Ajker Patrika

লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা, তিন হাসপাতালকে জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা, তিন হাসপাতালকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা ও পরীক্ষা করতে অতিরিক্ত মূল্য নেওয়ায় লক্ষ্মীপুরে রামগঞ্জে তিন হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন এই অভিযান পরিচালনা করেন।

জরিমানাপ্রাপ্ত হাসপাতালগুলো হলো, আল ফারুক হসপিটাল, হলি হোপ হসপিটাল ও আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অস্বাস্থ্যকর পরিবেশে পরীক্ষা-নিরীক্ষা করা ও পরীক্ষা করতে অতিরিক্ত মূল্য নেওয়ায় আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার জরিমানা করা হয়েছে। হলি হোপ হসপিটালের লাইসেন্স হালনাগাদ না থাকা এবং পরিবেশের ছাড়পত্র না থাকায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের স্বাস্থ্যসেবা দেওয়ায় আল ফারুক হসপিটালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মনিরা খাতুন আজকের পত্রিকাকে বলেন, বিভিন্ন অনিয়মের কারণে রামগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অভিযোগে তিনটি হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, র‍্যাব ১১ ও লক্ষ্মীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড

ইসির ভেতরে আপিল শুনানি, বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

নুরের আসনে কমিটি বিলুপ্ত: বিএনপি নেতা-কর্মীদের উল্লাসের কারণ কী

মাঘেও তাপমাত্রা কি বাড়তেই থাকবে— যা জানাল আবহাওয়া অধিদপ্তর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত