Ajker Patrika

ইবির বাসচাপায় পু‌লিশ কনস্টেবল নিহত

কু‌ষ্টিয়া প্রতি‌নি‌ধি
আপডেট : ২৮ জুন ২০২৫, ১৫: ০১
ইবির বাসচাপায় পু‌লিশ কনস্টেবল নিহত
কু‌ষ্টিয়ায় দা‌য়িত্ব পালনকালে শনিবার সকালে ইসলা‌মী বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকারী বা‌সের চাপায় পু‌লি‌শের এক সদস‌্য নিহত হ‌য়ে‌ছেন। কনস্টেবল হাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

কু‌ষ্টিয়ায় দা‌য়িত্ব পালনকালে ইসলা‌মী বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকারী বা‌সের চাপায় পু‌লি‌শের এক সদস‌্য নিহত হ‌য়ে‌ছেন। আজ শ‌নিবার সকাল সা‌ড়ে ১০টায় সদর উপ‌জেলার ভাদা‌লিয়া এলাকায় অব‌স্থিত হাইও‌য়ে থানার সাম‌নে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়‌কে এ দুর্ঘটনা ঘ‌টে। নিহত পু‌লিশ কনস্টেবল হা‌ফিজুর রহমান (৩০) কু‌ষ্টিয়া চৌড়হাস হাইও‌য়ে থানায় কর্মরত ছি‌লেন। তি‌নি পাবনা জেলার চাট‌মোহর উপ‌জেলার জাগর‌কোল গ্রা‌মের আহম্মদ আলীর ছে‌লে।

ঘটনাস্থ‌লে থাকা চৌড়হাস হাইও‌য়ে থানার উপপ‌রিদর্শক (এসআই) না‌জির আহ‌ম্মেদ ব‌লেন, ‘সকা‌লে থানার সাম‌নে কু‌ষ্টিয়া-‌ঝিনাইদহ মহাসড়‌কে দা‌য়িত্ব পালন কর‌ছিলেন কন‌স্টেবল হা‌ফিজ। এ সময় কু‌ষ্টিয়ার দিক থে‌কে আসা ইসলামী ‌বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের শিক্ষার্থী বহনকারী বাসটি এক‌টি ট্রাক‌‌কে ওভার‌টেক কর‌তে গে‌লে রাস্তার পা‌শে থাকা পু‌লিশ কন‌স্টেবল হা‌ফিজ‌কে চাপা দেয়। এতে ঘটনাস্থ‌লেই তাঁর মৃত্যু হয়।’

কনস্টেবল হাফিজুরের স্ত্রীর আহাজারি। ছবি: আজকের পত্রিকা
কনস্টেবল হাফিজুরের স্ত্রীর আহাজারি। ছবি: আজকের পত্রিকা

নিহত পু‌লিশ সদস‌্যের দ্বিতীয় স্ত্রী হা‌বিবা খাতুন জানান, সাত মাস আগে তারা বি‌য়ে ক‌রে‌ছেন। আগের প‌ক্ষে তাঁর এক‌টি কন‌্যাসন্তান র‌য়ে‌ছে।

কুষ্টিয়া চৌড়হাস হাইও‌য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন আজ‌কের প‌ত্রিকা‌কে ব‌লেন, বাস‌টি জব্দ ক‌রে থানায় নেওয়া হ‌য়ে‌ছে। চালক ও সহ‌যোগী পলাতক র‌য়ে‌ছেন। প্রয়োজনীয় কার্যক্রম শেষে লাশ প‌রিবা‌রের কাছ হস্তান্তর করা হ‌বে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত