কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি কাপড়ের দোকানের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠল ‘হাসিনাকে আবার দেশে দেখতে চাই’ লেখা। এতে অপ্রস্তুত হয়ে পড়েন দোকানের কর্মচারীরা। ভেসে ওঠা লেখার পরিবর্তন করতে না পেরে বোর্ডটি নামিয়ে ফেলেন তাঁরা। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বোর্ডটি নিয়ে যায়।
ঘটনাটি ঘটে গতকাল শনিবার পৌর শহরের আজিজ সুপার মার্কেটের বিএম গার্মেন্টস অ্যান্ড ফ্যাশন নামক একটি দোকানের ডিজিটাল সাইনবোর্ডে।
দোকানমালিকের দাবি, বোর্ডে নিয়মিত লেখা ভেসে উঠত বিএম গার্মেন্টস অ্যান্ড ফ্যাশন। মোবাইল ফোন অ্যাপস নিয়ন্ত্রিত ডিজিটাল সাইনবোর্ডটির পাসওয়ার্ড হ্যাক করে কোনো চক্র নিয়ন্ত্রণে নিয়ে এমন লেখা দিয়ে থাকতে পারে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দোকানের সামনে একটি খুঁটির সঙ্গে লাগানো বোর্ডে হঠাৎ করে ভেসে উঠতে থাকে ‘হাসিনাকে আবার দেশে দেখতে চাই’। চার ধাপে লেখাটি একের পর এক ভেসে উঠতে থাকে।
পরে বিএম গার্মেন্টস অ্যান্ড ফ্যাশনের কর্মীরা বিষয়টি দেখতে পেয়ে লেখা পরিবর্তনের চেষ্টা করেন। কিন্তু তাতে ব্যর্থ হয়ে বিদ্যুৎ-সংযোগ কেটে দিয়ে বোর্ডের লেখা প্রদর্শন বন্ধ করেন। এরপর বোর্ডটি খুঁটি থেকে নামিয়ে ফেলেন।
দোকানমালিক শহিদুল ইসলাম বলেন, ‘এক বছর আগে বোর্ডটি ঢাকা থেকে প্রস্তুত করে আনি। বোর্ডটিতে দোকানের নাম বিএম গার্মেন্টস অ্যান্ড ফ্যাশন প্রদর্শন হয়ে আসছিল। প্রতিদিন সন্ধ্যার পর এটি চালু করা হতো। এটিতে লেখা পরিবর্তন বা নিয়ন্ত্রণ মোবাইল অ্যাপসের মাধ্যমে হয়ে থাকে। হঠাৎ শনিবার সন্ধ্যায় আগের লেখা পরিবর্তন হয়ে এ রকম লেখা ভাসতে থাকে। কোনো চক্র হয়তো অ্যাপসের পাসওয়ার্ড হ্যাক করে এ রকম লেখা লিখে দিয়েছে। বিষয়টি বোঝামাত্র বোর্ড খুলে লেখা প্রদর্শন বন্ধ করা হয়।’
দোকানমালিক আরও বলেন, ‘আমি ঢাকায় অবস্থান করছিলাম। পরে দোকানের কর্মচারীকে ব্যানারটি নামিয়ে ফেলতে বলি। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। আমিও একটি সাধারণ ডায়েরি করব। যারা এ কাজ করেছে, তাদের আইনের আওতায় আনা প্রয়োজন।’
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডিজিটাল বোর্ডটি থানায় আনা হয়েছে। দোকানের মালিককে থানায় ডাকা হয়েছে। কে বা কারা এই কাজ করেছে, তাদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।’

কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি কাপড়ের দোকানের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠল ‘হাসিনাকে আবার দেশে দেখতে চাই’ লেখা। এতে অপ্রস্তুত হয়ে পড়েন দোকানের কর্মচারীরা। ভেসে ওঠা লেখার পরিবর্তন করতে না পেরে বোর্ডটি নামিয়ে ফেলেন তাঁরা। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বোর্ডটি নিয়ে যায়।
ঘটনাটি ঘটে গতকাল শনিবার পৌর শহরের আজিজ সুপার মার্কেটের বিএম গার্মেন্টস অ্যান্ড ফ্যাশন নামক একটি দোকানের ডিজিটাল সাইনবোর্ডে।
দোকানমালিকের দাবি, বোর্ডে নিয়মিত লেখা ভেসে উঠত বিএম গার্মেন্টস অ্যান্ড ফ্যাশন। মোবাইল ফোন অ্যাপস নিয়ন্ত্রিত ডিজিটাল সাইনবোর্ডটির পাসওয়ার্ড হ্যাক করে কোনো চক্র নিয়ন্ত্রণে নিয়ে এমন লেখা দিয়ে থাকতে পারে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দোকানের সামনে একটি খুঁটির সঙ্গে লাগানো বোর্ডে হঠাৎ করে ভেসে উঠতে থাকে ‘হাসিনাকে আবার দেশে দেখতে চাই’। চার ধাপে লেখাটি একের পর এক ভেসে উঠতে থাকে।
পরে বিএম গার্মেন্টস অ্যান্ড ফ্যাশনের কর্মীরা বিষয়টি দেখতে পেয়ে লেখা পরিবর্তনের চেষ্টা করেন। কিন্তু তাতে ব্যর্থ হয়ে বিদ্যুৎ-সংযোগ কেটে দিয়ে বোর্ডের লেখা প্রদর্শন বন্ধ করেন। এরপর বোর্ডটি খুঁটি থেকে নামিয়ে ফেলেন।
দোকানমালিক শহিদুল ইসলাম বলেন, ‘এক বছর আগে বোর্ডটি ঢাকা থেকে প্রস্তুত করে আনি। বোর্ডটিতে দোকানের নাম বিএম গার্মেন্টস অ্যান্ড ফ্যাশন প্রদর্শন হয়ে আসছিল। প্রতিদিন সন্ধ্যার পর এটি চালু করা হতো। এটিতে লেখা পরিবর্তন বা নিয়ন্ত্রণ মোবাইল অ্যাপসের মাধ্যমে হয়ে থাকে। হঠাৎ শনিবার সন্ধ্যায় আগের লেখা পরিবর্তন হয়ে এ রকম লেখা ভাসতে থাকে। কোনো চক্র হয়তো অ্যাপসের পাসওয়ার্ড হ্যাক করে এ রকম লেখা লিখে দিয়েছে। বিষয়টি বোঝামাত্র বোর্ড খুলে লেখা প্রদর্শন বন্ধ করা হয়।’
দোকানমালিক আরও বলেন, ‘আমি ঢাকায় অবস্থান করছিলাম। পরে দোকানের কর্মচারীকে ব্যানারটি নামিয়ে ফেলতে বলি। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। আমিও একটি সাধারণ ডায়েরি করব। যারা এ কাজ করেছে, তাদের আইনের আওতায় আনা প্রয়োজন।’
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডিজিটাল বোর্ডটি থানায় আনা হয়েছে। দোকানের মালিককে থানায় ডাকা হয়েছে। কে বা কারা এই কাজ করেছে, তাদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।’

পাবনার সুজানগরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। পরে দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।
১ ঘণ্টা আগে
সিআইডির প্রধান জানান, পাচার চক্রটি দেশের বিভিন্ন এলাকার ভুক্তভোগী ব্যক্তিদের কাছ থেকে জনপ্রতি প্রায় ১৪ লাখ টাকা নিয়ে বৈধভাবে ইতালি পাঠানোর আশ্বাস দেয়। পরে তাঁদেরকে অবৈধভাবে লিবিয়া পাঠানো হয়। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ডিঙি নৌকায় তোলা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানী থেকে টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের পাঁচ চীনা নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বসুন্ধরা ও উত্তরা পশ্চিম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
২ ঘণ্টা আগে