চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

‘অল্পের জন্যে মুই বাচি গেইছং, কতবার কনু গাচ কাটবের, শুনিলনে ওমরা। সেই গাচ মোর ঘরটা ভাঙ্গি দিলে, অল্পের জন্য জীবনটা বাচিল মোর’, কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন জয়গুন বেওয়া। চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল নৃশিংভাজ এলাকার বাসিন্দা জয়গুন বেওয়া (৮০)।
ভিক্ষাবৃত্তি করে দিন চলে স্বামীহারা বৃদ্ধা জয়গুনের। নিজের জায়গাজমি না থাকায় ওই এলাকার আবুল বাশারতের বাড়িতে আশ্রয় নেন। আবুল বাশারত নিজ খরচে জয়গুনের জন্য একটি ঘর নির্মাণ করে দিয়েছেন। গতকাল বুধবার রাতের কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে জয়গুন বেওয়ার সেই একমাত্র আশ্রয়।
জয়গুনের অভিযোগ, তাঁর পাশের বাড়ির শিমুল গাছের কারণেই ঘরটি ভেঙে গেছে। এমন অভিযোগ করে চিলমারী মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন আবুল বাশারত।
প্রতিবেশী মমতাজ বেগমের বাড়ির একটি শিমুল গাছের কারণে এত বড় ক্ষতি হলো বৃদ্ধার। দীর্ঘদিন থেকে গাছটি কাটতে বলে আসছিলেন জয়গুন। শিমুল গাছটির শিকরে জয়গুনের ঘর জড়িয়ে গিয়েছিল। গতকাল বুধবার রাতে ঝড়ে শিমুল গাছটির ডাল জয়গুনের ঘরে পড়ে। এতে ঘরটি গুঁড়িয়ে যায়। প্রাণে রক্ষা পেয়ে জয়গুন এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন।
এ বিষয়ে বাড়ির মালিক আবুল বাশারত বলেন, ‘আমি বৃদ্ধাকে ঠাঁই দিয়েছি। ঝড়ে তার ঘরটি ভেঙে গেছে। তার ঘরের পাশে একটি শিমুল গাছ ছিল। সেই গাছটি ঘরের ওপর পড়েছে। আমি এর আগে শিমুল গাছটি কাটতে মালিককে অনেকবার বলেছি, তিনি আমার কথা তোয়াক্কা করেন না। এ নিয়ে এলাকায় কয়েকবার মিটিং সালিস করা হয়। কিন্তু তাতেও কোনো সমাধান হয়নি। বাধ্য হয়ে আমি চিলমারী মডেল থানায় একটি অভিযোগ দিয়েছি।’
গাছের মালিক মমতাজ বেগমে ছেলে মাজহারুল ইসলাম মিলন বলেন, জায়গার সমস্যার কারণে শিমুল গাছটি কাটা হয়নি।
এ বিষয়ে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম (মঞ্জু) বলেন, ‘মমতাজ বেগমের পরিবারকে গাছটি কাটতে বলেছিলাম। কিন্তু কেন যে সে গাছটি কাটেনি তা আমি জানি না।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে চিলমারী মডেল থানার ওসি আতিকুর রহমান বলেন, ‘আমি অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

‘অল্পের জন্যে মুই বাচি গেইছং, কতবার কনু গাচ কাটবের, শুনিলনে ওমরা। সেই গাচ মোর ঘরটা ভাঙ্গি দিলে, অল্পের জন্য জীবনটা বাচিল মোর’, কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন জয়গুন বেওয়া। চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল নৃশিংভাজ এলাকার বাসিন্দা জয়গুন বেওয়া (৮০)।
ভিক্ষাবৃত্তি করে দিন চলে স্বামীহারা বৃদ্ধা জয়গুনের। নিজের জায়গাজমি না থাকায় ওই এলাকার আবুল বাশারতের বাড়িতে আশ্রয় নেন। আবুল বাশারত নিজ খরচে জয়গুনের জন্য একটি ঘর নির্মাণ করে দিয়েছেন। গতকাল বুধবার রাতের কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে জয়গুন বেওয়ার সেই একমাত্র আশ্রয়।
জয়গুনের অভিযোগ, তাঁর পাশের বাড়ির শিমুল গাছের কারণেই ঘরটি ভেঙে গেছে। এমন অভিযোগ করে চিলমারী মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন আবুল বাশারত।
প্রতিবেশী মমতাজ বেগমের বাড়ির একটি শিমুল গাছের কারণে এত বড় ক্ষতি হলো বৃদ্ধার। দীর্ঘদিন থেকে গাছটি কাটতে বলে আসছিলেন জয়গুন। শিমুল গাছটির শিকরে জয়গুনের ঘর জড়িয়ে গিয়েছিল। গতকাল বুধবার রাতে ঝড়ে শিমুল গাছটির ডাল জয়গুনের ঘরে পড়ে। এতে ঘরটি গুঁড়িয়ে যায়। প্রাণে রক্ষা পেয়ে জয়গুন এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন।
এ বিষয়ে বাড়ির মালিক আবুল বাশারত বলেন, ‘আমি বৃদ্ধাকে ঠাঁই দিয়েছি। ঝড়ে তার ঘরটি ভেঙে গেছে। তার ঘরের পাশে একটি শিমুল গাছ ছিল। সেই গাছটি ঘরের ওপর পড়েছে। আমি এর আগে শিমুল গাছটি কাটতে মালিককে অনেকবার বলেছি, তিনি আমার কথা তোয়াক্কা করেন না। এ নিয়ে এলাকায় কয়েকবার মিটিং সালিস করা হয়। কিন্তু তাতেও কোনো সমাধান হয়নি। বাধ্য হয়ে আমি চিলমারী মডেল থানায় একটি অভিযোগ দিয়েছি।’
গাছের মালিক মমতাজ বেগমে ছেলে মাজহারুল ইসলাম মিলন বলেন, জায়গার সমস্যার কারণে শিমুল গাছটি কাটা হয়নি।
এ বিষয়ে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম (মঞ্জু) বলেন, ‘মমতাজ বেগমের পরিবারকে গাছটি কাটতে বলেছিলাম। কিন্তু কেন যে সে গাছটি কাটেনি তা আমি জানি না।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে চিলমারী মডেল থানার ওসি আতিকুর রহমান বলেন, ‘আমি অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
১৬ মিনিট আগে
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রতিবছর সুন্দরবনে অনেক বন্য প্রাণী মারা যায়। এসব প্রাকৃতিক দুর্যোগে বন্য প্রাণীদের নিরাপদে রাখতে বানানো হয়েছে সাতটি টাইগার টিলা (উঁচু কিল্লা)। বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব বানানো হয়েছে। এ ছাড়া টিলার পাশে বন্য প্রাণীদের সুপেয় পানি সরবরাহে খনন করা হয়েছে মিষ্টি পানির পুকুর।
২০ মিনিট আগে
দীর্ঘ ২৮ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০ জানুয়ারিতে হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে যেন শঙ্কা কাটছে না। নির্বাচনে দুবার তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত করা শেষে এখন ভোট গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
২৩ মিনিট আগে
সেন্ট মার্টিনের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় গত বছর থেকে সরকার পর্যটক নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়। পর্যটক সীমিত করার পাশাপাশি দ্বীপে নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য বহন রোধ করাসহ ভ্রমণে ১২টি নির্দেশনা বা শর্ত আরোপ করে।
২৬ মিনিট আগে