ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় খালের পানিতে ডুবে মো. ঈশান (২১) নামে পলিটেকনিকের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর ১টায় গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের (জি-কে) পদ্মা নদীর মুখে জি-কে চ্যানেলের খালে এ ঘটনা ঘটে।
ঈশান হোসেন মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের প্রবাসী আরিফ হোসনের ছেলে ও কুষ্টিয়া দর্পন পলিটেকনিকের ইলেকট্রিক বিভাগের সপ্তম পর্বের ছাত্র ছিলেন।
মোকারিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ এসব তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, বুধবার ঈশান ফুপুর বাড়ি খেমিরদিয়ার গ্রামে বেড়াতে যান। দুপুর ১টায় ফুপাতো ছোট ভাই রাসেলকে নিয়ে পদ্মা নদীর তীরে তারা বেড়াতে যান। এ সময় রাসেল জিকে প্রকল্পের চ্যানেলের পাড় থেকে পড়ে যান। এ সময় রাসেলকে ওপরে তুলে দিয়ে নিজেই খালের পানিতে পড়ে যান। সাঁতার না জানায় তিনি পানিতে ডুবে যান। আধা ঘণ্টা খোঁজাখুঁজির পর ঈশানকে খালের পানির নিচ থেকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খেমিরদিয়ার গ্রামের বাসিন্দা রকিব সরকার বলেন, ‘ছোট ভাই রাসেলকে জিকে চ্যানেলে পড়ে গেলে তাকে বাঁচাতে যায় ঈশান। রাসেলকে ওপরে তুলে দিয়ে একপর্যায়ে সে পানিতে পড়ে ডুবে মারা যায়।’
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে মৃতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।’

কুষ্টিয়ার ভেড়ামারায় খালের পানিতে ডুবে মো. ঈশান (২১) নামে পলিটেকনিকের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর ১টায় গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের (জি-কে) পদ্মা নদীর মুখে জি-কে চ্যানেলের খালে এ ঘটনা ঘটে।
ঈশান হোসেন মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের প্রবাসী আরিফ হোসনের ছেলে ও কুষ্টিয়া দর্পন পলিটেকনিকের ইলেকট্রিক বিভাগের সপ্তম পর্বের ছাত্র ছিলেন।
মোকারিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ এসব তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, বুধবার ঈশান ফুপুর বাড়ি খেমিরদিয়ার গ্রামে বেড়াতে যান। দুপুর ১টায় ফুপাতো ছোট ভাই রাসেলকে নিয়ে পদ্মা নদীর তীরে তারা বেড়াতে যান। এ সময় রাসেল জিকে প্রকল্পের চ্যানেলের পাড় থেকে পড়ে যান। এ সময় রাসেলকে ওপরে তুলে দিয়ে নিজেই খালের পানিতে পড়ে যান। সাঁতার না জানায় তিনি পানিতে ডুবে যান। আধা ঘণ্টা খোঁজাখুঁজির পর ঈশানকে খালের পানির নিচ থেকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খেমিরদিয়ার গ্রামের বাসিন্দা রকিব সরকার বলেন, ‘ছোট ভাই রাসেলকে জিকে চ্যানেলে পড়ে গেলে তাকে বাঁচাতে যায় ঈশান। রাসেলকে ওপরে তুলে দিয়ে একপর্যায়ে সে পানিতে পড়ে ডুবে মারা যায়।’
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে মৃতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।’

পাইকের বাড়ি গ্রামের কলেজছাত্রী পান্না বাড়ৈ জানান, ওই পাঁচ নারী রোববার ভোরে দিনমজুরের কাজ করতে মাদারীপুরে যান। কাজ শেষে ইজিবাইকে করে ফেরার পথে ঘটকচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে তাঁরা ঘটনাস্থলেই প্রাণ হারান।
৫ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদে বিস্ফোরক মামলায় স্বরূপকাঠি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্বরূপকাঠি পৌর যুবলীগের সভাপতি শিশির কর্মকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) ভোরে নেছারাবাদ উপজেলার পান হাটখোলা এলাকার নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে নেছারাবাদ থানায় নিয়ে যাওয়া হয়।
২৯ মিনিট আগে
শীত এলেই বাঙালির ঘরে ঘরে শুরু হয় পিঠা-পায়েসের আয়োজন। পিঠা তৈরির অন্যতম সহায়ক হলো গুড়। অনেকে চিনি দিয়েও তৈরি করে থাকে। তবে এই নাশতাকে সবচেয়ে বেশি সুস্বাদু করে তোলে খেজুর রসের গুড়।
১ ঘণ্টা আগে
দোতালা ভবনের নিচতলায় একটি কক্ষে বসে রয়েছেন ফার্মাসিস্ট মোল্লা মনিরুজ্জামান। তাঁর কাছেই বিভিন্ন বয়সী রোগীরা আসছেন চিকিৎসা নিতে। উপসর্গ শুনে রোগীদের জন্য নিজেই ওষুধ লিখে দিচ্ছেন মনিরুজ্জামান।
১ ঘণ্টা আগে