নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর ব্যবহার করে অনলাইনে ট্রেনের টিকিট কিনে গচ্ছিত রাখত একটি চক্র। এরপর টিকিট বিক্রির জন্য খোলা ফেসবুক পেজে প্রচারণা চালিয়ে সেগুলো বিভিন্ন যাত্রীর কাছে বিক্রি করত বেশি দামে। বিভিন্ন ট্রেনের ১১৫টি টিকিটসহ এই চক্রের তিন সদস্যকে আটকের পর এ তথ্য জানিয়েছে ঢাকা রেলওয়ে পুলিশ।
গতকাল শনিবার রাত ১০টার দিকে কিশোরগঞ্জ জেলার সরারচর রেলস্টেশনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে রেলওয়ে-পুলিশ। তাঁদের বিরুদ্ধে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়েছে।
আটককৃতরা হলেন— জেলার বাজিতপুর উপজেলার দক্ষিণ সরারচর এলাকার আব্দুল মোতালিবের ছেলে মো. বাপ্পি মিয়া (১৯), দিলু মিয়ার ছেলে মো. ইব্রাহিম মিয়া (২২) এবং বাল্লা সরারচর এলাকার মো. জামালের ছেলে প্রমাণ (২৩)।
আটকের সময় তাঁদের কাছ থেকে বিভিন্ন ট্রেনের ১১৫টি আসনের ৪২টি টিকিট, দুটি মনিটর, দুটি সিপিইউ, দুটি প্রিন্টার, দুটি কি–বোর্ড ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আটককৃতদের বরাতে রেলওয়ে পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা টিকিট কালোবাজারির কথা স্বীকার করেছেন। তাঁরা বিভিন্ন ব্যক্তির এনআইডি ও মোবাইল নম্বর ব্যবহার করে রেলসেবা অ্যাপসে অসংখ্য আইডি খুলে অনলাইনের মাধ্যমে টিকিটগুলো সংগ্রহ করতেন।
তাঁরা তাঁদের তৈরি করা ফেসবুক পেজে বিভিন্ন তারিখের, বিভিন্ন গন্তব্যের টিকিটের বিজ্ঞাপন দিতেন। ফলে ওই পেজ ও গ্রুপের ফলোয়াররা তারিখ উল্লেখ করে টিকিটের জন্য মেসেজ পাঠাতেন। পরে গ্রুপ ও পেজের অ্যাডমিন বাপ্পি মিয়া (আটক) মেসেঞ্জারে ক্রেতার সঙ্গে যোগাযোগ করে বেশি দামে টিকিট বিক্রি করতেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ক্রেতার কাছে ছবি সরবরাহ করতেন।
এ বিষয়ে ঢাকা রেলওয়ে জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে জানান, ঢাকা জেলার যেকোনো স্টেশনে অপরাধ দমনে সব সময়ই নজরদারি করা হয়। এরই অংশ হিসেবে তিনজন টিকিট কালোবাজারিকে আটক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর ব্যবহার করে অনলাইনে ট্রেনের টিকিট কিনে গচ্ছিত রাখত একটি চক্র। এরপর টিকিট বিক্রির জন্য খোলা ফেসবুক পেজে প্রচারণা চালিয়ে সেগুলো বিভিন্ন যাত্রীর কাছে বিক্রি করত বেশি দামে। বিভিন্ন ট্রেনের ১১৫টি টিকিটসহ এই চক্রের তিন সদস্যকে আটকের পর এ তথ্য জানিয়েছে ঢাকা রেলওয়ে পুলিশ।
গতকাল শনিবার রাত ১০টার দিকে কিশোরগঞ্জ জেলার সরারচর রেলস্টেশনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে রেলওয়ে-পুলিশ। তাঁদের বিরুদ্ধে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়েছে।
আটককৃতরা হলেন— জেলার বাজিতপুর উপজেলার দক্ষিণ সরারচর এলাকার আব্দুল মোতালিবের ছেলে মো. বাপ্পি মিয়া (১৯), দিলু মিয়ার ছেলে মো. ইব্রাহিম মিয়া (২২) এবং বাল্লা সরারচর এলাকার মো. জামালের ছেলে প্রমাণ (২৩)।
আটকের সময় তাঁদের কাছ থেকে বিভিন্ন ট্রেনের ১১৫টি আসনের ৪২টি টিকিট, দুটি মনিটর, দুটি সিপিইউ, দুটি প্রিন্টার, দুটি কি–বোর্ড ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আটককৃতদের বরাতে রেলওয়ে পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা টিকিট কালোবাজারির কথা স্বীকার করেছেন। তাঁরা বিভিন্ন ব্যক্তির এনআইডি ও মোবাইল নম্বর ব্যবহার করে রেলসেবা অ্যাপসে অসংখ্য আইডি খুলে অনলাইনের মাধ্যমে টিকিটগুলো সংগ্রহ করতেন।
তাঁরা তাঁদের তৈরি করা ফেসবুক পেজে বিভিন্ন তারিখের, বিভিন্ন গন্তব্যের টিকিটের বিজ্ঞাপন দিতেন। ফলে ওই পেজ ও গ্রুপের ফলোয়াররা তারিখ উল্লেখ করে টিকিটের জন্য মেসেজ পাঠাতেন। পরে গ্রুপ ও পেজের অ্যাডমিন বাপ্পি মিয়া (আটক) মেসেঞ্জারে ক্রেতার সঙ্গে যোগাযোগ করে বেশি দামে টিকিট বিক্রি করতেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ক্রেতার কাছে ছবি সরবরাহ করতেন।
এ বিষয়ে ঢাকা রেলওয়ে জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে জানান, ঢাকা জেলার যেকোনো স্টেশনে অপরাধ দমনে সব সময়ই নজরদারি করা হয়। এরই অংশ হিসেবে তিনজন টিকিট কালোবাজারিকে আটক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
২ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
১৪ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
১৬ মিনিট আগে
গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
২৫ মিনিট আগে