পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

আগামী ১০ আগস্ট দেশে আসার কথা ছিল সাঁইত্রিশ বছরের ব্যক্তি মো. রুবেল মিয়ার। তিনি দেশে ফিরবেন ঠিকই তবে জীবিত নয়, লাশ হয়ে। পরিবারের জন্য কেনাকাটা শেষ করে রুমে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন মালদ্বীপ প্রবাসী রুবেল। গতকাল বুধবার সন্ধ্যায় মালদ্বীপে তিনি মারা যান।
রুবেল মিয়া কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের কাহেৎধান্দুল গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের সাইদুর রহমানের ছেলে। দীর্ঘ ৮-৯ বছর ধরে তিনি মালদ্বীপে রয়েছেন। স্ট্রোকজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবার জানায়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল মিয়া আট থেকে নয় বছর ধরে মালদ্বীপে রয়েছেন। পাঁচ-ছয় মাস আগে তিনি ছুটি কাটিয়ে মালদ্বীপ ফিরে যান। আগামী ১০ আগস্ট তাঁর ফের দেশে আসার কথা ছিল। এ কারণে পরিবারের জন্য কেনাকাটাও করেন। বুধবার সেখানকার মার্কেট থেকে কেনাকাটা শেষে নিজ কক্ষে ফেরার পর অসুস্থ হয়ে পড়েন রুবেল। স্ট্রোকজনিত কারণে মারা যান।
১০ তারিখ তার আর দেশে ফেরা হবে না রুবেলের। লাশ হয়ে কফিনে ফিরবেন। তাঁর মৃত্যুর খবরে পরিবারে চলছে মাতম।
নিহতের চাচাতো ভাই দিদার মিয়া বলেন, ‘রুবেল চার বছরের এক ছেলে সন্তান রয়েছে। আগামী ১০ আগস্ট তাঁর দেশে আসার কথা। কিন্তু জীবিত আর আসা হচ্ছে না। আসবেন মৃত হয়ে কফিনে। মালদ্বীপে থাকা তার অপর এক ভাইয়ের মাধ্যমে পরিবারের কাছে রুবেলের মৃত্যু খবর আসে। এতে পরিবারের লোকজন শোকে কাতর হয়ে বিলাপ করছেন। পুরো পরিবার ও এলাকাজুড়ে চলছে মাতম।’
চরফরাদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবদুল মান্নান বলেন, ‘প্রবাসী রুবেল মিয়ার মৃত্যুর খবর শুনেছি। শোকাহত পরিবারের খোঁজখবর নিতে তাদের বাড়ি যাচ্ছি।’

আগামী ১০ আগস্ট দেশে আসার কথা ছিল সাঁইত্রিশ বছরের ব্যক্তি মো. রুবেল মিয়ার। তিনি দেশে ফিরবেন ঠিকই তবে জীবিত নয়, লাশ হয়ে। পরিবারের জন্য কেনাকাটা শেষ করে রুমে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন মালদ্বীপ প্রবাসী রুবেল। গতকাল বুধবার সন্ধ্যায় মালদ্বীপে তিনি মারা যান।
রুবেল মিয়া কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের কাহেৎধান্দুল গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের সাইদুর রহমানের ছেলে। দীর্ঘ ৮-৯ বছর ধরে তিনি মালদ্বীপে রয়েছেন। স্ট্রোকজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবার জানায়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল মিয়া আট থেকে নয় বছর ধরে মালদ্বীপে রয়েছেন। পাঁচ-ছয় মাস আগে তিনি ছুটি কাটিয়ে মালদ্বীপ ফিরে যান। আগামী ১০ আগস্ট তাঁর ফের দেশে আসার কথা ছিল। এ কারণে পরিবারের জন্য কেনাকাটাও করেন। বুধবার সেখানকার মার্কেট থেকে কেনাকাটা শেষে নিজ কক্ষে ফেরার পর অসুস্থ হয়ে পড়েন রুবেল। স্ট্রোকজনিত কারণে মারা যান।
১০ তারিখ তার আর দেশে ফেরা হবে না রুবেলের। লাশ হয়ে কফিনে ফিরবেন। তাঁর মৃত্যুর খবরে পরিবারে চলছে মাতম।
নিহতের চাচাতো ভাই দিদার মিয়া বলেন, ‘রুবেল চার বছরের এক ছেলে সন্তান রয়েছে। আগামী ১০ আগস্ট তাঁর দেশে আসার কথা। কিন্তু জীবিত আর আসা হচ্ছে না। আসবেন মৃত হয়ে কফিনে। মালদ্বীপে থাকা তার অপর এক ভাইয়ের মাধ্যমে পরিবারের কাছে রুবেলের মৃত্যু খবর আসে। এতে পরিবারের লোকজন শোকে কাতর হয়ে বিলাপ করছেন। পুরো পরিবার ও এলাকাজুড়ে চলছে মাতম।’
চরফরাদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবদুল মান্নান বলেন, ‘প্রবাসী রুবেল মিয়ার মৃত্যুর খবর শুনেছি। শোকাহত পরিবারের খোঁজখবর নিতে তাদের বাড়ি যাচ্ছি।’

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা অনুষ্ঠিত না হওয়ায় টিকিটধারী দর্শকেরা রাজধানীর পল্লবীতে সড়ক অবরোধ করেছেন।
৩ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ডিবির দাখিল করা চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি দাখিলের পর মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই নির্দেশ দেন।
১২ মিনিট আগে
পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের আওতাধীন একটি পৌরসভা ও তিনটি উপজেলা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২১ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীরা এখনো শনাক্ত হয়নি বলে দাবি করেছে মামলার বাদীপক্ষ। তারা বলছে, ডিবি পুলিশ তদন্ত করে একটি হাস্যকর প্রতিবেদন দিয়েছে। হত্যাকাণ্ডের মূল রহস্য তদন্ত প্রতিবেদনে স্পষ্ট হয়নি। এ কারণে আরও তদন্ত প্রয়োজন।
২৭ মিনিট আগে