খুবি প্রতিনিধি

আন্তর্জাতিক যুব দিবসকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশের ২০ জন উদীয়মান সামাজিক উদ্যোক্তাকে স্বীকৃতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ‘রিভেট’। এই তালিকায় স্থান করে নিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উন্নয়ন অধ্যয়ন ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইউসুফ মুন্না। রিভেটের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।
আমেরিকা, ইংল্যান্ড, কেনিয়া, ভারত, কানাডা, বাংলাদেশসহ বিভিন্ন দেশের সেরা ২০ জন উদীয়মান সামাজিক উদ্যোক্তার তালিকা ওয়েবসাইটে প্রকাশ করেছে রিভেট।
ইউসুফ মুন্নার সংগঠন ‘রিফ্লেকটিভ টিনস’ কিশোর-কিশোরীদের সৃজনশীলতার বিকাশ ও পরিচর্যা নিয়ে ১০ বছর ধরে কাজ করে আসছে। তাঁর সংগঠনের কাজের জন্য এ স্বীকৃতির অংশ হিসেবে কার্যক্রম প্রসারের লক্ষ্যে আর্থিক অনুদানেরও ঘোষণা দেয় রিভেট। রিভেট হলো এমন একটি সংস্থা, যা তরুণদের সামষ্টিক অর্থনৈতিক শক্তির দিককে গুরুত্ব দিয়ে সামাজিক উদ্ভাবক হিসেবে তাঁদের কাজে জন্য অর্থায়ন করে থাকে। তাঁরা এই সেরা ২০ জনের প্রচেষ্টার জন্য অর্থসহায়তাও দেবে বলে জানিয়েছে।
সেরা ২০ জনের তালিকায় স্থান পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করে খুবির ইউসুফ আজকের পত্রিকাকে বলেন, ‘আন্তর্জাতিক এই স্বীকৃতির জন্য মনোনীত হয়েছি জেনে খুব ভালো লাগছে। কার্যক্রম প্রসারের জন্য রিভেটের নানা মাতৃক সহযোগিতা অনেক কাজে লাগবে। করার অনেক কিছুই আছে আমাদের। দেশের সামগ্রিক কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।’
এদিকে ডিজনি চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক ‘কে সি আন্ডারকভার’-এর জনপ্রিয় অভিনেত্রী ও হলিউড তারকা ট্রিনিটি স্টোকসের সঙ্গে তাঁর একটি সাক্ষাৎকারও নেওয়া হয়েছে, যেটি দ্রুত প্রকাশিত হবে বলে তিনি জানিয়েছেন।
কিশোরদের সৃজনশীলতার বিকাশে বিশেষ অবদানের জন্য ২০২১ সালে সম্মানজনক ‘ডায়ানা অ্যাওয়ার্ডে’ ভূষিত হন খুবির এই শিক্ষার্থী। এ ছাড়া ২০১৭ সালে প্রভাবশালী সামাজিক উদ্যোক্তাদের বৈশ্বিক নেটওয়ার্ক ‘অশোকা ইয়াং চেঞ্জমেকার’-এর অন্তর্ভুক্ত হন ইউসুফ। একই বছর নেপালে অনুষ্ঠিত গ্লোবাল ইন্টারন্যাশনাল টিন কনফারেন্সেও আলোচক হিসেবে আমন্ত্রিত হয়েছিলেন এই তরুণ উদ্যোক্তা।

আন্তর্জাতিক যুব দিবসকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশের ২০ জন উদীয়মান সামাজিক উদ্যোক্তাকে স্বীকৃতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ‘রিভেট’। এই তালিকায় স্থান করে নিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উন্নয়ন অধ্যয়ন ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইউসুফ মুন্না। রিভেটের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।
আমেরিকা, ইংল্যান্ড, কেনিয়া, ভারত, কানাডা, বাংলাদেশসহ বিভিন্ন দেশের সেরা ২০ জন উদীয়মান সামাজিক উদ্যোক্তার তালিকা ওয়েবসাইটে প্রকাশ করেছে রিভেট।
ইউসুফ মুন্নার সংগঠন ‘রিফ্লেকটিভ টিনস’ কিশোর-কিশোরীদের সৃজনশীলতার বিকাশ ও পরিচর্যা নিয়ে ১০ বছর ধরে কাজ করে আসছে। তাঁর সংগঠনের কাজের জন্য এ স্বীকৃতির অংশ হিসেবে কার্যক্রম প্রসারের লক্ষ্যে আর্থিক অনুদানেরও ঘোষণা দেয় রিভেট। রিভেট হলো এমন একটি সংস্থা, যা তরুণদের সামষ্টিক অর্থনৈতিক শক্তির দিককে গুরুত্ব দিয়ে সামাজিক উদ্ভাবক হিসেবে তাঁদের কাজে জন্য অর্থায়ন করে থাকে। তাঁরা এই সেরা ২০ জনের প্রচেষ্টার জন্য অর্থসহায়তাও দেবে বলে জানিয়েছে।
সেরা ২০ জনের তালিকায় স্থান পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করে খুবির ইউসুফ আজকের পত্রিকাকে বলেন, ‘আন্তর্জাতিক এই স্বীকৃতির জন্য মনোনীত হয়েছি জেনে খুব ভালো লাগছে। কার্যক্রম প্রসারের জন্য রিভেটের নানা মাতৃক সহযোগিতা অনেক কাজে লাগবে। করার অনেক কিছুই আছে আমাদের। দেশের সামগ্রিক কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।’
এদিকে ডিজনি চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক ‘কে সি আন্ডারকভার’-এর জনপ্রিয় অভিনেত্রী ও হলিউড তারকা ট্রিনিটি স্টোকসের সঙ্গে তাঁর একটি সাক্ষাৎকারও নেওয়া হয়েছে, যেটি দ্রুত প্রকাশিত হবে বলে তিনি জানিয়েছেন।
কিশোরদের সৃজনশীলতার বিকাশে বিশেষ অবদানের জন্য ২০২১ সালে সম্মানজনক ‘ডায়ানা অ্যাওয়ার্ডে’ ভূষিত হন খুবির এই শিক্ষার্থী। এ ছাড়া ২০১৭ সালে প্রভাবশালী সামাজিক উদ্যোক্তাদের বৈশ্বিক নেটওয়ার্ক ‘অশোকা ইয়াং চেঞ্জমেকার’-এর অন্তর্ভুক্ত হন ইউসুফ। একই বছর নেপালে অনুষ্ঠিত গ্লোবাল ইন্টারন্যাশনাল টিন কনফারেন্সেও আলোচক হিসেবে আমন্ত্রিত হয়েছিলেন এই তরুণ উদ্যোক্তা।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২৫ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
২ ঘণ্টা আগে