Ajker Patrika

কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল-ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ২২ মার্চ ২০২৫, ১৩: ৫৫
কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল-ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
প্রতীকী ছবি

কুষ্টিয়ার মিরপুরে গরুবোঝাই ট্রাক, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত ও আরও দুজন আহত হয়েছেন।

গতকাল শুক্রবার রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। তাঁরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া গ্রামের মৃত আজিজুল ইসলামের ছেলে আরমান আলী (৫৫) ও কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়িয়া কামারপাড়া এলাকার গোলাম হোসেনের ছেলে সজীব আহম্মেদ (২৫)। আরমান গরু ব্যবসায়ী এবং সজীব বেসরকারি সংস্থা দিশার কর্মী হিসেবে পাবনার মুলাডুলি এলাকায় কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের তালতলা এলাকায় একটি গরুবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে চারজন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সেখানে তিনজনের অবস্থার অবনতি হলে তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে আরমান এবং রাত সাড়ে ১২টার দিকে সজীবের মৃত্যু হয়।

আজ শনিবার মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত