এলাকায় প্রধান আসামি পিংকুর নির্দেশে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে লক্ষ্য করে আসামিরা আগ্নেয়াস্ত্র, লাঠিসোঁটা নিয়ে হামলা ও গুলিবর্ষণ করে।
এ সময় প্রধান আসামির রাইফেল থেকে ছোড়া তিনটি গুলি মতিনের পায়ের গোড়ালিতে বিদ্ধ হয়। সাবেক উপজেলা চেয়ারম্যান টিপুর ছোড়া দুটি গুলি তাঁর পেটে বিদ্ধ হয়।
এ ছাড়া এলোপাতাড়ি গুলিতে ৭০-৮০ জন আন্দোলনকারী গুলিবিদ্ধ এবং মারাত্মকভাবে আহত হন। অনেকে পঙ্গুত্ববরণ করেন। হামলাকারীরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ায়।
বাদী আবদুল মতিন বলেন, ‘হামলা ও গুলিতে আমি নিজেও আহত হয়েছি। তাই বিচারের আশায় থানায় মামলা করি। কিন্তু উল্লেখযোগ্য আসামি এখনো গ্রেপ্তার হয়নি। তবে অনেক আসামি সম্পর্কে আমার পুরোপুরি জানা নেই।’
মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) মো. হুমায়ুন বলেন, এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। অজ্ঞাতনামা আসামিদের চিহ্নিত করা হচ্ছে।

লক্ষ্মীপুরে ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা-গুলিবর্ষণের ঘটনায় মামলা করা হয়েছে। ১৫ জানুয়ারি মামলা করা হলেও আজ সোমবার থানায় এটি রেকর্ড হয়। মামলায় সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক পিংকু, সাবেক উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপুসহ ৭৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী আন্দোলনে গুলিবিদ্ধ আবদুল মতিন, তিনি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের আটিয়াতলী গ্রামের আবদুল হাকিমের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক পিংকু, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম সালাহউদ্দিন টিপু, তার ভাই এ এস এম বিপ্লব ও আনোয়ার শাহাদাত শিবলু, যুবলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, বায়েজিদ ভুঁইয়া, ছাত্রলীগ নেতা রাকিব হোসেন লোটাস, শেবাব নেওয়াজ, কাজী মামুনুর রশিদ বাবলু, আবু তালেব, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমেদ পাটোয়ারী প্রমুখ।
এজাহারে বাদী জানান, ৪ আগস্ট সকালে শহরের উত্তর তেমুহনী বাসস্ট্যান্ড এলাকায় প্রধান আসামি পিংকুর নির্দেশে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে লক্ষ্য করে আসামিরা আগ্নেয়াস্ত্র, লাঠিসোঁটা নিয়ে হামলা ও গুলিবর্ষণ করে।
এ সময় প্রধান আসামির রাইফেল থেকে ছোড়া তিনটি গুলি মতিনের পায়ের গোড়ালিতে বিদ্ধ হয়। সাবেক উপজেলা চেয়ারম্যান টিপুর ছোড়া দুটি গুলি তাঁর পেটে বিদ্ধ হয়।
এ ছাড়া এলোপাতাড়ি গুলিতে ৭০-৮০ জন আন্দোলনকারী গুলিবিদ্ধ এবং মারাত্মকভাবে আহত হন। অনেকে পঙ্গুত্ববরণ করেন। হামলাকারীরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ায়।
বাদী আবদুল মতিন বলেন, ‘হামলা ও গুলিতে আমি নিজেও আহত হয়েছি। তাই বিচারের আশায় থানায় মামলা করি। কিন্তু উল্লেখযোগ্য আসামি এখনো গ্রেপ্তার হয়নি। তবে অনেক আসামি সম্পর্কে আমার পুরোপুরি জানা নেই।’
মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) মো. হুমায়ুন বলেন, এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। অজ্ঞাতনামা আসামিদের চিহ্নিত করা হচ্ছে।

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুতায়িত হয়ে দাদি-নাতিসহ তিনজন মারা গেছে। শনিবার (১৭ জানুয়ারি) কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো তেঁতুলিয়া গ্রামের মোশারেফ সিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০), তাঁর নাতি সজিব সিকদারের ছেলে সাইফান সিকদার (৮)
১৪ মিনিট আগে
যশোরের মনিরামপুরে পোষা বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন এক ব্যবসায়ী। বিড়ালের মালিক জিল্লুর রহমান শনিবার দুপুরে মনিরামপুর থানার ওসি এবং ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেন।
১৯ মিনিট আগে
ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশনে খুলনাগামী আন্তনগর ডাউন রূপসা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে পাথর নিক্ষেপের ঘটনায় চার তরুণকে আটক করেছে জিআরপি পুলিশ। শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। তবে পাথর নিক্ষেপের ঘটনায় কেউ আহত হয়নি।
১ ঘণ্টা আগে
পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্ত হয়নি; বরং দলের কার্যক্রম চলমান থাকবে বলে জানাল দলটি। ইউপিডিএফের (গণতান্ত্রিক) বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করা হয়।
১ ঘণ্টা আগে