কুষ্টিয়া প্রতিনিধি

হাইকোর্টের নির্দেশ অমান্য করে কুষ্টিয়ার হাইওয়েতে চলাচল করছে নিষিদ্ধ যানবাহন। হাইকোর্টের এই নির্দেশনা বাস্তবায়নে স্থানীয় প্রশাসন কোনো কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় কুষ্টিয়ায় সর্বাত্মক পরিবহন চলাচল বন্ধ করার ঘোষণা দিয়েছে পরিবহন মালিক সমিতি।
গতকাল মঙ্গলবার দুপুরে পরিবহন মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপ, কুষ্টিয়া জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতি, জেলা বাস মিনিবাস ও কোচ এবং মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যৌথ সমন্বয়ে কুষ্টিয়ায় সকল বৈধ যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা যায়, জেলার সর্বত্র সড়কের বেহাল দশা ও অবৈধ যানবাহন চলাচলে বৈধ যানবাহন মালিক এবং শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে গত ১৫ ডিসেম্বর মালিক ও শ্রমিক গ্রুপের সমন্বয় সভায় ১০ দিনের আলটিমেটাম দেওয়া হয়। উক্ত সভায় আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অবৈধ যানবাহন বন্ধ করার ব্যবস্থা গ্রহণ না করলে ১ জানুয়ারি থেকে কুষ্টিয়াতে সকল ধরনের যানবাহন মালিক ও শ্রমিক বন্ধ রাখার আল্টিমেটাম দেওয়া হয়। এরই মধ্যে সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তরে উক্ত সিদ্ধান্তের বিষয় অবগত করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানানো হয়।
এ ব্যাপারে কুষ্টিয়া বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আসগর আলী বলেন, ‘আমরা সরকারের যাবতীয় বিধি-বিধান মেনে সরকারকে রাজস্ব দিয়ে মহাসড়কে যানবাহন চালু রেখেছি। কিন্তু অবৈধ যানবাহন যারা লাইসেন্স বিহীন, সরকারকে কোনো রাজস্ব দিচ্ছে না তারা মহাসড়ক গুলোতে অরাজকতা পরিবেশে সৃষ্টি করছে। এর ফলে আমরা বৈধ পরিবহন মালিক এবং শ্রমিকেরা ক্ষতির মধ্যে পড়ছি। এমনি বাজারেও বৈধ পরিবহন ব্যবসায়ীরা আর্থিকভাবে মারাত্মক ক্ষতির মধ্যে রয়েছে অথচ অবৈধ যানবাহন মহাসড়ক দখল করে নিয়েছে। মহামান্য হাইকোর্ট এই অবৈধ যানবাহন মহাসড়কে চলাচল বন্ধের নির্দেশ দিলেও সরকারের সংশ্লিষ্ট দপ্তর এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করছেন না বিধায় আমরা আগামী ১ জানুয়ারি থেকে মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে পরিবহন বন্ধ রাখব।
কুষ্টিয়ার মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এস এম রেজাউল ইসলাম বাবলু বলেন, ‘আমরা পরিবহন খাত থেকে প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব সরকার দিয়েই ব্যবসা করি। অথচ অবৈধ যানবাহন গুলো মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে এদের কারণেই মহাসড়কে দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটছে প্রতি নিয়ত।’ এ সময় তিনি হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানান।

হাইকোর্টের নির্দেশ অমান্য করে কুষ্টিয়ার হাইওয়েতে চলাচল করছে নিষিদ্ধ যানবাহন। হাইকোর্টের এই নির্দেশনা বাস্তবায়নে স্থানীয় প্রশাসন কোনো কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় কুষ্টিয়ায় সর্বাত্মক পরিবহন চলাচল বন্ধ করার ঘোষণা দিয়েছে পরিবহন মালিক সমিতি।
গতকাল মঙ্গলবার দুপুরে পরিবহন মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপ, কুষ্টিয়া জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতি, জেলা বাস মিনিবাস ও কোচ এবং মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যৌথ সমন্বয়ে কুষ্টিয়ায় সকল বৈধ যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা যায়, জেলার সর্বত্র সড়কের বেহাল দশা ও অবৈধ যানবাহন চলাচলে বৈধ যানবাহন মালিক এবং শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে গত ১৫ ডিসেম্বর মালিক ও শ্রমিক গ্রুপের সমন্বয় সভায় ১০ দিনের আলটিমেটাম দেওয়া হয়। উক্ত সভায় আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অবৈধ যানবাহন বন্ধ করার ব্যবস্থা গ্রহণ না করলে ১ জানুয়ারি থেকে কুষ্টিয়াতে সকল ধরনের যানবাহন মালিক ও শ্রমিক বন্ধ রাখার আল্টিমেটাম দেওয়া হয়। এরই মধ্যে সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তরে উক্ত সিদ্ধান্তের বিষয় অবগত করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানানো হয়।
এ ব্যাপারে কুষ্টিয়া বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আসগর আলী বলেন, ‘আমরা সরকারের যাবতীয় বিধি-বিধান মেনে সরকারকে রাজস্ব দিয়ে মহাসড়কে যানবাহন চালু রেখেছি। কিন্তু অবৈধ যানবাহন যারা লাইসেন্স বিহীন, সরকারকে কোনো রাজস্ব দিচ্ছে না তারা মহাসড়ক গুলোতে অরাজকতা পরিবেশে সৃষ্টি করছে। এর ফলে আমরা বৈধ পরিবহন মালিক এবং শ্রমিকেরা ক্ষতির মধ্যে পড়ছি। এমনি বাজারেও বৈধ পরিবহন ব্যবসায়ীরা আর্থিকভাবে মারাত্মক ক্ষতির মধ্যে রয়েছে অথচ অবৈধ যানবাহন মহাসড়ক দখল করে নিয়েছে। মহামান্য হাইকোর্ট এই অবৈধ যানবাহন মহাসড়কে চলাচল বন্ধের নির্দেশ দিলেও সরকারের সংশ্লিষ্ট দপ্তর এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করছেন না বিধায় আমরা আগামী ১ জানুয়ারি থেকে মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে পরিবহন বন্ধ রাখব।
কুষ্টিয়ার মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এস এম রেজাউল ইসলাম বাবলু বলেন, ‘আমরা পরিবহন খাত থেকে প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব সরকার দিয়েই ব্যবসা করি। অথচ অবৈধ যানবাহন গুলো মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে এদের কারণেই মহাসড়কে দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটছে প্রতি নিয়ত।’ এ সময় তিনি হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানান।

বাদীর অভিযোগ, ওই বক্তব্যের মাধ্যমে মরহুম আরাফাত রহমান কোকো, তাঁর পরিবার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নেতা-কর্মী ও সমর্থকদের চরমভাবে মানহানি করা হয়েছে। এতে সামাজিকভাবে অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও নালিশে উল্লেখ করা হয়।
৩ মিনিট আগে
এবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করে...
২৭ মিনিট আগে
খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
১ ঘণ্টা আগে
ফাওজুল কবির খান বলেন, ‘আপনি যদি বাংলাদেশের মঙ্গল চান, আপনি যদি রাজপথের সহিংসতা দেখতে না চান, যদি মানুষের খুন দেখতে না চান—তাহলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দেবেন। দেশের চাবি আপনার হাতে। এই জন্যই আমাদের গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি।
১ ঘণ্টা আগে