খুলনা প্রতিনিধি

খুলনায় নিজের এক মাস ৭ দিন বয়সী মেয়ে মারিয়ামকে হত্যার দায় স্বীকার করেছেন মা রীতা বেগম (২৮)। আজ রোববার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন তিনি। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল কবির তাঁর জবানবন্দি রেকর্ড শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রীতা বেগম বটিয়াঘাটা উপজেলার গাওঘরা গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ হত্যাকাণ্ড ঘটান তিনি।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. এনামুল আসামি রীতা বেগমের বরাত দিয়ে বলেন, ‘শিশুটি জন্ম নেওয়ার পর থেকে বেশি কান্নাকাটি ও অতিরিক্ত পায়খানা করত। এতে শিশুটির মা বিরক্ত হয়। এ কারণে তিনি শিশুটিকে হত্যার পরিকল্পনা করেন। ঘটনার দিন রাতে শিশুটি কান্নাকাটি করতে থাকে। পরে রাতের খাবার খেয়ে বাড়ির সকলে ঘুমিয়ে পড়লে রীতা বেগম সকলের অজান্তে শিশু মারিয়মকে নিয়ে পুকুরে ফেলে দিয়ে ঘরে এসে ঘুমিয়ে পড়ে।’
এসআই আরও বলেন, ‘গত বৃহস্পতিবার রাত ১টার দিকে শিশুটির দাদা ঘুম থেকে উঠে দেখেন ঘরের দরজা খোলা। পরে তিনি তার ছেলে সাইফুলকে ঘুম থেকে ডেকে তোলেন। ঘরের দরজা খোলা রাখার কারণ জানতে চান। এ প্রশ্নের উত্তর তখন সাইফুল দিতে পারেননি। তখনো তিনি জানেন না যে তার মেয়েশিশুকে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। সকালে ঘুম থেকে ওঠার পর বাড়িতে শুরু হয় হইচই। সবাই নিখোঁজ মারিয়মকে শুরু করে। পরে ঘরের পাশের একটি পুকুর থেকে শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। সারা দিন এ হত্যাকাণ্ডের বিষয়টি ধামাচাপা দিতে নাটকীয় টালবাহানা করতে থাকেন রীতা বেগম। পরে রীতা বেগমের কথা বার্তায় অসংলগ্নতা দেখা গেলে তাকে সন্দেহ করা হয়। একসময়ে তিনি হত্যাকাণ্ডের বিষয়টি সকলের কাছে পরিষ্কার করেন। পরে ওই দিন সন্ধ্যায় তাকে বটিয়াঘাটা থানা-পুলিশ আটক করে। রাতে তার স্বামী সাইফুল বাদী হয়ে রীতা বেগমকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।’
এ বিষয়ে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজালাল বলেন, ‘শুক্রবার ভোর ৬টা ১০ মিনিটের দিকে শিশু মারিয়ামের ভাসমান মরদেহ উদ্ধার করে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরে গ্রেপ্তার রীতা বেগমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। জবানবন্দি দিতে রাজি হওয়ায় তাঁকে আজ (রোববার) সকালে আদালতে পাঠানো হয়।’

খুলনায় নিজের এক মাস ৭ দিন বয়সী মেয়ে মারিয়ামকে হত্যার দায় স্বীকার করেছেন মা রীতা বেগম (২৮)। আজ রোববার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন তিনি। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল কবির তাঁর জবানবন্দি রেকর্ড শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রীতা বেগম বটিয়াঘাটা উপজেলার গাওঘরা গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ হত্যাকাণ্ড ঘটান তিনি।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. এনামুল আসামি রীতা বেগমের বরাত দিয়ে বলেন, ‘শিশুটি জন্ম নেওয়ার পর থেকে বেশি কান্নাকাটি ও অতিরিক্ত পায়খানা করত। এতে শিশুটির মা বিরক্ত হয়। এ কারণে তিনি শিশুটিকে হত্যার পরিকল্পনা করেন। ঘটনার দিন রাতে শিশুটি কান্নাকাটি করতে থাকে। পরে রাতের খাবার খেয়ে বাড়ির সকলে ঘুমিয়ে পড়লে রীতা বেগম সকলের অজান্তে শিশু মারিয়মকে নিয়ে পুকুরে ফেলে দিয়ে ঘরে এসে ঘুমিয়ে পড়ে।’
এসআই আরও বলেন, ‘গত বৃহস্পতিবার রাত ১টার দিকে শিশুটির দাদা ঘুম থেকে উঠে দেখেন ঘরের দরজা খোলা। পরে তিনি তার ছেলে সাইফুলকে ঘুম থেকে ডেকে তোলেন। ঘরের দরজা খোলা রাখার কারণ জানতে চান। এ প্রশ্নের উত্তর তখন সাইফুল দিতে পারেননি। তখনো তিনি জানেন না যে তার মেয়েশিশুকে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। সকালে ঘুম থেকে ওঠার পর বাড়িতে শুরু হয় হইচই। সবাই নিখোঁজ মারিয়মকে শুরু করে। পরে ঘরের পাশের একটি পুকুর থেকে শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। সারা দিন এ হত্যাকাণ্ডের বিষয়টি ধামাচাপা দিতে নাটকীয় টালবাহানা করতে থাকেন রীতা বেগম। পরে রীতা বেগমের কথা বার্তায় অসংলগ্নতা দেখা গেলে তাকে সন্দেহ করা হয়। একসময়ে তিনি হত্যাকাণ্ডের বিষয়টি সকলের কাছে পরিষ্কার করেন। পরে ওই দিন সন্ধ্যায় তাকে বটিয়াঘাটা থানা-পুলিশ আটক করে। রাতে তার স্বামী সাইফুল বাদী হয়ে রীতা বেগমকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।’
এ বিষয়ে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজালাল বলেন, ‘শুক্রবার ভোর ৬টা ১০ মিনিটের দিকে শিশু মারিয়ামের ভাসমান মরদেহ উদ্ধার করে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরে গ্রেপ্তার রীতা বেগমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। জবানবন্দি দিতে রাজি হওয়ায় তাঁকে আজ (রোববার) সকালে আদালতে পাঠানো হয়।’

নিহত ব্যক্তির বড় ভাই নয়ন চক্রবর্তী বলেন, পারিবারিক বিষয় নিয়ে সামান্য মতবিরোধের পর ১৬ জানুয়ারি সকালে বাড়িতে মোবাইল ফোন রেখে বের হন জয়। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন (১৭ জানুয়ারি) কুমিল্লা কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে
১৬ মিনিট আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে নভোএয়ার প্রতিদিন চট্টগ্রাম রুটে একটি করে ফ্লাইট পরিচালনা করছে। ফ্লাইটটি ঢাকা থেকে বেলা ১টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে এবং চট্টগ্রাম থেকে বেলা ২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। নতুন ফ্লাইটটি প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ঢাকা থেকে বিকেল ৪টা ১৫ মিনিটে...
২০ মিনিট আগে
অভিযোগে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ স্বৈরাচারী শাসনব্যবস্থার বিভিন্ন সহযোগী ব্যক্তি ও গোষ্ঠী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এ সকল ব্যক্তি ও দল অতীতে গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, মানবাধিকার...
৩৪ মিনিট আগে
খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
১ ঘণ্টা আগে