ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে এক ছাত্রীকে নির্যাতনের ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
অফিস আদেশে বলা হয়, হাইকোর্টের নির্দেশনার আলোকে হল কর্তৃপক্ষ ভিডিও ফুটেজ সরবরাহ করতে ব্যর্থ হয়। এ বিষয়ে হল প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করা এবং ক্যামেরা সিস্টেম কীভাবে আরও কার্যকরভাবে পরিচালনা করা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে বিষয়ে আইসিটি সেলের পরিচালক আহসান-উল-আম্বিয়াকে দায়িত্ব দিয়ে উপাচার্য এক সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছেন। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘সিসিটিভির ফুটেজ উদ্ধার করতে না পারার কারণ খুঁজতে হাইকোর্টের নির্দেশে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তদন্ত করে প্রতিবেদন দেবেন। আগামীকাল সকালে চিঠি যাবে।’
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের যে হলে ফুলপরীকে নির্যাতন করা হয়, সেই দেশরত্ন শেখ হাসিনা হলের বারান্দা, ডাইনিং, অফিস, করিডোরসহ মোট ১২টি সিসিটিভি রয়েছে। যার ফুটেজ হল প্রশাসনের তত্ত্বাবধানে থাকার কথা। তদন্তে ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী সেদিন রাতে ডাইনিংয়ে নির্যাতনের প্রমাণ পেয়েছে কমিটি। সে হিসেবে ডাইনিংয়ের সিসিটিভিতে ভিডিও ফুটেজ থাকার কথা। তবে বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি হল কমিটির কাছে ফুটেজ চাইলে তা সরবরাহ করতে পারেনি। হল থেকে জানানো হয়, কারিগরি ত্রুটির কারণে হল কর্তৃপক্ষ ফুটেজ সংগ্রহ করতে পারেনি। সে জন্য হল প্রশাসন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলকে দায়িত্ব দিয়েছিল। আইসিটি সেলও উদ্ধার করতে ব্যর্থ হয়েছে।’
বিশ্ববিদ্যালয় আইসিটি সেলের পরিচালক অধ্যাপক আহসানুল আম্বিয়া বলেন, ‘আমি এ বিষয়ে এখনো চিঠি হাতে পাইনি।’
এ দিকে আরেক অফিস আদেশে বিশ্ববিদ্যালয় আইসিটি সেলের অধীনে পরিচালিত সিসি ক্যামেরা, সিস্টেমের পাসওয়ার্ড ও নিয়ন্ত্রণকক্ষের চাবি জরুরি ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক শাহাদৎ হোসেন আজাদের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য আইসিটি সেলের পরিচালককে অনুরোধ করা হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে এক ছাত্রীকে নির্যাতনের ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
অফিস আদেশে বলা হয়, হাইকোর্টের নির্দেশনার আলোকে হল কর্তৃপক্ষ ভিডিও ফুটেজ সরবরাহ করতে ব্যর্থ হয়। এ বিষয়ে হল প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করা এবং ক্যামেরা সিস্টেম কীভাবে আরও কার্যকরভাবে পরিচালনা করা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে বিষয়ে আইসিটি সেলের পরিচালক আহসান-উল-আম্বিয়াকে দায়িত্ব দিয়ে উপাচার্য এক সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছেন। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘সিসিটিভির ফুটেজ উদ্ধার করতে না পারার কারণ খুঁজতে হাইকোর্টের নির্দেশে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তদন্ত করে প্রতিবেদন দেবেন। আগামীকাল সকালে চিঠি যাবে।’
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের যে হলে ফুলপরীকে নির্যাতন করা হয়, সেই দেশরত্ন শেখ হাসিনা হলের বারান্দা, ডাইনিং, অফিস, করিডোরসহ মোট ১২টি সিসিটিভি রয়েছে। যার ফুটেজ হল প্রশাসনের তত্ত্বাবধানে থাকার কথা। তদন্তে ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী সেদিন রাতে ডাইনিংয়ে নির্যাতনের প্রমাণ পেয়েছে কমিটি। সে হিসেবে ডাইনিংয়ের সিসিটিভিতে ভিডিও ফুটেজ থাকার কথা। তবে বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি হল কমিটির কাছে ফুটেজ চাইলে তা সরবরাহ করতে পারেনি। হল থেকে জানানো হয়, কারিগরি ত্রুটির কারণে হল কর্তৃপক্ষ ফুটেজ সংগ্রহ করতে পারেনি। সে জন্য হল প্রশাসন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলকে দায়িত্ব দিয়েছিল। আইসিটি সেলও উদ্ধার করতে ব্যর্থ হয়েছে।’
বিশ্ববিদ্যালয় আইসিটি সেলের পরিচালক অধ্যাপক আহসানুল আম্বিয়া বলেন, ‘আমি এ বিষয়ে এখনো চিঠি হাতে পাইনি।’
এ দিকে আরেক অফিস আদেশে বিশ্ববিদ্যালয় আইসিটি সেলের অধীনে পরিচালিত সিসি ক্যামেরা, সিস্টেমের পাসওয়ার্ড ও নিয়ন্ত্রণকক্ষের চাবি জরুরি ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক শাহাদৎ হোসেন আজাদের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য আইসিটি সেলের পরিচালককে অনুরোধ করা হয়।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৪ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৪ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৪ ঘণ্টা আগে