কিশোরগঞ্জ প্রতিনিধি

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নে বাবা ও ছেলে নির্বাচনে একে অন্যের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৮ নভেম্বর কিশোরগঞ্জ জেলার সদর উপজেলা, কুলিয়ারচর ও নিকলী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাবা ও ছেলে।
এ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ মোট পাঁচজন প্রার্থী চেয়ারম্যান পদে লড়বেন।
এদের মধ্যে প্রতিদ্বন্দ্বী বাবা ও ছেলে হলেন, ভাটিভরাটিয়া গ্রামের জাকির হোসেন চাঁন মিয়া (৫৮) ও মাহামুদুল হাসান রকি (২৮)।
সাবেক ছাত্রলীগ নেতা চাঁন মিয়া সিংপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী কৃষক লীগের সভাপতি ছিলেন। তাঁর ছেলে বাংলাদেশ ছাত্রলীগ সমর্থক ও ঠিকাদার। বাবা ও ছেলে দিন-রাত নির্বাচনী প্রচারণা এবং উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন। বাবা-ছেলে দুজনই এলাকার উন্নয়নের আশ্বাস দিচ্ছেন ভোটারদের।
এদিকে, গত সোমবার (১ নভেম্বর) তাঁরা সিংপুর ইউনিয়নের প্রিসাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুজ্জামান হাবিবের কাছে দুজনই আনারস প্রতীক চেয়ে মনোনয়নপত্র জমা দেন।
চাঁন মিয়া আজকের পত্রিকাকে জানান, আমি আওয়ামী লীগের ত্যাগী নেতা হিসেবে জনগণের পাশে থেকে তাদের সুখ-দুঃখের সাথি হয়ে থাকতে চাই। প্রতিদ্বন্দ্বী যেই হোক, আমি নির্বাচনের মাঠে শতভাগ বিজয়ের আশাবাদী।
অন্যদিকে রকি আজকের পত্রিকাকে বলেন, মনোনয়ন জমা দিয়েছি। প্রতীক পাওয়ার পর পুরোদমে মাঠে নামব। প্রতিদ্বন্দ্বী কে তা আমার কাছে মুখ্য নয়। জনপ্রিয়তা বেশি যার, তাকেই জনগণ বেছে নেবেন। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নে বাবা ও ছেলে নির্বাচনে একে অন্যের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৮ নভেম্বর কিশোরগঞ্জ জেলার সদর উপজেলা, কুলিয়ারচর ও নিকলী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাবা ও ছেলে।
এ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ মোট পাঁচজন প্রার্থী চেয়ারম্যান পদে লড়বেন।
এদের মধ্যে প্রতিদ্বন্দ্বী বাবা ও ছেলে হলেন, ভাটিভরাটিয়া গ্রামের জাকির হোসেন চাঁন মিয়া (৫৮) ও মাহামুদুল হাসান রকি (২৮)।
সাবেক ছাত্রলীগ নেতা চাঁন মিয়া সিংপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী কৃষক লীগের সভাপতি ছিলেন। তাঁর ছেলে বাংলাদেশ ছাত্রলীগ সমর্থক ও ঠিকাদার। বাবা ও ছেলে দিন-রাত নির্বাচনী প্রচারণা এবং উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন। বাবা-ছেলে দুজনই এলাকার উন্নয়নের আশ্বাস দিচ্ছেন ভোটারদের।
এদিকে, গত সোমবার (১ নভেম্বর) তাঁরা সিংপুর ইউনিয়নের প্রিসাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুজ্জামান হাবিবের কাছে দুজনই আনারস প্রতীক চেয়ে মনোনয়নপত্র জমা দেন।
চাঁন মিয়া আজকের পত্রিকাকে জানান, আমি আওয়ামী লীগের ত্যাগী নেতা হিসেবে জনগণের পাশে থেকে তাদের সুখ-দুঃখের সাথি হয়ে থাকতে চাই। প্রতিদ্বন্দ্বী যেই হোক, আমি নির্বাচনের মাঠে শতভাগ বিজয়ের আশাবাদী।
অন্যদিকে রকি আজকের পত্রিকাকে বলেন, মনোনয়ন জমা দিয়েছি। প্রতীক পাওয়ার পর পুরোদমে মাঠে নামব। প্রতিদ্বন্দ্বী কে তা আমার কাছে মুখ্য নয়। জনপ্রিয়তা বেশি যার, তাকেই জনগণ বেছে নেবেন। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

কুষ্টিয়ায় জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ইসলামি বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে ঝাড়ুমিছিল করেছেন নারীরা। তাঁরা প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করায় আমির হামজাকে ক্ষমা চাইতে আহ্বান জানান।
২০ মিনিট আগে
টঙ্গী সম্মিলিত ইসলামী ব্যাংকের (ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক) গ্রাহকেরা আমানত ফেরত না পেয়ে ব্যাংক কর্মকর্তাদের অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
৪১ মিনিট আগে
পাবনার ফরিদপুর উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে জন্তিহার ও পার্শ্ববর্তী বিলনলুয়া গ্রামসংলগ্ন একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
পিরোজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সিভিল ইনস্ট্রাক্টর কামরুল হাসান ও ইলেকট্রিশিয়ান ইনস্ট্রাক্টর কবির আলমের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে পিরোজপুর টিটিসির সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এমন অভিযোগ তোলা হয়।
১ ঘণ্টা আগে