কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে কমলনগর থানার এসআই প্রদীপ চন্দ্র শীল বাদী হয়ে মামলা করেন।
মামলায় আওয়ামী লীগ নেতা ও চরকাদিরা ইউপির সাবেক চেয়ারম্যান আশরাফ উদ্দিন রাজন রাজুকে এক নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া নারীসহ আরও ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০০-১৫০ জনকে।
পরে আজ রোববার সকালে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৯ জনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মিলন, আ. রহিম, মো. হেলাল, সনজিত চন্দ্র দাস, ত্রিকুট চন্দ্র দাস, সেমবু চন্দ্র দাস, ইরাবালা দাস, আলম ব্যাপারী ও আব্বাস হোসেন।
উল্লেখ্য, গতকাল সকালে কমলনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চরকাদিরা ইউপির সাবেক চেয়ারম্যান আশরাফ উদ্দিন রাজন রাজুকে ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ডালিম বাবু বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের খবর পেয়ে ওই এলাকার প্রায় ৫ হাজার নারী-পুরুষ একত্রিত হয়ে পুলিশের উপস্থিতিতে বিক্ষোভ শুরু করেন। ওই সময় রাজুকে পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেন বিক্ষোভকারীরা। পরে খবর পেয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম গিয়ে সবাইকে শান্ত করে সমঝোতার ভিত্তিতে রাজুকে ছেড়ে দিয়ে হ্যান্ডকাপ নিয়ে আসেন।
কমলনগর থানার পরিদর্শক (তদন্ত) কামরুল ইসলাম বলেন, আসামি আশরাফ উদ্দিন রাজন রাজুকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। ওই মামলার এজাহারভুক্ত ৯ আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

লক্ষ্মীপুরের কমলনগরে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে কমলনগর থানার এসআই প্রদীপ চন্দ্র শীল বাদী হয়ে মামলা করেন।
মামলায় আওয়ামী লীগ নেতা ও চরকাদিরা ইউপির সাবেক চেয়ারম্যান আশরাফ উদ্দিন রাজন রাজুকে এক নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া নারীসহ আরও ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০০-১৫০ জনকে।
পরে আজ রোববার সকালে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৯ জনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মিলন, আ. রহিম, মো. হেলাল, সনজিত চন্দ্র দাস, ত্রিকুট চন্দ্র দাস, সেমবু চন্দ্র দাস, ইরাবালা দাস, আলম ব্যাপারী ও আব্বাস হোসেন।
উল্লেখ্য, গতকাল সকালে কমলনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চরকাদিরা ইউপির সাবেক চেয়ারম্যান আশরাফ উদ্দিন রাজন রাজুকে ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ডালিম বাবু বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের খবর পেয়ে ওই এলাকার প্রায় ৫ হাজার নারী-পুরুষ একত্রিত হয়ে পুলিশের উপস্থিতিতে বিক্ষোভ শুরু করেন। ওই সময় রাজুকে পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেন বিক্ষোভকারীরা। পরে খবর পেয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম গিয়ে সবাইকে শান্ত করে সমঝোতার ভিত্তিতে রাজুকে ছেড়ে দিয়ে হ্যান্ডকাপ নিয়ে আসেন।
কমলনগর থানার পরিদর্শক (তদন্ত) কামরুল ইসলাম বলেন, আসামি আশরাফ উদ্দিন রাজন রাজুকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। ওই মামলার এজাহারভুক্ত ৯ আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নেত্রকোনায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা মরিয়ম মুন মুঞ্জুরি এ রায় ঘোষণা করেন।
১৪ মিনিট আগে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিএনপিপন্থী শিক্ষকের টানানো ব্যানার ছিঁড়ে ফেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে মানসিক চিকিৎসা নেওয়ার দাবি জানিয়েছে শাখা ছাত্রদল। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের...
২০ মিনিট আগে
সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত হয়েছে। অন্তর্বর্তী সরকারের দেড় বছরে দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর হয়েছে।
৩১ মিনিট আগে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন। তাতে দেশের বিদ্যমান আইনে কোনো বাধা নেই। কারণ, আপনারা ভোটার, আপনাদের নিঃসন্দেহে রাজনৈতিক পক্ষপাত, পছন্দ থাকবেই, থাকারই কথা। আপনারা নাগরিকদের উৎসাহিত করেন। সাদা ব্যালটে যেন তাঁরা
৩৮ মিনিট আগে