পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

বাবা-মায়ের স্বপ্ন পূরণে প্রায় এক যুগ আগে দুবাইয়ে পাড়ি জমান কিরণ মিয়া (২৮)। ধীরে ধীরে স্বপ্ন পূরণ করতে থাকেন। মনের মতো দৃষ্টিনন্দন ঘর তৈরি করেন। দীর্ঘদিন পর পাঁচ মাসের ছুটি নিয়ে ২০ দিন আগে বাড়ি ফেরেন। গত ২০ নভেম্বর জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ে করেন। কিন্তু গতকাল বৃহস্পতিবার সড়কে প্রাণ গেল তাঁর।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর এলাকার সৈয়দগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। কিরণ মিয়া ওই গ্রামের ফরিদ মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দুবাই চাকরি করতেন। চার ভাই-বোনের মধ্যে সবার বড়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে প্রায় ১২ বছর আগে দুবাই পাড়ি জমান কিরণ। গত ২০ নভেম্বর পাঁচ মাসের ছুটি নিয়ে দেশে আসেন। এর কয়েক দিন পর বিয়ে করেন। বিয়ের তিন দিন পর গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে মঠখোলা বাজারের দিকে যাচ্ছিলেন তিনি। এ সময় পাকুন্দিয়া-মঠখোলা সড়কের সৈয়দগাঁও জামে মসজিদ এলাকা সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয় মোটরসাইকেলটির। কিরণ মিয়া ছিটকে গিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খান। এতে মাথায় ও অণ্ডকোষে মারাত্মক আঘাত পান। স্থানীয়রা দ্রুত কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ৯টার দিকে মারা যান কিরণ মিয়া।
আজ শুক্রবার জুমার নামাজের পর সৈয়দগাঁও আদু পাগলার মাজার সংলগ্ন মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
কিরণ মিয়ার চাচা মোস্তফা মিয়া বলেন, ‘মর্মান্তিক এ ঘটনায় আমরা সবাই শোকাহত। সে দীর্ঘদিন প্রবাসে ছিল। দেশে এসে বিয়েও করে। এর তিন দিনের মাথায় এমন ঘটনায় আমরা সবাই বাকরুদ্ধ। পরিবার গভীরভাবে শোকাহত।’

বাবা-মায়ের স্বপ্ন পূরণে প্রায় এক যুগ আগে দুবাইয়ে পাড়ি জমান কিরণ মিয়া (২৮)। ধীরে ধীরে স্বপ্ন পূরণ করতে থাকেন। মনের মতো দৃষ্টিনন্দন ঘর তৈরি করেন। দীর্ঘদিন পর পাঁচ মাসের ছুটি নিয়ে ২০ দিন আগে বাড়ি ফেরেন। গত ২০ নভেম্বর জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ে করেন। কিন্তু গতকাল বৃহস্পতিবার সড়কে প্রাণ গেল তাঁর।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর এলাকার সৈয়দগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। কিরণ মিয়া ওই গ্রামের ফরিদ মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দুবাই চাকরি করতেন। চার ভাই-বোনের মধ্যে সবার বড়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে প্রায় ১২ বছর আগে দুবাই পাড়ি জমান কিরণ। গত ২০ নভেম্বর পাঁচ মাসের ছুটি নিয়ে দেশে আসেন। এর কয়েক দিন পর বিয়ে করেন। বিয়ের তিন দিন পর গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে মঠখোলা বাজারের দিকে যাচ্ছিলেন তিনি। এ সময় পাকুন্দিয়া-মঠখোলা সড়কের সৈয়দগাঁও জামে মসজিদ এলাকা সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয় মোটরসাইকেলটির। কিরণ মিয়া ছিটকে গিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খান। এতে মাথায় ও অণ্ডকোষে মারাত্মক আঘাত পান। স্থানীয়রা দ্রুত কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ৯টার দিকে মারা যান কিরণ মিয়া।
আজ শুক্রবার জুমার নামাজের পর সৈয়দগাঁও আদু পাগলার মাজার সংলগ্ন মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
কিরণ মিয়ার চাচা মোস্তফা মিয়া বলেন, ‘মর্মান্তিক এ ঘটনায় আমরা সবাই শোকাহত। সে দীর্ঘদিন প্রবাসে ছিল। দেশে এসে বিয়েও করে। এর তিন দিনের মাথায় এমন ঘটনায় আমরা সবাই বাকরুদ্ধ। পরিবার গভীরভাবে শোকাহত।’

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
৪০ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
২ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
২ ঘণ্টা আগে