চুয়াডাঙ্গা প্রতিনিধি

নারী কেলেঙ্কারি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বুধবার বরখাস্ত সংক্রান্ত চিঠি অভিযুক্তদের কাছে হস্তান্তর করা হয়।
বরখাস্ত হওয়া শিক্ষকেরা হলেন–সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) ওয়াহিদ মোহা. রাশেদীন আমিন রাজন ও সহকারী অধ্যাপক মো. রুহুল আমিন।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জিন্নাত আলী বিষয়টি নিশ্চিত করেছেন, তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মাদ্রাসা পরিচালনা কমিটির গত ফেব্রুয়ারির সভার সিদ্ধান্ত মোতাবেক অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িক বরখাস্তের নোটিশ দেওয়া হয়েছে। তারা নোটিশ গ্রহণ করেছেন।’
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি মাদ্রাসা পরিচালনা কমিটির সভায় সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) ওয়াহিদ মোহা. রাশেদীন আমিন রাজনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ, নারী কেলেঙ্কারি ও সভাপতির স্বাক্ষর জাল করা এবং সহকারী অধ্যাপক রুহুল আমিনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বরখাস্তের চিঠিতে বলা হয়েছে, ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর সকালে সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) ওয়াহিদ মোহা. রাশেদীন আমিন রাজন এবং সহকারী অধ্যাপক রুহুল আমিন মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে বিধিমোতাবেক শ্রেণি কার্যক্রম পরিচালনার বিরোধিতা করে অসদাচরণ ও অশ্লীল গালিগালাজ করেন। এ সময় সহকারী অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান) আবুল হাশেম ও প্রভাষক (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান) মাসুদুর রহমান প্রতিবাদ করলে অভিযুক্তরা ওই দুই শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করে রক্তাক্ত করেন এবং প্রাণনাশের হুমকি দেন।
এ ছাড়া সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) ওয়াহিদ মোহা. রাশেদীন আমিন রাজনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতির স্বাক্ষর জাল করে উচ্চতর বেতনের আবেদন করার বিষয় প্রমাণিত হয়।
এসব বিষয়ে অভিযুক্ত দুই শিক্ষককে দু’দফা কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হলেও তারা সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন। এ কারণে চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসা পরিচালনা কমিটির গত ২৮ ফেব্রুয়ারির সভায় ওই দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন আজকের পত্রিকাকে বলেন, ‘শৃঙ্খলা ভঙ্গ, নারী কেলেঙ্কারি ও সভাপতির স্বাক্ষর জাল করার অপরাধে দুই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। এটি পরিচালনা পরিষদের সভার সিদ্ধান্ত মোতাবেক বিধি মেনে করা হয়েছে।’

নারী কেলেঙ্কারি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বুধবার বরখাস্ত সংক্রান্ত চিঠি অভিযুক্তদের কাছে হস্তান্তর করা হয়।
বরখাস্ত হওয়া শিক্ষকেরা হলেন–সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) ওয়াহিদ মোহা. রাশেদীন আমিন রাজন ও সহকারী অধ্যাপক মো. রুহুল আমিন।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জিন্নাত আলী বিষয়টি নিশ্চিত করেছেন, তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মাদ্রাসা পরিচালনা কমিটির গত ফেব্রুয়ারির সভার সিদ্ধান্ত মোতাবেক অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িক বরখাস্তের নোটিশ দেওয়া হয়েছে। তারা নোটিশ গ্রহণ করেছেন।’
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি মাদ্রাসা পরিচালনা কমিটির সভায় সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) ওয়াহিদ মোহা. রাশেদীন আমিন রাজনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ, নারী কেলেঙ্কারি ও সভাপতির স্বাক্ষর জাল করা এবং সহকারী অধ্যাপক রুহুল আমিনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বরখাস্তের চিঠিতে বলা হয়েছে, ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর সকালে সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) ওয়াহিদ মোহা. রাশেদীন আমিন রাজন এবং সহকারী অধ্যাপক রুহুল আমিন মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে বিধিমোতাবেক শ্রেণি কার্যক্রম পরিচালনার বিরোধিতা করে অসদাচরণ ও অশ্লীল গালিগালাজ করেন। এ সময় সহকারী অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান) আবুল হাশেম ও প্রভাষক (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান) মাসুদুর রহমান প্রতিবাদ করলে অভিযুক্তরা ওই দুই শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করে রক্তাক্ত করেন এবং প্রাণনাশের হুমকি দেন।
এ ছাড়া সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) ওয়াহিদ মোহা. রাশেদীন আমিন রাজনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতির স্বাক্ষর জাল করে উচ্চতর বেতনের আবেদন করার বিষয় প্রমাণিত হয়।
এসব বিষয়ে অভিযুক্ত দুই শিক্ষককে দু’দফা কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হলেও তারা সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন। এ কারণে চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসা পরিচালনা কমিটির গত ২৮ ফেব্রুয়ারির সভায় ওই দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন আজকের পত্রিকাকে বলেন, ‘শৃঙ্খলা ভঙ্গ, নারী কেলেঙ্কারি ও সভাপতির স্বাক্ষর জাল করার অপরাধে দুই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। এটি পরিচালনা পরিষদের সভার সিদ্ধান্ত মোতাবেক বিধি মেনে করা হয়েছে।’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগেই কুড়িগ্রামের নাগেশ্বরীতে ‘প্রশ্নপত্রের’ ফটোকপিসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতা মিনারুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
২৭ মিনিট আগে
ঢাকায় অবস্থানরত যশোর জেলার সাংবাদিকদের সংগঠন যশোর সাংবাদিক ফোরাম, ঢাকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। আজ শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সভায় সর্বসম্মতিক্রমে ৩৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
৩০ মিনিট আগে
আমি প্রতিজ্ঞা করেছি, তারেক রহমান যেদিন দেশে ফিরবেন এবং বিএনপি যেদিন ক্ষমতায় আসবে, সেদিনই আমি ভাত খাব। তার আগে না। এতে আমার জীবন চলে গেলেও কোনো আফসোস নেই।
৩৩ মিনিট আগে
জাজিরায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনাস্থল থেকে হাতবোমা তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করেছে পুলিশের ক্রাইম সিন ইউনিট ও অ্যান্টি টেররিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম। একই সঙ্গে কয়েক দিনে পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৩৮টি তাজা হাতবোমা নিরাপদভাবে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে।
১ ঘণ্টা আগে