কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে একটি পুকুর থেকে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. বাদল রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ৭টায় জেলা শহরের কানিকাটা রেললাইনের পাশে ব্যাপারীবাড়ির পুকুরে তাঁর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হয়।
বাদল রহমান জেলা শহরের খড়মপট্টি এলাকার মোখলেছুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাঊদ।
পুলিশ ও স্থানীয়রা বলছে, গতকাল শনিবার রাতে বাদল রহমান বাসা থেকে বের হন। পরে আর বাসায় ফেরেননি। রোববার সকালে কানিকাটা এলাকার ব্যাপারীবাড়ির পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয়রাসহ মরদেহ বাদল রহমানের হিসেবে শনাক্ত করে। তখন তাঁর পরিবারে খবর দেওয়া হয়।
বাদল রহমানের ছেলে নাবিল আজকের পত্রিকাকে বলেন, ‘কাল (শনিবার) রাত ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে বাবা আমাকে ফোন দেন। বাবা আমাকে বলেন, ভালোভাবে পড়াশোনা করিস। ভালোভাবে চলাফেরা করিস।’
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল আজকের পত্রিকাকে বলেন, ‘বাদল রহমান আমাদের সংগঠনের একজন সক্রিয় নেতা। সকালে তাঁর মৃত্যুর খবর শুনতে পাই। ঘটনাস্থলে গিয়েছিলাম। আমি তাঁর রহস্যজনক এই মৃত্যুর কারণ জানতে চাই। এ বিষয়ে অধিকতর তদন্তের জন্য পুলিশকে অনুরোধ করব।’
কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁর (বাদল রহমান) শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

কিশোরগঞ্জে একটি পুকুর থেকে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. বাদল রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ৭টায় জেলা শহরের কানিকাটা রেললাইনের পাশে ব্যাপারীবাড়ির পুকুরে তাঁর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হয়।
বাদল রহমান জেলা শহরের খড়মপট্টি এলাকার মোখলেছুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাঊদ।
পুলিশ ও স্থানীয়রা বলছে, গতকাল শনিবার রাতে বাদল রহমান বাসা থেকে বের হন। পরে আর বাসায় ফেরেননি। রোববার সকালে কানিকাটা এলাকার ব্যাপারীবাড়ির পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয়রাসহ মরদেহ বাদল রহমানের হিসেবে শনাক্ত করে। তখন তাঁর পরিবারে খবর দেওয়া হয়।
বাদল রহমানের ছেলে নাবিল আজকের পত্রিকাকে বলেন, ‘কাল (শনিবার) রাত ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে বাবা আমাকে ফোন দেন। বাবা আমাকে বলেন, ভালোভাবে পড়াশোনা করিস। ভালোভাবে চলাফেরা করিস।’
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল আজকের পত্রিকাকে বলেন, ‘বাদল রহমান আমাদের সংগঠনের একজন সক্রিয় নেতা। সকালে তাঁর মৃত্যুর খবর শুনতে পাই। ঘটনাস্থলে গিয়েছিলাম। আমি তাঁর রহস্যজনক এই মৃত্যুর কারণ জানতে চাই। এ বিষয়ে অধিকতর তদন্তের জন্য পুলিশকে অনুরোধ করব।’
কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁর (বাদল রহমান) শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৫ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৬ ঘণ্টা আগে
সুনামগঞ্জের হাওরগুলোতে গেল বর্ষায় প্রচণ্ড পানিস্বল্পতা ছিল। পানি কম থাকায় অক্ষত রয়েছে অধিকাংশ ফসল রক্ষা বাঁধ। বিগত সময়ের তুলনায় ক্লোজারও (বড় ভাঙন) কমেছে সম্ভাব্য বাঁধগুলোতে। কিন্তু যেনতেন প্রাক্কলন, মনগড়া জরিপের মাধ্যমে বাড়ানো হয়েছে বরাদ্দ। হাওর সচেতন মানুষের অভিযোগ, বরাদ্দ বাড়িয়ে সরকারি অর্থ লুটপাট
৬ ঘণ্টা আগে