কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে বিএনপি ও জামায়াতের ২৯ নেতা-কর্মীর নামে নাশকতার মামলা করেছে পুলিশ। আজ বুধবার সকালে এই মামলা করেন মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) শেখ আবু সাইদ। এই মামলায় আজ বিকেলে ৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলায় মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হক, সাধারন সম্পাদক রহমত আলী রব্বান, উপজেলা জামায়াতের আমির আব্দুল গফুর, জেলা ছাত্রদলের সদস্যসচিব খন্দার নিশাত ও তাঁর পিতা বিএনপি নেতা টিপু সুলতানসহ ১৪ নামের উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৪ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন, কুষ্টিয়ার মিরপুর থানার কচুয়াদহ গ্রামের আহসান হাবিব লিংকন (২৯), আওলাদ হোসেন (৪২), কৃষ্ণপুর গ্রামের আমিরুল ইসলাম সেন্টু (৫২), চারুলিয়া গ্রামের গোলাম মোস্তফা (৫০)।
মামলার এজারে উল্লেখ করা হয়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে পুলিশের কাছে খবর আসে ফুলবাড়ীয়া ইউনিয়নের গেটপাড়া স্কুলের বারান্দায় ৩০ থেকে ৩৫ জন জামায়াত ও বিএনপির নেতা-কর্মী নাশকতার জন্য গোপন বৈঠক করছেন। এরপর সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে লিংকন, আওলাদ, সেন্টু ও গোলাম মোস্তফাকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে ককটেল বোমার মতো দেখতে টেপ জড়ানো ৪টি বস্তু, লম্বা বাশের লাঠি, লোহার রড, ও বিভিন্ন সাইজের ইটের টুকরা জব্দ করে পুলিশ।
এ নিয়ে জানতে চাইলে মিরপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রহমত আলী রব্বান বলেন, ‘১০ ডিসেম্বরের সমাবেশে যেন নেতা-কর্মীরা অংশ নিতে না পারেন এবং সরকার পতন আন্দোলনকে বাধাগ্রস্থ করতে পুলিশ সরকারেরই এজেন্ডা বাস্তবায়ন করছে।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, ‘আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ। এই সমাবেশকে কেন্দ্র করে বিএনপি নেতা-কর্মীদের হয়রানি করছে পুলিশ। বিএনপি নেতারা যখন মাঠে নামছে, তখনই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে সরকার। আমাদের নেতাকর্মীরা কোনো ধরনের অপরাধ করেনি।'
এ নিয়ে জানতে চাইলে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ হাসান বলেন, ‘আটক ব্যক্তিরা সবাই জামায়াত এবং বিএনপির নেতা-কর্মী। তাঁরা গভীর রাতে নাশকতার পরিকল্পনা করছিল। দায়ের করা মামলায় অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

কুষ্টিয়ার মিরপুরে বিএনপি ও জামায়াতের ২৯ নেতা-কর্মীর নামে নাশকতার মামলা করেছে পুলিশ। আজ বুধবার সকালে এই মামলা করেন মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) শেখ আবু সাইদ। এই মামলায় আজ বিকেলে ৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলায় মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হক, সাধারন সম্পাদক রহমত আলী রব্বান, উপজেলা জামায়াতের আমির আব্দুল গফুর, জেলা ছাত্রদলের সদস্যসচিব খন্দার নিশাত ও তাঁর পিতা বিএনপি নেতা টিপু সুলতানসহ ১৪ নামের উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৪ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন, কুষ্টিয়ার মিরপুর থানার কচুয়াদহ গ্রামের আহসান হাবিব লিংকন (২৯), আওলাদ হোসেন (৪২), কৃষ্ণপুর গ্রামের আমিরুল ইসলাম সেন্টু (৫২), চারুলিয়া গ্রামের গোলাম মোস্তফা (৫০)।
মামলার এজারে উল্লেখ করা হয়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে পুলিশের কাছে খবর আসে ফুলবাড়ীয়া ইউনিয়নের গেটপাড়া স্কুলের বারান্দায় ৩০ থেকে ৩৫ জন জামায়াত ও বিএনপির নেতা-কর্মী নাশকতার জন্য গোপন বৈঠক করছেন। এরপর সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে লিংকন, আওলাদ, সেন্টু ও গোলাম মোস্তফাকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে ককটেল বোমার মতো দেখতে টেপ জড়ানো ৪টি বস্তু, লম্বা বাশের লাঠি, লোহার রড, ও বিভিন্ন সাইজের ইটের টুকরা জব্দ করে পুলিশ।
এ নিয়ে জানতে চাইলে মিরপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রহমত আলী রব্বান বলেন, ‘১০ ডিসেম্বরের সমাবেশে যেন নেতা-কর্মীরা অংশ নিতে না পারেন এবং সরকার পতন আন্দোলনকে বাধাগ্রস্থ করতে পুলিশ সরকারেরই এজেন্ডা বাস্তবায়ন করছে।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, ‘আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ। এই সমাবেশকে কেন্দ্র করে বিএনপি নেতা-কর্মীদের হয়রানি করছে পুলিশ। বিএনপি নেতারা যখন মাঠে নামছে, তখনই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে সরকার। আমাদের নেতাকর্মীরা কোনো ধরনের অপরাধ করেনি।'
এ নিয়ে জানতে চাইলে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ হাসান বলেন, ‘আটক ব্যক্তিরা সবাই জামায়াত এবং বিএনপির নেতা-কর্মী। তাঁরা গভীর রাতে নাশকতার পরিকল্পনা করছিল। দায়ের করা মামলায় অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৭ ঘণ্টা আগে