কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে ‘রেনডম ফরহাদ’ নামে একটি ছিনতাইকারী চক্রের মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের বড় বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন—সদর উপজেলার ব্রাহ্মণকান্দি গ্রামের মো. শাহাব উদ্দিনের ছেলে চক্রের মূল হোতা মো. ফরহাদ উদ্দিন (২৮), হোসেনপুর উপজেলার হাজীপুর গাবরগাঁও গ্রামের গোলাম সোবহানের ছেলে মারুফ আহমদ (২০) এবং সদর উপজেলার ধনাইল গ্রামের দলিল উদ্দিন লিটনের ছেলে আরিফ আহমেদ রকি (৩০)।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু, দুটি মোবাইল ফোন, একটি সিপিইউ, একটি মনিটর, মোবাইল ফোন ফ্লাশ এবং আইএমইআই নম্বর পরিবর্তনের বিভিন্ন ডিভাইস ও ক্যাবল উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
এ বিষয়ে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ আজকের পত্রিকাকে জানান, গোপন সূত্রে জানতে পারি কিশোরগঞ্জের বিভিন্ন জায়গায় মোবাইল ও টাকা পয়সা ছিনতাই করে আসছিল ‘রেনডম ফরহাদ’ নামের একটি ছিনতাইকারী চক্র। সেসব ছিনতাই করা মোবাইলের লক ফ্ল্যাশ ও আনলক করে, আইএমইআই নম্বর পরিবর্তনের মাধ্যমে বিক্রি করা হয়। আর এই কাজটি করেন জেলা শহরের পুরোনো থানা এলাকার ইসলামীয়া সুপার মার্কেটের দ্বিতীয় তলায়, শাম্মী টেলিকমের আরিফ আহমেদ রকি।
র্যাবের কোম্পানি কমান্ডার শাহরিয়ার মাহমুদ আরও জানান, তথ্যের সত্যতা নিশ্চিত করে র্যাব সদস্যরা গত বৃহস্পতিবার বেলা পৌনে ১১টা থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত জেলা শহরের বড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ‘রেনডম ফরহাদ’ ছিনতাইকারী চক্রের প্রধান মো. ফরহাদ উদ্দিনসহ তিনজনকে গ্রেপ্তার করে। চক্রটির মূল হোতা ফরহাদ উদ্দিনের বিরুদ্ধে ছিনতাই, চুরি ও মাদকসহ তিনটি মামলা রয়েছে।
র্যাব কর্মকর্তা শাহরিয়ার জানান, তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় ৩৯৪ ধারায় ছিনতাই মামলা দায়ের করা হয়েছে।

কিশোরগঞ্জে ‘রেনডম ফরহাদ’ নামে একটি ছিনতাইকারী চক্রের মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের বড় বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন—সদর উপজেলার ব্রাহ্মণকান্দি গ্রামের মো. শাহাব উদ্দিনের ছেলে চক্রের মূল হোতা মো. ফরহাদ উদ্দিন (২৮), হোসেনপুর উপজেলার হাজীপুর গাবরগাঁও গ্রামের গোলাম সোবহানের ছেলে মারুফ আহমদ (২০) এবং সদর উপজেলার ধনাইল গ্রামের দলিল উদ্দিন লিটনের ছেলে আরিফ আহমেদ রকি (৩০)।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু, দুটি মোবাইল ফোন, একটি সিপিইউ, একটি মনিটর, মোবাইল ফোন ফ্লাশ এবং আইএমইআই নম্বর পরিবর্তনের বিভিন্ন ডিভাইস ও ক্যাবল উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
এ বিষয়ে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ আজকের পত্রিকাকে জানান, গোপন সূত্রে জানতে পারি কিশোরগঞ্জের বিভিন্ন জায়গায় মোবাইল ও টাকা পয়সা ছিনতাই করে আসছিল ‘রেনডম ফরহাদ’ নামের একটি ছিনতাইকারী চক্র। সেসব ছিনতাই করা মোবাইলের লক ফ্ল্যাশ ও আনলক করে, আইএমইআই নম্বর পরিবর্তনের মাধ্যমে বিক্রি করা হয়। আর এই কাজটি করেন জেলা শহরের পুরোনো থানা এলাকার ইসলামীয়া সুপার মার্কেটের দ্বিতীয় তলায়, শাম্মী টেলিকমের আরিফ আহমেদ রকি।
র্যাবের কোম্পানি কমান্ডার শাহরিয়ার মাহমুদ আরও জানান, তথ্যের সত্যতা নিশ্চিত করে র্যাব সদস্যরা গত বৃহস্পতিবার বেলা পৌনে ১১টা থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত জেলা শহরের বড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ‘রেনডম ফরহাদ’ ছিনতাইকারী চক্রের প্রধান মো. ফরহাদ উদ্দিনসহ তিনজনকে গ্রেপ্তার করে। চক্রটির মূল হোতা ফরহাদ উদ্দিনের বিরুদ্ধে ছিনতাই, চুরি ও মাদকসহ তিনটি মামলা রয়েছে।
র্যাব কর্মকর্তা শাহরিয়ার জানান, তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় ৩৯৪ ধারায় ছিনতাই মামলা দায়ের করা হয়েছে।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৫ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৫ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৫ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৬ ঘণ্টা আগে