খুলনা প্রতিনিধি

খুলনায় ১৩ বছর পর জাহাঙ্গীর হোসেন হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবু নামে একজনের যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রায় ঘোষণা করেন অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এসএম আশিকুর রহমান। এ ছাড়া মামলা থেকে আটজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী সাব্বির আহমেদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আর কখনো আদালতে হাজির হননি।
আইনজীবী কাজী সাব্বির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘২০১০ সালের ১০ জুন নগরীর শামসুর রহমান সড়কে জাহাঙ্গীর হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় তাঁর বাবা ইলিয়াস হোসেন সদর থানায় একটি মামলা করেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, মামলায় আসামি করা হয় ছয়জনকে।’
তিনি বলেন, ‘এর মধ্যে গ্রেপ্তার হওয়া রনি চৌধুরী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ওই জবানবন্দি অনুযায়ী, খুনের ঘটনা ও পরিকল্পনার সঙ্গে জড়িত আরও তিনজনের নাম বেরিয়ে আসে। মোট নয়জনকে আসামি করে ২০১১ সালের ৫ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা।’
রাষ্ট্রপক্ষের এ আইনজীবী আরও বলেন, ‘অভিযোগপত্র অনুযায়ী ওই মামলায় মোট ২৬ জন সাক্ষী ছিলেন। এর মধ্যে গত দুই মাসে তিন কার্যদিবসের মধ্যে ১২ জনের সাক্ষ্য নিয়ে মামলার রায় ঘোষণা করা হয়েছে। অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁরা খালাস পেয়েছেন।’

খুলনায় ১৩ বছর পর জাহাঙ্গীর হোসেন হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবু নামে একজনের যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রায় ঘোষণা করেন অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এসএম আশিকুর রহমান। এ ছাড়া মামলা থেকে আটজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী সাব্বির আহমেদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আর কখনো আদালতে হাজির হননি।
আইনজীবী কাজী সাব্বির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘২০১০ সালের ১০ জুন নগরীর শামসুর রহমান সড়কে জাহাঙ্গীর হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় তাঁর বাবা ইলিয়াস হোসেন সদর থানায় একটি মামলা করেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, মামলায় আসামি করা হয় ছয়জনকে।’
তিনি বলেন, ‘এর মধ্যে গ্রেপ্তার হওয়া রনি চৌধুরী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ওই জবানবন্দি অনুযায়ী, খুনের ঘটনা ও পরিকল্পনার সঙ্গে জড়িত আরও তিনজনের নাম বেরিয়ে আসে। মোট নয়জনকে আসামি করে ২০১১ সালের ৫ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা।’
রাষ্ট্রপক্ষের এ আইনজীবী আরও বলেন, ‘অভিযোগপত্র অনুযায়ী ওই মামলায় মোট ২৬ জন সাক্ষী ছিলেন। এর মধ্যে গত দুই মাসে তিন কার্যদিবসের মধ্যে ১২ জনের সাক্ষ্য নিয়ে মামলার রায় ঘোষণা করা হয়েছে। অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁরা খালাস পেয়েছেন।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
২ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
২ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৩ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৩ ঘণ্টা আগে