কুষ্টিয়া (দৌলতপুর) প্রতিনিধি

কুষ্টিয়ায় ডাকাতি মামলায় ৯ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড ও অন্য চারজনের বিরুদ্ধে দোষ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দিয়েছেন আদালত।
আজ বুধবার কুষ্টিয়ার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সে সঙ্গে প্রত্যেকেই ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
এ সময় সাজাপ্রাপ্ত আসামিদের কঠোর পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়। দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন কুষ্টিয়া চৌড়হাস উপজেলা রোডের জাকির, মতিমিয়া রেলগেট সংলগ্ন উল্লাস, বাড়াদী এলাকার রফিক, তৈয়মুর ইসলাম, পিচ্চি মনির ও সাগর।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২২ জুলাই রাত ২টার দিকে একদল ডাকাত কুষ্টিয়া শহরের চৌড়হাস মতিমিয়া রেল গেইট সংলগ্ন এলাকায় বাদী বেগম ফরিদা ইসলামের বসত বাড়িতে প্রবেশ করে আগ্নেয়াস্ত্রের ভয়ভীতি দেখিয়ে স্বর্ণালংকার, টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে বাড়ির সদস্যদেরকে দড়ি দিয়ে চোখ ও হাত পিঠমোড়া করে বেঁধে রেখে বাড়ির আসবাবপত্র নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ওই দিন দুপুরের দিকে কুষ্টিয়া মডেল থানায় বেগম ফরিদা ইসলাম বাদী হয়ে সন্দেহজনক তিন জনের নাম উল্লেখ করে একটি ডাকাতি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হারাধন কুন্ডু মামলাটির তদন্ত শেষে ২০১০ সালের ১২ ফেব্রুয়ারি ১৪ জনের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আজ বুধবার আদালত এ রায় ঘোষণা করেন।
কুষ্টিয়া জজ কোর্টের পিপি অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

কুষ্টিয়ায় ডাকাতি মামলায় ৯ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড ও অন্য চারজনের বিরুদ্ধে দোষ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দিয়েছেন আদালত।
আজ বুধবার কুষ্টিয়ার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সে সঙ্গে প্রত্যেকেই ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
এ সময় সাজাপ্রাপ্ত আসামিদের কঠোর পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়। দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন কুষ্টিয়া চৌড়হাস উপজেলা রোডের জাকির, মতিমিয়া রেলগেট সংলগ্ন উল্লাস, বাড়াদী এলাকার রফিক, তৈয়মুর ইসলাম, পিচ্চি মনির ও সাগর।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২২ জুলাই রাত ২টার দিকে একদল ডাকাত কুষ্টিয়া শহরের চৌড়হাস মতিমিয়া রেল গেইট সংলগ্ন এলাকায় বাদী বেগম ফরিদা ইসলামের বসত বাড়িতে প্রবেশ করে আগ্নেয়াস্ত্রের ভয়ভীতি দেখিয়ে স্বর্ণালংকার, টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে বাড়ির সদস্যদেরকে দড়ি দিয়ে চোখ ও হাত পিঠমোড়া করে বেঁধে রেখে বাড়ির আসবাবপত্র নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ওই দিন দুপুরের দিকে কুষ্টিয়া মডেল থানায় বেগম ফরিদা ইসলাম বাদী হয়ে সন্দেহজনক তিন জনের নাম উল্লেখ করে একটি ডাকাতি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হারাধন কুন্ডু মামলাটির তদন্ত শেষে ২০১০ সালের ১২ ফেব্রুয়ারি ১৪ জনের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আজ বুধবার আদালত এ রায় ঘোষণা করেন।
কুষ্টিয়া জজ কোর্টের পিপি অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৩ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৪ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
৪ ঘণ্টা আগে