প্রতিনিধি

মনিরামপুর (যশোর): যশোরের মনিরামপুরে জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে জাকির হোসেন (৩২) নামে এক মাদ্রাসাশিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তাঁর মৃত্যু হয়। এর আগে একটু চিকিৎসার আশায় স্বজনেরা তাঁকে নিয়ে চার হাসপাতালে ছোটাছুটি করেছেন।
জাকির হোসেন উপজেলার কাশিপুর দক্ষিণপাড়ার মৃত সবদাল সরদারের ছেলে। তিনি ঢাকুরিয়ার লাউকুণ্ডা দাখিল মাদ্রাসার ইবতেদায়ি শাখার প্রধান ছিলেন।
শিক্ষকের বন্ধু আবুল কালাম বলেন, শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন জাকির। করোনায় মাদ্রাসা বন্ধ হয়ে গেলে বাড়িতে থাকতেন তিনি। কয়েক দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। দুই দিন আগে শ্বাসকষ্ট শুরু হলে গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে তাঁকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা জটিল হওয়ায় গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শিক্ষককে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভর্তি না নিয়ে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকেরা। খুলনায় নেওয়ার পর করোনায় আক্রান্ত হওয়ার কথা বলে রোগীকে ভর্তি নেননি চিকিৎসকেরা। তারপর খুলনা সদর হাসপাতালে নেওয়া হয় রোগীকে।
কালাম বলেন, খুলনা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান তাঁরা করোনা রোগী ভর্তি করান। তবে রোগীর করোনা নিশ্চিত হওয়ার পর তারা ভর্তি নেবেন। ওই অজুহাতে তাঁরাও ভর্তি না নিয়ে রোগী ফেরত দেন। এভাবে বিকেল ৪টা বেজে যায়। অবশেষে মনিরামপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অনুপ বসুর পরামর্শে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাঁকে। রোগীর অবস্থা জটিল বলে সেখানে আইসিইউতে ভর্তি নেন চিকিৎসকেরা। আইসিইউতে সন্ধ্যা ৭টার দিকে মৃত্যু হয়েছে শিক্ষক জাকির হোসেনের।
আবুল কালাম বলেন, `একটু ভালো চিকিৎসার আশায় দিনভর এই হাসপাতাল থেকে ওই হাসপাতালে ছুটেছি রোগী নিয়ে। সবাই চিকিৎসা না দিয়ে শুধু অজুহাত দেখিয়েছেন।'
মনিরামপুর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাক্তার অনুপ বসু বলেন, ওই শিক্ষকের শ্বাসকষ্ট ছিল খুব। কয়েক দিন জ্বরে ভুগলেও স্বজনরা তাঁর করোনা পরীক্ষা করাননি।

মনিরামপুর (যশোর): যশোরের মনিরামপুরে জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে জাকির হোসেন (৩২) নামে এক মাদ্রাসাশিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তাঁর মৃত্যু হয়। এর আগে একটু চিকিৎসার আশায় স্বজনেরা তাঁকে নিয়ে চার হাসপাতালে ছোটাছুটি করেছেন।
জাকির হোসেন উপজেলার কাশিপুর দক্ষিণপাড়ার মৃত সবদাল সরদারের ছেলে। তিনি ঢাকুরিয়ার লাউকুণ্ডা দাখিল মাদ্রাসার ইবতেদায়ি শাখার প্রধান ছিলেন।
শিক্ষকের বন্ধু আবুল কালাম বলেন, শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন জাকির। করোনায় মাদ্রাসা বন্ধ হয়ে গেলে বাড়িতে থাকতেন তিনি। কয়েক দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। দুই দিন আগে শ্বাসকষ্ট শুরু হলে গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে তাঁকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা জটিল হওয়ায় গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শিক্ষককে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভর্তি না নিয়ে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকেরা। খুলনায় নেওয়ার পর করোনায় আক্রান্ত হওয়ার কথা বলে রোগীকে ভর্তি নেননি চিকিৎসকেরা। তারপর খুলনা সদর হাসপাতালে নেওয়া হয় রোগীকে।
কালাম বলেন, খুলনা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান তাঁরা করোনা রোগী ভর্তি করান। তবে রোগীর করোনা নিশ্চিত হওয়ার পর তারা ভর্তি নেবেন। ওই অজুহাতে তাঁরাও ভর্তি না নিয়ে রোগী ফেরত দেন। এভাবে বিকেল ৪টা বেজে যায়। অবশেষে মনিরামপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অনুপ বসুর পরামর্শে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাঁকে। রোগীর অবস্থা জটিল বলে সেখানে আইসিইউতে ভর্তি নেন চিকিৎসকেরা। আইসিইউতে সন্ধ্যা ৭টার দিকে মৃত্যু হয়েছে শিক্ষক জাকির হোসেনের।
আবুল কালাম বলেন, `একটু ভালো চিকিৎসার আশায় দিনভর এই হাসপাতাল থেকে ওই হাসপাতালে ছুটেছি রোগী নিয়ে। সবাই চিকিৎসা না দিয়ে শুধু অজুহাত দেখিয়েছেন।'
মনিরামপুর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাক্তার অনুপ বসু বলেন, ওই শিক্ষকের শ্বাসকষ্ট ছিল খুব। কয়েক দিন জ্বরে ভুগলেও স্বজনরা তাঁর করোনা পরীক্ষা করাননি।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৪ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৫ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৫ ঘণ্টা আগে