কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের মিঠামইন থেকে অপহৃত শিশু খোকা মিয়াকে (৭) উদ্ধারসহ অপহরণকারী মো. রাকিবকে (২১) আটক করেছে র্যাব। গতকাল বুধবার দুপুরে ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশন থেকে তাঁকে আটক করা হয়। এর আগে গত মঙ্গলবার দুপুরে গাজীপুর চৌরাস্তা থেকে শিশু খোকা মিয়াকে উদ্ধার করে র্যাব।
আটক রাকিব ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার চুয়ানো গ্রামের বাসিন্দা। অন্যদিকে উদ্ধার হওয়া শিশু খোকা মিয়া কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঢাকী পূর্বহাটি গ্রামের দিদারুল ইসলামের ছোট ভাই। আজ বৃহস্পতিবার সকালে র্যাবের ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির এই তথ্য জানান।
সংবাদ সম্মেলনে আশরাফুল কবির বলেন, কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বাসিন্দা দিদারুল ইসলাম। চাকরির সুবাদে থাকেন গাজীপুরে। ওইখানে পরিচয় হয় রাকিবের সঙ্গে। পরিচয়ের সুবাদে দিদারুল ইসলামকে ধর্মের ভাই বানান রাকিব। কিছুদিন পর গত ১ ডিসেম্বর রাকিব বায়না ধরে দিদারের বাড়িতে বেড়ানোর। দিদার তাঁর ধর্মের ভাইকে বাড়ি নিয়ে যান। তিন দিন পর গত ৪ ডিসেম্বর মিঠামইন বাজারে বেড়ানোর কথা বলে দিদারের ছোট ভাই খোকা মিয়াকে বাড়ি থেকে নিয়ে যান। সন্ধ্যায় দিদারুলকে ফোন দেয় রাকিব। রাকিব ফোন দিয়ে দিদারকে বলেন, ৫০ হাজার টাকা না দিলে খোকাকে জীবিত অবস্থায় ফিরে পাবে না। পরে সন্ধ্যায় মিঠামইন থানায় সাধারণ ডায়েরি করেন দিদারুল।
কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বলেন, সাধারণ ডায়েরি করার পর মিঠামইন থানা-পুলিশ বিষয়টি র্যাবকে জানায়। র্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৫ ডিসেম্বর অপহৃত খোকা মিয়াকে গাজীপুর চৌরাস্তা থেকে উদ্ধার করেন। কিন্তু পালিয়ে যান রাকিব। পরে গত বুধবার ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এলাকা থেকে রাকিবকে আটক করে র্যাব। আজ বৃহস্পতিবার দুপুরে অপহৃত শিশু খোকা মিয়া ও অপহরণকারী রাকিবকে মিঠামইন থানায় হস্তান্তর করা হয়।

কিশোরগঞ্জের মিঠামইন থেকে অপহৃত শিশু খোকা মিয়াকে (৭) উদ্ধারসহ অপহরণকারী মো. রাকিবকে (২১) আটক করেছে র্যাব। গতকাল বুধবার দুপুরে ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশন থেকে তাঁকে আটক করা হয়। এর আগে গত মঙ্গলবার দুপুরে গাজীপুর চৌরাস্তা থেকে শিশু খোকা মিয়াকে উদ্ধার করে র্যাব।
আটক রাকিব ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার চুয়ানো গ্রামের বাসিন্দা। অন্যদিকে উদ্ধার হওয়া শিশু খোকা মিয়া কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঢাকী পূর্বহাটি গ্রামের দিদারুল ইসলামের ছোট ভাই। আজ বৃহস্পতিবার সকালে র্যাবের ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির এই তথ্য জানান।
সংবাদ সম্মেলনে আশরাফুল কবির বলেন, কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বাসিন্দা দিদারুল ইসলাম। চাকরির সুবাদে থাকেন গাজীপুরে। ওইখানে পরিচয় হয় রাকিবের সঙ্গে। পরিচয়ের সুবাদে দিদারুল ইসলামকে ধর্মের ভাই বানান রাকিব। কিছুদিন পর গত ১ ডিসেম্বর রাকিব বায়না ধরে দিদারের বাড়িতে বেড়ানোর। দিদার তাঁর ধর্মের ভাইকে বাড়ি নিয়ে যান। তিন দিন পর গত ৪ ডিসেম্বর মিঠামইন বাজারে বেড়ানোর কথা বলে দিদারের ছোট ভাই খোকা মিয়াকে বাড়ি থেকে নিয়ে যান। সন্ধ্যায় দিদারুলকে ফোন দেয় রাকিব। রাকিব ফোন দিয়ে দিদারকে বলেন, ৫০ হাজার টাকা না দিলে খোকাকে জীবিত অবস্থায় ফিরে পাবে না। পরে সন্ধ্যায় মিঠামইন থানায় সাধারণ ডায়েরি করেন দিদারুল।
কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বলেন, সাধারণ ডায়েরি করার পর মিঠামইন থানা-পুলিশ বিষয়টি র্যাবকে জানায়। র্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৫ ডিসেম্বর অপহৃত খোকা মিয়াকে গাজীপুর চৌরাস্তা থেকে উদ্ধার করেন। কিন্তু পালিয়ে যান রাকিব। পরে গত বুধবার ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এলাকা থেকে রাকিবকে আটক করে র্যাব। আজ বৃহস্পতিবার দুপুরে অপহৃত শিশু খোকা মিয়া ও অপহরণকারী রাকিবকে মিঠামইন থানায় হস্তান্তর করা হয়।

ধুনটে চেকপোস্টে তিন পুলিশ সদস্যকে মব সৃষ্টি করে হেনস্তার অভিযোগ উঠেছে। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করেছে। আজ সোমবার উপজেলার হুকুম আলী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। আজ সোমবার তিনি দলের প্রতীক বরাদ্দের চিঠি হাতে পেয়েছেন।
৭ মিনিট আগে
এদিকে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শাকসু নির্বাচনে দায়িত্ব পালন না করা এবং নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেছেন শাবি শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
২২ মিনিট আগে
মানিকগঞ্জের সিংগাইরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ইমামনগর গ্রামে এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে