প্রতিনিধি

বাগেরহাট: চায়ের দোকানের পেছনে ক্যারাম বোর্ডের ওপর রেখে যাওয়া এক নবজাতককে উদ্ধার করেছেন এক দম্পতি। আজ সোমবার ভোর ৪টায় বাগেরহাট সদর উপজেলার চিতলী-বৈটপুর গ্রামের সাইদুলের চায়ের দোকান থেকে এই নবজাতককে উদ্ধার করা হয়। নবজাতকটি বর্তমানে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে।
শিশুটিকে উদ্ধারকারী চিতলী-বৈটপুর গ্রামের শরীফা বেগম বলেন, গভীর রাতে কান্নার শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। উঠে খুঁজতে থাকি, কোথায় বাচ্চা কাঁদছে। একপর্যায়ে সাইদুল ইসলামের চায়ের দোকানের পেছনে রাখা ক্যারাম বোর্ডের ওপরে নবজাতকটিকে দেখতে পাই। তখনই আমি ৯৯৯–এ ফোন দিয়ে পুলিশকে জানাই।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. আছাদুজ্জামান বলেন, গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে ৯৯৯–এ ফোনের মাধ্যমে আমরা খবর পাই। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে নবজাতকটিকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করি।
আজ দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, সমাজসেবা অধিদপ্তর, বাগেরহাটের উপপরিচালক মো. রফিকুল ইসলামসহ সরকারি কর্মকর্তারা নবজাতকটিকে দেখতে বাগেরহাট সদর হাসপাতালে যান।
বাগেরহাট সদর হাসপাতালের শিশু বিষয়ক কনসালট্যান্ট ডা. খান শিহান মাহমুদ বলেন, কন্যাশিশুটির বয়স আনুমানিক দুই দিন। এখন সুস্থ আছে, টেনে খেতে পারছে। আমরা শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, নবজাতকটি আপাতত পুলিশের তত্ত্বাবধানে হাসপাতালেই রয়েছে। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে বেবি হোমে স্থানান্তর করা হবে।
জেলা প্রশাসক জানান, এরই মধ্যে বেশ কয়েকজন নিঃসন্তান দম্পতি নবজাতকটিকে দত্তক নেওয়ার জন্য আবেদন করেছেন। শিশু কল্যাণ বোর্ডের সভায় সিদ্ধান্ত অনুযায়ী আবেদনগুলো যাচাই-বাছাই করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাগেরহাট: চায়ের দোকানের পেছনে ক্যারাম বোর্ডের ওপর রেখে যাওয়া এক নবজাতককে উদ্ধার করেছেন এক দম্পতি। আজ সোমবার ভোর ৪টায় বাগেরহাট সদর উপজেলার চিতলী-বৈটপুর গ্রামের সাইদুলের চায়ের দোকান থেকে এই নবজাতককে উদ্ধার করা হয়। নবজাতকটি বর্তমানে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে।
শিশুটিকে উদ্ধারকারী চিতলী-বৈটপুর গ্রামের শরীফা বেগম বলেন, গভীর রাতে কান্নার শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। উঠে খুঁজতে থাকি, কোথায় বাচ্চা কাঁদছে। একপর্যায়ে সাইদুল ইসলামের চায়ের দোকানের পেছনে রাখা ক্যারাম বোর্ডের ওপরে নবজাতকটিকে দেখতে পাই। তখনই আমি ৯৯৯–এ ফোন দিয়ে পুলিশকে জানাই।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. আছাদুজ্জামান বলেন, গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে ৯৯৯–এ ফোনের মাধ্যমে আমরা খবর পাই। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে নবজাতকটিকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করি।
আজ দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, সমাজসেবা অধিদপ্তর, বাগেরহাটের উপপরিচালক মো. রফিকুল ইসলামসহ সরকারি কর্মকর্তারা নবজাতকটিকে দেখতে বাগেরহাট সদর হাসপাতালে যান।
বাগেরহাট সদর হাসপাতালের শিশু বিষয়ক কনসালট্যান্ট ডা. খান শিহান মাহমুদ বলেন, কন্যাশিশুটির বয়স আনুমানিক দুই দিন। এখন সুস্থ আছে, টেনে খেতে পারছে। আমরা শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, নবজাতকটি আপাতত পুলিশের তত্ত্বাবধানে হাসপাতালেই রয়েছে। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে বেবি হোমে স্থানান্তর করা হবে।
জেলা প্রশাসক জানান, এরই মধ্যে বেশ কয়েকজন নিঃসন্তান দম্পতি নবজাতকটিকে দত্তক নেওয়ার জন্য আবেদন করেছেন। শিশু কল্যাণ বোর্ডের সভায় সিদ্ধান্ত অনুযায়ী আবেদনগুলো যাচাই-বাছাই করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে