কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে ‘রেনডম ফরহাদ’ নামে একটি ছিনতাইকারী চক্রের মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের বড় বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন—সদর উপজেলার ব্রাহ্মণকান্দি গ্রামের মো. শাহাব উদ্দিনের ছেলে চক্রের মূল হোতা মো. ফরহাদ উদ্দিন (২৮), হোসেনপুর উপজেলার হাজীপুর গাবরগাঁও গ্রামের গোলাম সোবহানের ছেলে মারুফ আহমদ (২০) এবং সদর উপজেলার ধনাইল গ্রামের দলিল উদ্দিন লিটনের ছেলে আরিফ আহমেদ রকি (৩০)।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু, দুটি মোবাইল ফোন, একটি সিপিইউ, একটি মনিটর, মোবাইল ফোন ফ্লাশ এবং আইএমইআই নম্বর পরিবর্তনের বিভিন্ন ডিভাইস ও ক্যাবল উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
এ বিষয়ে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ আজকের পত্রিকাকে জানান, গোপন সূত্রে জানতে পারি কিশোরগঞ্জের বিভিন্ন জায়গায় মোবাইল ও টাকা পয়সা ছিনতাই করে আসছিল ‘রেনডম ফরহাদ’ নামের একটি ছিনতাইকারী চক্র। সেসব ছিনতাই করা মোবাইলের লক ফ্ল্যাশ ও আনলক করে, আইএমইআই নম্বর পরিবর্তনের মাধ্যমে বিক্রি করা হয়। আর এই কাজটি করেন জেলা শহরের পুরোনো থানা এলাকার ইসলামীয়া সুপার মার্কেটের দ্বিতীয় তলায়, শাম্মী টেলিকমের আরিফ আহমেদ রকি।
র্যাবের কোম্পানি কমান্ডার শাহরিয়ার মাহমুদ আরও জানান, তথ্যের সত্যতা নিশ্চিত করে র্যাব সদস্যরা গত বৃহস্পতিবার বেলা পৌনে ১১টা থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত জেলা শহরের বড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ‘রেনডম ফরহাদ’ ছিনতাইকারী চক্রের প্রধান মো. ফরহাদ উদ্দিনসহ তিনজনকে গ্রেপ্তার করে। চক্রটির মূল হোতা ফরহাদ উদ্দিনের বিরুদ্ধে ছিনতাই, চুরি ও মাদকসহ তিনটি মামলা রয়েছে।
র্যাব কর্মকর্তা শাহরিয়ার জানান, তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় ৩৯৪ ধারায় ছিনতাই মামলা দায়ের করা হয়েছে।

কিশোরগঞ্জে ‘রেনডম ফরহাদ’ নামে একটি ছিনতাইকারী চক্রের মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের বড় বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন—সদর উপজেলার ব্রাহ্মণকান্দি গ্রামের মো. শাহাব উদ্দিনের ছেলে চক্রের মূল হোতা মো. ফরহাদ উদ্দিন (২৮), হোসেনপুর উপজেলার হাজীপুর গাবরগাঁও গ্রামের গোলাম সোবহানের ছেলে মারুফ আহমদ (২০) এবং সদর উপজেলার ধনাইল গ্রামের দলিল উদ্দিন লিটনের ছেলে আরিফ আহমেদ রকি (৩০)।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু, দুটি মোবাইল ফোন, একটি সিপিইউ, একটি মনিটর, মোবাইল ফোন ফ্লাশ এবং আইএমইআই নম্বর পরিবর্তনের বিভিন্ন ডিভাইস ও ক্যাবল উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
এ বিষয়ে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ আজকের পত্রিকাকে জানান, গোপন সূত্রে জানতে পারি কিশোরগঞ্জের বিভিন্ন জায়গায় মোবাইল ও টাকা পয়সা ছিনতাই করে আসছিল ‘রেনডম ফরহাদ’ নামের একটি ছিনতাইকারী চক্র। সেসব ছিনতাই করা মোবাইলের লক ফ্ল্যাশ ও আনলক করে, আইএমইআই নম্বর পরিবর্তনের মাধ্যমে বিক্রি করা হয়। আর এই কাজটি করেন জেলা শহরের পুরোনো থানা এলাকার ইসলামীয়া সুপার মার্কেটের দ্বিতীয় তলায়, শাম্মী টেলিকমের আরিফ আহমেদ রকি।
র্যাবের কোম্পানি কমান্ডার শাহরিয়ার মাহমুদ আরও জানান, তথ্যের সত্যতা নিশ্চিত করে র্যাব সদস্যরা গত বৃহস্পতিবার বেলা পৌনে ১১টা থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত জেলা শহরের বড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ‘রেনডম ফরহাদ’ ছিনতাইকারী চক্রের প্রধান মো. ফরহাদ উদ্দিনসহ তিনজনকে গ্রেপ্তার করে। চক্রটির মূল হোতা ফরহাদ উদ্দিনের বিরুদ্ধে ছিনতাই, চুরি ও মাদকসহ তিনটি মামলা রয়েছে।
র্যাব কর্মকর্তা শাহরিয়ার জানান, তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় ৩৯৪ ধারায় ছিনতাই মামলা দায়ের করা হয়েছে।

টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
১১ মিনিট আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
২ ঘণ্টা আগে