কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের মিঠামইন থেকে অপহৃত শিশু খোকা মিয়াকে (৭) উদ্ধারসহ অপহরণকারী মো. রাকিবকে (২১) আটক করেছে র্যাব। গতকাল বুধবার দুপুরে ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশন থেকে তাঁকে আটক করা হয়। এর আগে গত মঙ্গলবার দুপুরে গাজীপুর চৌরাস্তা থেকে শিশু খোকা মিয়াকে উদ্ধার করে র্যাব।
আটক রাকিব ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার চুয়ানো গ্রামের বাসিন্দা। অন্যদিকে উদ্ধার হওয়া শিশু খোকা মিয়া কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঢাকী পূর্বহাটি গ্রামের দিদারুল ইসলামের ছোট ভাই। আজ বৃহস্পতিবার সকালে র্যাবের ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির এই তথ্য জানান।
সংবাদ সম্মেলনে আশরাফুল কবির বলেন, কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বাসিন্দা দিদারুল ইসলাম। চাকরির সুবাদে থাকেন গাজীপুরে। ওইখানে পরিচয় হয় রাকিবের সঙ্গে। পরিচয়ের সুবাদে দিদারুল ইসলামকে ধর্মের ভাই বানান রাকিব। কিছুদিন পর গত ১ ডিসেম্বর রাকিব বায়না ধরে দিদারের বাড়িতে বেড়ানোর। দিদার তাঁর ধর্মের ভাইকে বাড়ি নিয়ে যান। তিন দিন পর গত ৪ ডিসেম্বর মিঠামইন বাজারে বেড়ানোর কথা বলে দিদারের ছোট ভাই খোকা মিয়াকে বাড়ি থেকে নিয়ে যান। সন্ধ্যায় দিদারুলকে ফোন দেয় রাকিব। রাকিব ফোন দিয়ে দিদারকে বলেন, ৫০ হাজার টাকা না দিলে খোকাকে জীবিত অবস্থায় ফিরে পাবে না। পরে সন্ধ্যায় মিঠামইন থানায় সাধারণ ডায়েরি করেন দিদারুল।
কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বলেন, সাধারণ ডায়েরি করার পর মিঠামইন থানা-পুলিশ বিষয়টি র্যাবকে জানায়। র্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৫ ডিসেম্বর অপহৃত খোকা মিয়াকে গাজীপুর চৌরাস্তা থেকে উদ্ধার করেন। কিন্তু পালিয়ে যান রাকিব। পরে গত বুধবার ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এলাকা থেকে রাকিবকে আটক করে র্যাব। আজ বৃহস্পতিবার দুপুরে অপহৃত শিশু খোকা মিয়া ও অপহরণকারী রাকিবকে মিঠামইন থানায় হস্তান্তর করা হয়।

কিশোরগঞ্জের মিঠামইন থেকে অপহৃত শিশু খোকা মিয়াকে (৭) উদ্ধারসহ অপহরণকারী মো. রাকিবকে (২১) আটক করেছে র্যাব। গতকাল বুধবার দুপুরে ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশন থেকে তাঁকে আটক করা হয়। এর আগে গত মঙ্গলবার দুপুরে গাজীপুর চৌরাস্তা থেকে শিশু খোকা মিয়াকে উদ্ধার করে র্যাব।
আটক রাকিব ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার চুয়ানো গ্রামের বাসিন্দা। অন্যদিকে উদ্ধার হওয়া শিশু খোকা মিয়া কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঢাকী পূর্বহাটি গ্রামের দিদারুল ইসলামের ছোট ভাই। আজ বৃহস্পতিবার সকালে র্যাবের ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির এই তথ্য জানান।
সংবাদ সম্মেলনে আশরাফুল কবির বলেন, কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বাসিন্দা দিদারুল ইসলাম। চাকরির সুবাদে থাকেন গাজীপুরে। ওইখানে পরিচয় হয় রাকিবের সঙ্গে। পরিচয়ের সুবাদে দিদারুল ইসলামকে ধর্মের ভাই বানান রাকিব। কিছুদিন পর গত ১ ডিসেম্বর রাকিব বায়না ধরে দিদারের বাড়িতে বেড়ানোর। দিদার তাঁর ধর্মের ভাইকে বাড়ি নিয়ে যান। তিন দিন পর গত ৪ ডিসেম্বর মিঠামইন বাজারে বেড়ানোর কথা বলে দিদারের ছোট ভাই খোকা মিয়াকে বাড়ি থেকে নিয়ে যান। সন্ধ্যায় দিদারুলকে ফোন দেয় রাকিব। রাকিব ফোন দিয়ে দিদারকে বলেন, ৫০ হাজার টাকা না দিলে খোকাকে জীবিত অবস্থায় ফিরে পাবে না। পরে সন্ধ্যায় মিঠামইন থানায় সাধারণ ডায়েরি করেন দিদারুল।
কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বলেন, সাধারণ ডায়েরি করার পর মিঠামইন থানা-পুলিশ বিষয়টি র্যাবকে জানায়। র্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৫ ডিসেম্বর অপহৃত খোকা মিয়াকে গাজীপুর চৌরাস্তা থেকে উদ্ধার করেন। কিন্তু পালিয়ে যান রাকিব। পরে গত বুধবার ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এলাকা থেকে রাকিবকে আটক করে র্যাব। আজ বৃহস্পতিবার দুপুরে অপহৃত শিশু খোকা মিয়া ও অপহরণকারী রাকিবকে মিঠামইন থানায় হস্তান্তর করা হয়।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) অধ্যাদেশ জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে সায়েন্স ল্যাব মোড় ও মিরপুরের টেকনিক্যাল মোড় অবরোধ করেন সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা। এতে মিরপুর সড়কসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
৩৫ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠানের অনুমতি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। আচরণবিধি মেনে ২০ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে অনুমতি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
২ ঘণ্টা আগে
খুলনা নগরীর পূর্ব বানিয়াখামার কাস্টম গলির একটি পরিত্যক্ত বাড়ির পাশের গাছ থেকে মরিয়ম (৪০) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারী নগরীর নিরালা আবাসিক এলাকার বাসিন্দা আনছার উদ্দিন শেখের মেয়ে।
২ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের মুক্তিরবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।
২ ঘণ্টা আগে