নিজস্ব প্রতিবেদক ও ঢামেক প্রতিবেদক

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় আহত দুই শিশুসহ একই পরিবারের চারজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে। তারা জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে এক শিশুর অবস্থা সংকটাপন্ন।
আজ সোমবার রাত সাড়ে ৭টার দিকে একটি অ্যাম্বুলেন্সে করে তাদের ঢাকা মেডিকেলে আনা হয়। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ আলাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘দুই শিশুসহ চারজন জরুরি বিভাগের চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে এক শিশুর অবস্থা সংকটাপন্ন। তার নাক দিয়ে রক্ত ঝরছে।’
জানা গেছে, জীবন মিয়া (৪০) ও খাদিজা আক্তার (৩৫) দম্পতির বাড়ি কিশোরগঞ্জের সদর উপজেলায়। খাদিজা নারায়ণগঞ্জের ভুলতা গাউসিয়ার একটি গার্মেন্টসে চাকরি করে। আর জীবন মিয়া গ্রামে কৃষি কাজ করে। তিন সন্তানসহ তারা ট্রেনে করে নারায়ণগঞ্জে ফিরছিলেন। ট্রেন দুর্ঘটনায় পরিবারের পাঁচ সদস্যের মধ্যে চারজন আহত হয়েছেন। জীবন হাতে ব্যথা পেয়েছে, খাদিজা পায়ে ব্যথা পেয়েছে। তাদের মেয়ে তন্নিমার (১৫) কপাল কেটে গেছে। ছেলে সোয়াদের (৮) গাল কেটে গেছে, তার অবস্থা সংকটাপন্ন। আরেক সন্তান জীহাদ (১০) সুস্থ রয়েছে।
সোমবার বেলা ৩টা ৪৫ মিনিটের দিকে কিশোরগঞ্জের ভৈরবে এগারোসিন্দুর ট্রেনের সঙ্গে কনটেইনারবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ৫০ জনের বেশি মানুষ।
রেলওয়ে সূত্র জানিয়েছে, ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি কনটেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। এর আগমুহূর্তে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের দু-তিনটি বগিতে কনটেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। এতে এগারসিন্দুর ট্রেনের শেষের দু-তিনটি বগি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
আরও পড়ুন:

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় আহত দুই শিশুসহ একই পরিবারের চারজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে। তারা জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে এক শিশুর অবস্থা সংকটাপন্ন।
আজ সোমবার রাত সাড়ে ৭টার দিকে একটি অ্যাম্বুলেন্সে করে তাদের ঢাকা মেডিকেলে আনা হয়। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ আলাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘দুই শিশুসহ চারজন জরুরি বিভাগের চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে এক শিশুর অবস্থা সংকটাপন্ন। তার নাক দিয়ে রক্ত ঝরছে।’
জানা গেছে, জীবন মিয়া (৪০) ও খাদিজা আক্তার (৩৫) দম্পতির বাড়ি কিশোরগঞ্জের সদর উপজেলায়। খাদিজা নারায়ণগঞ্জের ভুলতা গাউসিয়ার একটি গার্মেন্টসে চাকরি করে। আর জীবন মিয়া গ্রামে কৃষি কাজ করে। তিন সন্তানসহ তারা ট্রেনে করে নারায়ণগঞ্জে ফিরছিলেন। ট্রেন দুর্ঘটনায় পরিবারের পাঁচ সদস্যের মধ্যে চারজন আহত হয়েছেন। জীবন হাতে ব্যথা পেয়েছে, খাদিজা পায়ে ব্যথা পেয়েছে। তাদের মেয়ে তন্নিমার (১৫) কপাল কেটে গেছে। ছেলে সোয়াদের (৮) গাল কেটে গেছে, তার অবস্থা সংকটাপন্ন। আরেক সন্তান জীহাদ (১০) সুস্থ রয়েছে।
সোমবার বেলা ৩টা ৪৫ মিনিটের দিকে কিশোরগঞ্জের ভৈরবে এগারোসিন্দুর ট্রেনের সঙ্গে কনটেইনারবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ৫০ জনের বেশি মানুষ।
রেলওয়ে সূত্র জানিয়েছে, ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি কনটেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। এর আগমুহূর্তে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের দু-তিনটি বগিতে কনটেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। এতে এগারসিন্দুর ট্রেনের শেষের দু-তিনটি বগি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
আরও পড়ুন:

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে