কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের বহুল আলোচিত দৃষ্টিনন্দন পাঁচতলা কাঠের বাড়ি নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন মালিক। বাড়ির মালিক আব্দুর রশীদ জোয়ারদার কর্মময় জীবন থেকে অবসরের কারণে এই বাড়ি বিক্রির সিদ্ধান্ত নেন। তিনি জমি, আসবাবপত্রসহ এই বাড়ি প্রায় এক কোটি টাকায় বিক্রি করতে চান।
কর্মময় জীবন থেকে অবসরের কারণে এবং জীবনের শেষ সময়টুকু ধর্মীয় কাজে আত্মনিয়োগ করতে আব্দুর রশীদ জোয়ারদার বাড়িটি নিলামের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নিলামের ডাক। কাঠের এ বাড়ি ক্রয় করতে ইচ্ছুক ব্যক্তিরা ৫০ হাজার টাকা জমা দিয়ে নিলামে অংশ গ্রহণ করতে পারবেন।
জানা যায়, শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার পূর্বদিকে এবং শিলাইদহ ইউনিয়ন পরিষদ ভবন মাঠের সঙ্গেই ১২ শতক জায়গার ওপর দৃষ্টিনন্দন এই কাঠের বাড়ি। প্রায় পাঁচ বছরের চেষ্টায় সত্তর লাখ টাকা ব্যয়ে বাড়িটি নির্মাণ করেছিলেন স্থানীয় বাসিন্দা আব্দুর রশীদ জোয়ারদার। এ বাড়ি তৈরিতে ব্যবহার করা হয়েছে মেহগনি, শাল, কেরোসিন ও তালগাছের কাঠ। বাড়ির নিচতলায় রেস্টুরেন্ট আর অন্যান্য তলায় শোভা পাচ্ছে বাঙালি ইতিহাসের নানান নিদর্শন।
আজ রোববার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, শিলাইদহ ইউনিয়ন পরিষদ মাঠের সামনেই পাঁচতলা কাঠের বাড়ি। প্রবেশপথেই রয়েছে টিকিট কাউন্টার। বাড়ির ভেতরে দৃষ্টিনন্দন সাজসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে বাঙালি ইতিহাস।
২০১৯ সালে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছিল ৩৫ ফুট উচ্চতার পাঁচতলা কাঠের এই বাড়ি। প্রতিদিন প্রায় শতাধিক দর্শনার্থী বাড়িটি দেখতে আসেন। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে এই বাড়ি।
এ বিষয়ে বাড়িটির মালিক আব্দুর রশীদ জোয়ারদার বলেন, ‘আগে কসমেটিকসের ব্যবসা করতাম। শখের বসে প্রায় পাঁচ বছর পূর্বে কাঠের এই বাড়ি তৈরির কাজ শুরু করেছিলাম। বাড়িটির ভেতরে বাঙালির ইতিহাস, ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে। কর্মময় জীবনের অবসর ও ধর্মীয় কাজে যুক্ত থাকার ইচ্ছা থেকে এই বাড়ি জমিসহ বিক্রি করতে চাই। বাড়ি নিলামের ডাক দিয়েছি আগামী ১২ ফেব্রুয়ারি। সব মিলে প্রায় এক কোটি টাকায় বিক্রি করতে চাই বাড়িটি।’

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের বহুল আলোচিত দৃষ্টিনন্দন পাঁচতলা কাঠের বাড়ি নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন মালিক। বাড়ির মালিক আব্দুর রশীদ জোয়ারদার কর্মময় জীবন থেকে অবসরের কারণে এই বাড়ি বিক্রির সিদ্ধান্ত নেন। তিনি জমি, আসবাবপত্রসহ এই বাড়ি প্রায় এক কোটি টাকায় বিক্রি করতে চান।
কর্মময় জীবন থেকে অবসরের কারণে এবং জীবনের শেষ সময়টুকু ধর্মীয় কাজে আত্মনিয়োগ করতে আব্দুর রশীদ জোয়ারদার বাড়িটি নিলামের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নিলামের ডাক। কাঠের এ বাড়ি ক্রয় করতে ইচ্ছুক ব্যক্তিরা ৫০ হাজার টাকা জমা দিয়ে নিলামে অংশ গ্রহণ করতে পারবেন।
জানা যায়, শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার পূর্বদিকে এবং শিলাইদহ ইউনিয়ন পরিষদ ভবন মাঠের সঙ্গেই ১২ শতক জায়গার ওপর দৃষ্টিনন্দন এই কাঠের বাড়ি। প্রায় পাঁচ বছরের চেষ্টায় সত্তর লাখ টাকা ব্যয়ে বাড়িটি নির্মাণ করেছিলেন স্থানীয় বাসিন্দা আব্দুর রশীদ জোয়ারদার। এ বাড়ি তৈরিতে ব্যবহার করা হয়েছে মেহগনি, শাল, কেরোসিন ও তালগাছের কাঠ। বাড়ির নিচতলায় রেস্টুরেন্ট আর অন্যান্য তলায় শোভা পাচ্ছে বাঙালি ইতিহাসের নানান নিদর্শন।
আজ রোববার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, শিলাইদহ ইউনিয়ন পরিষদ মাঠের সামনেই পাঁচতলা কাঠের বাড়ি। প্রবেশপথেই রয়েছে টিকিট কাউন্টার। বাড়ির ভেতরে দৃষ্টিনন্দন সাজসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে বাঙালি ইতিহাস।
২০১৯ সালে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছিল ৩৫ ফুট উচ্চতার পাঁচতলা কাঠের এই বাড়ি। প্রতিদিন প্রায় শতাধিক দর্শনার্থী বাড়িটি দেখতে আসেন। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে এই বাড়ি।
এ বিষয়ে বাড়িটির মালিক আব্দুর রশীদ জোয়ারদার বলেন, ‘আগে কসমেটিকসের ব্যবসা করতাম। শখের বসে প্রায় পাঁচ বছর পূর্বে কাঠের এই বাড়ি তৈরির কাজ শুরু করেছিলাম। বাড়িটির ভেতরে বাঙালির ইতিহাস, ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে। কর্মময় জীবনের অবসর ও ধর্মীয় কাজে যুক্ত থাকার ইচ্ছা থেকে এই বাড়ি জমিসহ বিক্রি করতে চাই। বাড়ি নিলামের ডাক দিয়েছি আগামী ১২ ফেব্রুয়ারি। সব মিলে প্রায় এক কোটি টাকায় বিক্রি করতে চাই বাড়িটি।’

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে