কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের হাওরাঞ্চলের ধান পাকতে আরও ১৫ দিনের বেশি সময় লাগবে। শেষ সময়ে এসে আবহাওয়ার বৈরীভাবের কারণে শঙ্কায় আছেন হাওরের কৃষকেরা।
আগামী ১৭ এপ্রিল পর্যন্ত দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল সীমান্ত সংলগ্ন ভারতের আসাম এবং মেঘালয় রাজ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেখানে ভারী বৃষ্টি হলে সেই পানি ভাটিতে ধনু ও বাউলাই নদী দিয়ে সুনামগঞ্জ-নেত্রকোনা হয়ে ঢুকবে কিশোরগঞ্জের হাওরাঞ্চলে।
আবহাওয়ার এ পূর্বাভাসে নতুন করে উজানের ঢল আসার কথা শুনে কিছু কাঁচাপাকা ধান কাটছেন কিছু কৃষক।
তবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, আগাম বন্যা থেকে হাওরের ফসল রক্ষায় তাঁদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।
গত সপ্তাহে উজানের ঢলে হাওরের নদীগুলোর পানি বেড়েছিল। তবে এখন কিছুটা কমতির দিকে। উজানের ঢলে কিশোরগঞ্জের হাওরাঞ্চলের নিকলী, বাজিতপুর, ইটনা ও মিঠামইন উপজেলার নদী অববাহিকার ৩৫০ হেক্টর বোরো খেত প্লাবিত হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন কয়েকশ কৃষক।
ইটনা উপজেলার কামারকোনা হাওরের কৃষক জাকির মিয়া বলেন, ‘প্রথম ঢলে নিচু জমি তলিয়ে সেসব জমির সব ধান নষ্ট হয়ে গেছে। এখন শুনতেছি আবারও পানি আসবে। এবার পানি এসে যদি বাঁধের ওপর দিয়ে মূল হাওরে ঢুকে যায়, তাহলে আমাদের সব শেষ হয়ে যাবে। এখন একমাত্র আল্লাহই ভরসা।’
গত সপ্তাহের উজানের ঢলে কিশোরগঞ্জের হাওরাঞ্চলের ৭৩টি ফসল রক্ষা বাঁধের একটিও ভাঙেনি। আগাম বন্যা থেকে হাওরাঞ্চলের কৃষকের ফসল রক্ষায় সব প্রস্তুতি আছে। আজকের পত্রিকাকে এমনটিই জানিয়েছেন কিশোরগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমান।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ছাইফুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আগাম বন্যা থেকে ফসল বাঁচাতে ৮০ শতাংশ ধান পাকতেই কর্তন করে ফেলার জন্য আমরা কৃষকদের উৎসাহ দিচ্ছি। আর কয়েকদিন সময় পেলে ধান কৃষকের গোলায় উঠবে। সনাতন পদ্ধতির পাশাপাশি ধান কর্তনের জন্য হাওরে শতাধিক কম্বাইন্ড হারভেস্টার রয়েছে। এ মেশিনে একসঙ্গে কাটাই, ঝাড়াই, মাড়াই হয়ে বস্তাবন্দি করা যায় দ্রুত সময়ে। শ্রমিক লাগে খুবই কম।’
কৃষি বিভাগের হিসাবে, চলতি মৌসুমে কিশোরগঞ্জে ১ লাখ ৬৭ হাজার ১৯০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে শুধু হাওরাঞ্চলেই আবাদ হয়েছে ১ লাখ ৩ হাজার ৯৮৫ হেক্টর।

কিশোরগঞ্জের হাওরাঞ্চলের ধান পাকতে আরও ১৫ দিনের বেশি সময় লাগবে। শেষ সময়ে এসে আবহাওয়ার বৈরীভাবের কারণে শঙ্কায় আছেন হাওরের কৃষকেরা।
আগামী ১৭ এপ্রিল পর্যন্ত দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল সীমান্ত সংলগ্ন ভারতের আসাম এবং মেঘালয় রাজ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেখানে ভারী বৃষ্টি হলে সেই পানি ভাটিতে ধনু ও বাউলাই নদী দিয়ে সুনামগঞ্জ-নেত্রকোনা হয়ে ঢুকবে কিশোরগঞ্জের হাওরাঞ্চলে।
আবহাওয়ার এ পূর্বাভাসে নতুন করে উজানের ঢল আসার কথা শুনে কিছু কাঁচাপাকা ধান কাটছেন কিছু কৃষক।
তবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, আগাম বন্যা থেকে হাওরের ফসল রক্ষায় তাঁদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।
গত সপ্তাহে উজানের ঢলে হাওরের নদীগুলোর পানি বেড়েছিল। তবে এখন কিছুটা কমতির দিকে। উজানের ঢলে কিশোরগঞ্জের হাওরাঞ্চলের নিকলী, বাজিতপুর, ইটনা ও মিঠামইন উপজেলার নদী অববাহিকার ৩৫০ হেক্টর বোরো খেত প্লাবিত হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন কয়েকশ কৃষক।
ইটনা উপজেলার কামারকোনা হাওরের কৃষক জাকির মিয়া বলেন, ‘প্রথম ঢলে নিচু জমি তলিয়ে সেসব জমির সব ধান নষ্ট হয়ে গেছে। এখন শুনতেছি আবারও পানি আসবে। এবার পানি এসে যদি বাঁধের ওপর দিয়ে মূল হাওরে ঢুকে যায়, তাহলে আমাদের সব শেষ হয়ে যাবে। এখন একমাত্র আল্লাহই ভরসা।’
গত সপ্তাহের উজানের ঢলে কিশোরগঞ্জের হাওরাঞ্চলের ৭৩টি ফসল রক্ষা বাঁধের একটিও ভাঙেনি। আগাম বন্যা থেকে হাওরাঞ্চলের কৃষকের ফসল রক্ষায় সব প্রস্তুতি আছে। আজকের পত্রিকাকে এমনটিই জানিয়েছেন কিশোরগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমান।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ছাইফুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আগাম বন্যা থেকে ফসল বাঁচাতে ৮০ শতাংশ ধান পাকতেই কর্তন করে ফেলার জন্য আমরা কৃষকদের উৎসাহ দিচ্ছি। আর কয়েকদিন সময় পেলে ধান কৃষকের গোলায় উঠবে। সনাতন পদ্ধতির পাশাপাশি ধান কর্তনের জন্য হাওরে শতাধিক কম্বাইন্ড হারভেস্টার রয়েছে। এ মেশিনে একসঙ্গে কাটাই, ঝাড়াই, মাড়াই হয়ে বস্তাবন্দি করা যায় দ্রুত সময়ে। শ্রমিক লাগে খুবই কম।’
কৃষি বিভাগের হিসাবে, চলতি মৌসুমে কিশোরগঞ্জে ১ লাখ ৬৭ হাজার ১৯০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে শুধু হাওরাঞ্চলেই আবাদ হয়েছে ১ লাখ ৩ হাজার ৯৮৫ হেক্টর।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৬ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৬ ঘণ্টা আগে