Ajker Patrika

মাঝরাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গণঅধিকার পরিষদ ছাড়লেন ঝিনাইদহের প্রচার সম্পাদক

ঝিনাইদহ প্রতিনিধি
মাঝরাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গণঅধিকার পরিষদ ছাড়লেন ঝিনাইদহের প্রচার সম্পাদক
আকিব জাভেদ বাবু। ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের ঝিনাইদহ জেলা শাখার প্রচার সম্পাদক আকিব জাভেদ বাবু দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গতকাল সোমবার মধ্যরাতে ফেসবুকে পোস্ট দিয়ে তিনি দল ছাড়ার ঘোষণা দেন।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে আকিব জাভেদ বাবু লেখেন, ‘আমি গণঅধিকার পরিষদ, ঝিনাইদহ জেলা শাখার প্রচার সম্পাদক পদ থেকে সম্পূর্ণ খুশি মেজাজে পদত্যাগ করলাম। আমি একমাত্র আল্লাহর সৈনিক।’

ফেসবুক পোস্টের বিষয়ে আকিব জাভেদ বাবু আজকের পত্রিকাকে বলেন, ‘এই রাজনীতিটা আমার ভালো লাগছে না। এ জন্যই এ সিদ্ধান্ত নিয়েছি। সবাই হয়তো মনে করছে, আমি গণঅধিকার পরিষদকে খাটো করে দেখছি। আসলে এমন কোনো বিষয় না। আমি ৫ আগস্টের পর থেকে রাজনীতি থেকে অনেকটাই বিরত আছি। বর্তমানে আমার রাজনীতি করতে ভালো লাগছে না, তাই পদত্যাগ করছি।’

আকিব জাভেদ বাবু আরও বলেন, ‘আমার মনে হয়েছে, এই দল না করা উচিত। সবাই মনে করে, রাজনৈতিক দলের যে নেতা-কর্মীরা আছে তাদের সবাই আদর্শ হিসেবেই মানে। কিন্তু যারা আছে, তারা কখনো আমার আদর্শ হতে পারে না। আমি দেখছি, এই মানুষগুলোর সঙ্গে আমার অনেকটাই অমিল। এদের আমি আদর্শ হিসেবে নিই না।’

বাবু-২

আকিব জাভেদ বাবু বলেন, ‘আমি যাদের সঙ্গে মিশি বা দল করি, তাদের যদি আমার ভালো না লাগে বা আমার আদর্শের জায়গা থেকে না মেলে, তাহলে তো আমার সেটা ভালো লাগার কথা না। এটাই আসলে মূল বিষয়। তবে আমাকে কেউ বিপথে পরিচালিত করতে পারবে না। আমার ফেসবুক পোস্টে হয়তো বা অনেকে অনেক কিছু মনে করতে পারেন। আমি আমার ইমানের জায়গা থেকে চেষ্টা করছি দল থেকে দূরে থাকার।’

অন্য কোনো রাজনৈতিক দলে যুক্ত হচ্ছেন না জানিয়ে তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের দলের যে গ্রুপ আছে, সেখানে আমি লিখিতভাবে আমার পদত্যাগ করার বিষয়টি জানিয়ে দিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত