নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর ব্যবহার করে অনলাইনে ট্রেনের টিকিট কিনে গচ্ছিত রাখত একটি চক্র। এরপর টিকিট বিক্রির জন্য খোলা ফেসবুক পেজে প্রচারণা চালিয়ে সেগুলো বিভিন্ন যাত্রীর কাছে বিক্রি করত বেশি দামে। বিভিন্ন ট্রেনের ১১৫টি টিকিটসহ এই চক্রের তিন সদস্যকে আটকের পর এ তথ্য জানিয়েছে ঢাকা রেলওয়ে পুলিশ।
গতকাল শনিবার রাত ১০টার দিকে কিশোরগঞ্জ জেলার সরারচর রেলস্টেশনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে রেলওয়ে-পুলিশ। তাঁদের বিরুদ্ধে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়েছে।
আটককৃতরা হলেন— জেলার বাজিতপুর উপজেলার দক্ষিণ সরারচর এলাকার আব্দুল মোতালিবের ছেলে মো. বাপ্পি মিয়া (১৯), দিলু মিয়ার ছেলে মো. ইব্রাহিম মিয়া (২২) এবং বাল্লা সরারচর এলাকার মো. জামালের ছেলে প্রমাণ (২৩)।
আটকের সময় তাঁদের কাছ থেকে বিভিন্ন ট্রেনের ১১৫টি আসনের ৪২টি টিকিট, দুটি মনিটর, দুটি সিপিইউ, দুটি প্রিন্টার, দুটি কি–বোর্ড ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আটককৃতদের বরাতে রেলওয়ে পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা টিকিট কালোবাজারির কথা স্বীকার করেছেন। তাঁরা বিভিন্ন ব্যক্তির এনআইডি ও মোবাইল নম্বর ব্যবহার করে রেলসেবা অ্যাপসে অসংখ্য আইডি খুলে অনলাইনের মাধ্যমে টিকিটগুলো সংগ্রহ করতেন।
তাঁরা তাঁদের তৈরি করা ফেসবুক পেজে বিভিন্ন তারিখের, বিভিন্ন গন্তব্যের টিকিটের বিজ্ঞাপন দিতেন। ফলে ওই পেজ ও গ্রুপের ফলোয়াররা তারিখ উল্লেখ করে টিকিটের জন্য মেসেজ পাঠাতেন। পরে গ্রুপ ও পেজের অ্যাডমিন বাপ্পি মিয়া (আটক) মেসেঞ্জারে ক্রেতার সঙ্গে যোগাযোগ করে বেশি দামে টিকিট বিক্রি করতেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ক্রেতার কাছে ছবি সরবরাহ করতেন।
এ বিষয়ে ঢাকা রেলওয়ে জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে জানান, ঢাকা জেলার যেকোনো স্টেশনে অপরাধ দমনে সব সময়ই নজরদারি করা হয়। এরই অংশ হিসেবে তিনজন টিকিট কালোবাজারিকে আটক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর ব্যবহার করে অনলাইনে ট্রেনের টিকিট কিনে গচ্ছিত রাখত একটি চক্র। এরপর টিকিট বিক্রির জন্য খোলা ফেসবুক পেজে প্রচারণা চালিয়ে সেগুলো বিভিন্ন যাত্রীর কাছে বিক্রি করত বেশি দামে। বিভিন্ন ট্রেনের ১১৫টি টিকিটসহ এই চক্রের তিন সদস্যকে আটকের পর এ তথ্য জানিয়েছে ঢাকা রেলওয়ে পুলিশ।
গতকাল শনিবার রাত ১০টার দিকে কিশোরগঞ্জ জেলার সরারচর রেলস্টেশনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে রেলওয়ে-পুলিশ। তাঁদের বিরুদ্ধে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়েছে।
আটককৃতরা হলেন— জেলার বাজিতপুর উপজেলার দক্ষিণ সরারচর এলাকার আব্দুল মোতালিবের ছেলে মো. বাপ্পি মিয়া (১৯), দিলু মিয়ার ছেলে মো. ইব্রাহিম মিয়া (২২) এবং বাল্লা সরারচর এলাকার মো. জামালের ছেলে প্রমাণ (২৩)।
আটকের সময় তাঁদের কাছ থেকে বিভিন্ন ট্রেনের ১১৫টি আসনের ৪২টি টিকিট, দুটি মনিটর, দুটি সিপিইউ, দুটি প্রিন্টার, দুটি কি–বোর্ড ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আটককৃতদের বরাতে রেলওয়ে পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা টিকিট কালোবাজারির কথা স্বীকার করেছেন। তাঁরা বিভিন্ন ব্যক্তির এনআইডি ও মোবাইল নম্বর ব্যবহার করে রেলসেবা অ্যাপসে অসংখ্য আইডি খুলে অনলাইনের মাধ্যমে টিকিটগুলো সংগ্রহ করতেন।
তাঁরা তাঁদের তৈরি করা ফেসবুক পেজে বিভিন্ন তারিখের, বিভিন্ন গন্তব্যের টিকিটের বিজ্ঞাপন দিতেন। ফলে ওই পেজ ও গ্রুপের ফলোয়াররা তারিখ উল্লেখ করে টিকিটের জন্য মেসেজ পাঠাতেন। পরে গ্রুপ ও পেজের অ্যাডমিন বাপ্পি মিয়া (আটক) মেসেঞ্জারে ক্রেতার সঙ্গে যোগাযোগ করে বেশি দামে টিকিট বিক্রি করতেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ক্রেতার কাছে ছবি সরবরাহ করতেন।
এ বিষয়ে ঢাকা রেলওয়ে জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে জানান, ঢাকা জেলার যেকোনো স্টেশনে অপরাধ দমনে সব সময়ই নজরদারি করা হয়। এরই অংশ হিসেবে তিনজন টিকিট কালোবাজারিকে আটক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী রেলস্টেশনের আউটার দেউলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
অন্তর্বর্তী সরকার প্রণীত ২০২৬—২০৫০ সালের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনার খসড়াকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
৯ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১ সালের ইতিহাস মুছে ফেলা হবে কিংবা ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হবে—এমন প্রচারণার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোটসংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।
১০ মিনিট আগে
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে সড়কে গাছ ফেলে একটি ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে ভবানীপুর এলাকার তেঁতুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে