Ajker Patrika

যশোরে ইএসএল সমাবর্তন অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি
যশোরে ইএসএল সমাবর্তন অনুষ্ঠিত

যশোরে প্রথমবারের মতো হলো ইএসএল সমাবর্তন। আজ বৃহস্পতিবার যশোর জেলা শিল্পকলা একাডেমিতে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. মশিউর রহমান। 

যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি যশোর শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মো. আহসান হাবীব, সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার, একাত্তর টেলিভিশনের চিফ করেসপনডেন্ট পারভেজ নাদির রেজা, আইডিয়া স্পোকেন দ্য গেইম মেথড’র প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টার সহকারী হামিদুল হক। সমাবর্তন বক্তার বক্তব্য দেন সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীন। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘বিতর্কে অংশ নেওয়া সবাই নিজেকে বদলে ফেলেছে। এর কারণ হলো যারা এ কাজে অংশ নিয়েছে তারা সবাই স্মার্ট হতে চায়। তবে বাঙালি জাতির মধ্যে সবচেয়ে স্মার্ট ছিলেন তিনি, যিনি ভাষা আন্দোলনের মাধ্যমে স্বাধীনতার বীজ বপন করেছেন। তিনি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সঠিক চিন্তাধারার কারণে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ।’ 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়তে চান। তার অন্যতম একটি ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছেন স্মার্ট সিটিজেন। তোমরা স্মার্ট সিটিজেন হয়ে সেই স্মার্ট বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে।’ 

এর আগে প্রথম সিম্বোলিক ইএসএল কনভোকেশনের শুরু হয় ভাষা শহীদদের প্রতি সম্মাননা প্রদর্শনের মধ্য দিয়ে। এরপর স্বাগত বক্তব্য দেন যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী তাসফিয়া হক। অনুষ্ঠান পরিচালনা করেন আইডিয়া স্পোকেন দ্য গেইম মেথড’র কো–অর্ডিনেটর নাবিলা সুলতানা এবং কো-কো–অর্ডিনেটর মল্লিকা আফরোজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, আবেদন শেষ ২১ জানুয়ারি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত