Ajker Patrika

কুষ্টিয়ায় পলিথিন ব্যাগ ব্যবহার করায় ৯ ব্যবসায়ীকে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধিদৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ১৮: ২৪
কুষ্টিয়ায় পলিথিন ব্যাগ ব্যবহার করায় ৯ ব্যবসায়ীকে জরিমানা
পলিথিন ব্যবহার করায় ব্যবসায়ীকে জরিমানা করা হয়। ছবি: আজকের পত্রিকা

সুপারশপের পর দেশের কাঁচাবাজারেও আজ শুক্রবার থেকে নিষিদ্ধ হয়েছে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার। তারই অংশ হিসেবে কুষ্টিয়া জেলাসহ দৌলতপুরে অভিযান চালানো হয়েছে। পৃথক অভিযানে ৯ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

এর মধ্যে কুষ্টিয়ায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার রেকসোনা খাতুনের নেতৃত্বে পৌর বাজারসহ বেশ কয়েকটি বাজারে এই অভিযান চালানো হয়।

এ ছাড়া দামের অসঙ্গতি ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগে এক মুরগি ব্যবসায়ীকে অর্থদণ্ড করেছে টাস্কফোর্স কমিটি।

হোসেনাবাদ বাজারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা
হোসেনাবাদ বাজারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন বলেন, সরকার আজ শুক্রবার থেকে দেশব্যাপী পলিথিন ব্যবহার ও বাজারজাতকরণ নিষিদ্ধ ঘোষণা করায় ও বাজার নিয়ন্ত্রণে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

অন্যদিকে দৌলতপুর উপজেলায় তারাগুনিয়া, হোসেনাবাদ ও থানা বাজার এলাকায় পলিথিন ব্যাগ মজুত ও বাজারজাতকরণের চার ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত